Ajker Patrika

৩ জেলার যুবলীগ নেতাদের জীবনবৃত্তান্ত আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩ জেলার যুবলীগ নেতাদের জীবনবৃত্তান্ত আহ্বান

ঢাকা জেলা, কুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এ লক্ষ্যে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সম্প্রতি বিলুপ্ত ঢাকা জেলা, লক্ষ্মীপুর জেলা ও কুমিল্লা উত্তর জেলা শাখা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এতে বলা হয়, তিন জেলার কমিটিতে থাকতে আগ্রহীরা আগামী ১০ থেকে ১৫ অক্টোবর মধ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুবলীগের দপ্তর শাখায় জমা দিতে পারবেন। আগ্রহীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ সেপ্টেম্বর ঢাকা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একই অভিযোগে গত ৩ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা শাখা ও লক্ষ্মীপুরের কমিটিও বিলুপ্ত করে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত