নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৫ সালের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এবারের মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি জানিয়েছেন, ইশতেহার বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আগামীর চ্যালেঞ্জ। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বই।
আজ বৃহস্পতিবার সকালে খালিদ মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু নির্বাচন যে হতে পারে তা আগামী দিনের জন্য একটা উদাহরণ। এটাকে আমাদের চর্চা করতে হবে। ৭৫ পরবর্তী সবচেয়ে বেষ্ট নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটাই বড় ভালো লাগার বিষয়।’
আগামী পরিকল্পনা বিষয়ে খালিদ বলেন, ‘আমরা ৩০০ জন নির্বাচন করেছি। ২২২ জন নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের ইশতেহারে ম্যান্ডেট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ইশতেহার বাস্তবায়নই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। চ্যালেঞ্জ একটাই, ইশতেহার বাস্তবায়ন করা। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বই।’
মন্ত্রিসভায় কাজ করার প্রসঙ্গে খালিদ বলেন, সরকারে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। সেই অভিজ্ঞতা আগামীতে সংকট, দুর্বলতা উত্তরণে কাজে লাগবে।
বাংলাদেশের প্রভু হওয়া সম্ভব না জানিয়ে পশ্চিমাদের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কারা কি বলল তা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের পররাষ্ট্রনীতিটা হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সেটাই চাই। যেসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে তারা সবাই এটা জানে। বাংলাদেশ কারও দানে স্বাধীনতা পায়নি।
খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

১৯৭৫ সালের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এবারের মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি জানিয়েছেন, ইশতেহার বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আগামীর চ্যালেঞ্জ। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বই।
আজ বৃহস্পতিবার সকালে খালিদ মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে এবং সাংবিধানিক ধারাবাহিকতায় একটা গণতান্ত্রিক, অবাধ, সুষ্ঠু নির্বাচন যে হতে পারে তা আগামী দিনের জন্য একটা উদাহরণ। এটাকে আমাদের চর্চা করতে হবে। ৭৫ পরবর্তী সবচেয়ে বেষ্ট নির্বাচন ৭ জানুয়ারির নির্বাচন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটাই বড় ভালো লাগার বিষয়।’
আগামী পরিকল্পনা বিষয়ে খালিদ বলেন, ‘আমরা ৩০০ জন নির্বাচন করেছি। ২২২ জন নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের ইশতেহারে ম্যান্ডেট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ইশতেহার বাস্তবায়নই আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। চ্যালেঞ্জ একটাই, ইশতেহার বাস্তবায়ন করা। স্মার্ট বাংলাদেশ আমরা গড়বই।’
মন্ত্রিসভায় কাজ করার প্রসঙ্গে খালিদ বলেন, সরকারে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। সেই অভিজ্ঞতা আগামীতে সংকট, দুর্বলতা উত্তরণে কাজে লাগবে।
বাংলাদেশের প্রভু হওয়া সম্ভব না জানিয়ে পশ্চিমাদের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কারা কি বলল তা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের পররাষ্ট্রনীতিটা হলো, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা সেটাই চাই। যেসব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে তারা সবাই এটা জানে। বাংলাদেশ কারও দানে স্বাধীনতা পায়নি।
খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনো দিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারা সহিংসতা করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল (বিএনপি) তাদের চক্রান্তে পা দেবে না।
১২ ঘণ্টা আগে