নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৫৫ বছরের জীবনে এত হতাশা, লজ্জা আর ঘৃণা আমার কখনো আসেনি, যতটা এই সরকারের আমলে আমার হয়েছে। আজ রোববার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) পরিচিতি ও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল এ কথা বলেছেন।
আসিফ নজরুল বলেন, ‘৭০ এর নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের হাতে ক্ষমতা দিতে রাজি ছিল না শাসকেরা। অধিকার আদায়ে স্বাধীনতার সংগ্রামে নেমেছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম। অথচ আমাদের দেশে গত দুবার যে ভোট হয়েছে সেই ভোটের মতো জঘন্য ভোট পৃথিবীর ইতিহাসে নেই। বর্তমান সরকারের মতো বর্বর, নির্মম আর মিথ্যা সরকার বাংলাদেশে আর কখনোই ছিল না।’
আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে তাদের সবারই কমনসেন্সের অভাব বলে আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কমনসেন্সওয়ালা রাজনৈতিক দলটি হচ্ছে রেজা ভাই ও নূর, রাশেদদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ বর্তমান ছাত্র রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে।’
নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থনে দিয়ে সাবেক ডাকসু ভিপি বলেন, ‘ছাত্রদের হাফ পাস শুধু বিআরটিসি বাসগুলোতে কার্যকর করেছে সরকার। দুর্বৃত্তদের খুশি রাখতে ব্যক্তিগত পরিবহন সেক্টরে এটা কার্যকর করার সাহস দেখাতে পারেনি তারা। আমরা সব সময় ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করেছি, করছি এবং করব। যেখানেই ছাত্র নির্যাতন হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। রাস্তা, ঘাট, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন আমরা আছি ছাত্রদের পক্ষে।’
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক লতিফ মাসুম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

৫৫ বছরের জীবনে এত হতাশা, লজ্জা আর ঘৃণা আমার কখনো আসেনি, যতটা এই সরকারের আমলে আমার হয়েছে। আজ রোববার রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির (আংশিক) পরিচিতি ও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল এ কথা বলেছেন।
আসিফ নজরুল বলেন, ‘৭০ এর নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের হাতে ক্ষমতা দিতে রাজি ছিল না শাসকেরা। অধিকার আদায়ে স্বাধীনতার সংগ্রামে নেমেছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম। অথচ আমাদের দেশে গত দুবার যে ভোট হয়েছে সেই ভোটের মতো জঘন্য ভোট পৃথিবীর ইতিহাসে নেই। বর্তমান সরকারের মতো বর্বর, নির্মম আর মিথ্যা সরকার বাংলাদেশে আর কখনোই ছিল না।’
আসিফ নজরুল আরও বলেন, ‘বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে তাদের সবারই কমনসেন্সের অভাব বলে আমার মনে হয়েছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কমনসেন্সওয়ালা রাজনৈতিক দলটি হচ্ছে রেজা ভাই ও নূর, রাশেদদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ বর্তমান ছাত্র রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছে এবং নতুন দিক নির্দেশনা দিচ্ছে।’
নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থনে দিয়ে সাবেক ডাকসু ভিপি বলেন, ‘ছাত্রদের হাফ পাস শুধু বিআরটিসি বাসগুলোতে কার্যকর করেছে সরকার। দুর্বৃত্তদের খুশি রাখতে ব্যক্তিগত পরিবহন সেক্টরে এটা কার্যকর করার সাহস দেখাতে পারেনি তারা। আমরা সব সময় ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করেছি, করছি এবং করব। যেখানেই ছাত্র নির্যাতন হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। রাস্তা, ঘাট, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক না কেন আমরা আছি ছাত্রদের পক্ষে।’
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক লতিফ মাসুম, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিন মোল্লা, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
২ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৩ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৩ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৩ ঘণ্টা আগে