নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, এখন চারদিকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র ঘুরতেছে ডানে-বাঁয়ে। শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি-জামায়াত-শিবিরেরা বাংলাদেশের ইতিহাসকে আবারও পাকিস্তানের দিকে টেনে নিয়ে যেতে পারে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ বার। এখনো তাকে বুলেট তাড়া করে বেড়ায়। তারা (বিএনপি, জামায়াত, শিবির) নানাভাবে ষড়যন্ত্র করে এই উন্নয়নশীল সরকারকে উৎখাত করতে চায়।’ ২০২৩ সালের নির্বাচন সফল করতে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যসহকারে ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বঙ্গবন্ধুর সুখ-দুঃখের সাথি উল্লেখ করে মায়া বলেন, ‘৭ মার্চের ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে অনেক কিছু বলার কথা বলেছেন। কিন্তু বঙ্গমাতা তাঁর কাছে গিয়ে বলেছিলেন, তোমার মনে যা চায়, মানুষের জন্য যা বলার দরকার তুমি তাই বলবে। সেই কথার ওপর ভিত্তি করেই সেদিন বঙ্গবন্ধু তাঁর ভাষণ দিয়েছিলেন। এই পরামর্শটা একমাত্র তিনিই দিতে পারেন, যিনি একজন বিচক্ষণ ব্যক্তি। বেগম মুজিব ছিলেন রাজনৈতিকভাবে একজন বিচক্ষণ ও বিজ্ঞ ব্যক্তিত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে নিয়ে তিনি বলেন, ‘পরিবারের আর্থিক বিষয় থেকে শুরু করে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে তাঁর যে কমিটমেন্ট, তা বর্ণনাতীত। বঙ্গবন্ধুর কারাবন্দী জীবনে নেতা-কর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের একটি সেতু তিনি স্থাপন করেছিলেন। ওই সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তিনি আদান-প্রদান করেছেন। ৭ মার্চের গণ-আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনেই তাঁর সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল।’ তিনি না থাকলে রাষ্ট্রীয়ভাবে গণ-অভ্যুদয় সম্ভব হতো না বলে মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী।

চারদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, এখন চারদিকে ষড়যন্ত্র, ষড়যন্ত্র ঘুরতেছে ডানে-বাঁয়ে। শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি-জামায়াত-শিবিরেরা বাংলাদেশের ইতিহাসকে আবারও পাকিস্তানের দিকে টেনে নিয়ে যেতে পারে।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে ১৯ বার। এখনো তাকে বুলেট তাড়া করে বেড়ায়। তারা (বিএনপি, জামায়াত, শিবির) নানাভাবে ষড়যন্ত্র করে এই উন্নয়নশীল সরকারকে উৎখাত করতে চায়।’ ২০২৩ সালের নির্বাচন সফল করতে বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যসহকারে ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বঙ্গবন্ধুর সুখ-দুঃখের সাথি উল্লেখ করে মায়া বলেন, ‘৭ মার্চের ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে অনেক কিছু বলার কথা বলেছেন। কিন্তু বঙ্গমাতা তাঁর কাছে গিয়ে বলেছিলেন, তোমার মনে যা চায়, মানুষের জন্য যা বলার দরকার তুমি তাই বলবে। সেই কথার ওপর ভিত্তি করেই সেদিন বঙ্গবন্ধু তাঁর ভাষণ দিয়েছিলেন। এই পরামর্শটা একমাত্র তিনিই দিতে পারেন, যিনি একজন বিচক্ষণ ব্যক্তি। বেগম মুজিব ছিলেন রাজনৈতিকভাবে একজন বিচক্ষণ ও বিজ্ঞ ব্যক্তিত্ব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে নিয়ে তিনি বলেন, ‘পরিবারের আর্থিক বিষয় থেকে শুরু করে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে তাঁর যে কমিটমেন্ট, তা বর্ণনাতীত। বঙ্গবন্ধুর কারাবন্দী জীবনে নেতা-কর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের একটি সেতু তিনি স্থাপন করেছিলেন। ওই সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো তিনি আদান-প্রদান করেছেন। ৭ মার্চের গণ-আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনেই তাঁর সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল।’ তিনি না থাকলে রাষ্ট্রীয়ভাবে গণ-অভ্যুদয় সম্ভব হতো না বলে মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন নিয়ে নতুন তথ্য দিয়েছে চারটি সংস্থার সম্মিলিত এক জরিপে। নতুন এই জরিপ দাবি করছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনসমর্থনে বিএনপি মাত্র ১ শতাংশীয় পয়েন্ট এগিয়ে আছে।
১ ঘণ্টা আগে
শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যতম দুটি দলের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক করেছেন। আজ সোমবার বেলা ৩টায় মাওলানা মো. মামুনুল হকের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
আগামীকাল বা পরশুর মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে