নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫৫ বছরের জীবনে এত হতাশা, লজ্জা আর ঘৃণা আমার কখনো আসেনি, যতটা এই সরকারের আমলে আমার হয়েছে। আজ রোববার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) পরিচিতি ও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল এ কথা বলেছেন।
আসিফ নজরুল বলেন, ‘৭০ এর নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের হাতে ক্ষমতা দিতে রাজি ছিল না শাসকেরা। অধিকার আদায়ে স্বাধীনতার সংগ্রামে নেমেছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম। অথচ আমাদের দেশে গত দুবার যে ভোট হয়েছে সেই ভোটের মতো জঘন্য ভোট পৃথিবীর ইতিহাসে নেই। বর্তমান সরকারের মতো বর্বর, নির্মম আর মিথ্যা সরকার বাংলাদেশে আর কখনোই ছিল না।’
আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে তাদের সবারই কমনসেন্সের অভাব বলে আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কমনসেন্সওয়ালা রাজনৈতিক দলটি হচ্ছে রেজা ভাই ও নূর, রাশেদদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ বর্তমান ছাত্র রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে।’
নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থনে দিয়ে সাবেক ডাকসু ভিপি বলেন, ‘ছাত্রদের হাফ পাস শুধু বিআরটিসি বাসগুলোতে কার্যকর করেছে সরকার। দুর্বৃত্তদের খুশি রাখতে ব্যক্তিগত পরিবহন সেক্টরে এটা কার্যকর করার সাহস দেখাতে পারেনি তারা। আমরা সব সময় ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করেছি, করছি এবং করব। যেখানেই ছাত্র নির্যাতন হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। রাস্তা, ঘাট, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন আমরা আছি ছাত্রদের পক্ষে।’
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক লতিফ মাসুম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

৫৫ বছরের জীবনে এত হতাশা, লজ্জা আর ঘৃণা আমার কখনো আসেনি, যতটা এই সরকারের আমলে আমার হয়েছে। আজ রোববার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) পরিচিতি ও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল এ কথা বলেছেন।
আসিফ নজরুল বলেন, ‘৭০ এর নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের হাতে ক্ষমতা দিতে রাজি ছিল না শাসকেরা। অধিকার আদায়ে স্বাধীনতার সংগ্রামে নেমেছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম। অথচ আমাদের দেশে গত দুবার যে ভোট হয়েছে সেই ভোটের মতো জঘন্য ভোট পৃথিবীর ইতিহাসে নেই। বর্তমান সরকারের মতো বর্বর, নির্মম আর মিথ্যা সরকার বাংলাদেশে আর কখনোই ছিল না।’
আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে তাদের সবারই কমনসেন্সের অভাব বলে আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কমনসেন্সওয়ালা রাজনৈতিক দলটি হচ্ছে রেজা ভাই ও নূর, রাশেদদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ বর্তমান ছাত্র রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে।’
নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থনে দিয়ে সাবেক ডাকসু ভিপি বলেন, ‘ছাত্রদের হাফ পাস শুধু বিআরটিসি বাসগুলোতে কার্যকর করেছে সরকার। দুর্বৃত্তদের খুশি রাখতে ব্যক্তিগত পরিবহন সেক্টরে এটা কার্যকর করার সাহস দেখাতে পারেনি তারা। আমরা সব সময় ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করেছি, করছি এবং করব। যেখানেই ছাত্র নির্যাতন হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। রাস্তা, ঘাট, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন আমরা আছি ছাত্রদের পক্ষে।’
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক লতিফ মাসুম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ফলে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে তিনি এই আপিল করেন।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার বেলা ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে আসেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’র আগে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুরো বাংলাদেশকে ‘আজাদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেন।
৬ ঘণ্টা আগে