নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) অনেকটাই হারিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার উত্তরায় উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৯ ঘণ্টা আটকে ছিলেন। এর আগে যমুনায় এক উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এসবের অর্থ, উপদেষ্টাদের প্রতি জনগণের ক্ষোভ তৈরি হয়েছে।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের বৈঠক শেষে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এ মন্তব্য করেন।
এবি পার্টির সভাপতি বলেন, ‘এটা খুব দুঃখজনক, সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। গতকাল উপদেষ্টারা ৯ ঘণ্টা আটকে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর মানে, জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে।
‘রাজনৈতিক দল হিসেবে আমরা যাঁরা গণ-অভ্যুত্থানের অংশীদার, আমাদের গ্রহণযোগ্যতাও কমেছে। ঠিক তেমনিভাবে আমাদের ছাত্র আন্দোলনের যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁরা এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারাচ্ছেন।’
মঞ্জু জানান, গোপালগঞ্জ ও উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা সন্দেহ প্রকাশ করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর মনে হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে। এ নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন, চিন্তিত। সেই জায়গা থেকেই তিনি আজ বৈঠকের ডাক দিয়েছেন।
এবি পার্টির সভাপতি বলেন, ‘শেখ হাসিনার পতনের পর আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। কেউ কেউ এটাকে সুযোগ হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন, আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদের পেছনে সরকারের দায় রয়েছে।’
সংস্কার ও নির্বাচনের বিষয়ে সংশয় জানিয়ে মঞ্জু বলেন, ‘দুটি বিষয়ে ব্যাপক সংশয় রয়েছে। সংস্কার আসলে ঠিকমতো হবে কি না, আর নির্বাচন ঠিকমতো হবে কি না। অনেক রাজনৈতিক দল সমালোচনা করেছে, সরকার বিমাতাসুলভ আচরণ করছে। কেউ কেউ বলেছে, কোনো কোনো রাজনৈতিক দলকে প্রটোকল দেওয়া হচ্ছে; কোনো কোনো দল সরকারি সুবিধা পাচ্ছে।’
সুষ্ঠুভাবে সংস্কার ও নির্বাচন আয়োজন করতে না পারলে বৈঠকে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান বলে দাবি করেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এই উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনটা হতে থাকলে নির্বাচন সুষ্ঠভাবে করার বিষয়ে সংশয় দেখা দেবে।
‘আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি, যদি আপনি সংস্কার ভালোমতো করতে না পারেন, নির্বাচনও করতে না পারেন, তাহলে অনুরোধ করব, আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে বলেছি, বর্তমান সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে আমাদের কাছে। কারণ, সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। কঠিন বলতে আমরা কঠোরতার কথা বলছি না। আমরা বলেছি, এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেনি। কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সে ধরনের কোনো নজির নেই। যখনই সচিবালয় বা যমুনা ঘেরাও হয়, তখনই কেবল সরকার নড়েচড়ে বসে।’

অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) অনেকটাই হারিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার উত্তরায় উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৯ ঘণ্টা আটকে ছিলেন। এর আগে যমুনায় এক উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এসবের অর্থ, উপদেষ্টাদের প্রতি জনগণের ক্ষোভ তৈরি হয়েছে।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের বৈঠক শেষে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এ মন্তব্য করেন।
এবি পার্টির সভাপতি বলেন, ‘এটা খুব দুঃখজনক, সরকারের ক্রেডিবিলিটি এখন অনেক কমে গেছে। গতকাল উপদেষ্টারা ৯ ঘণ্টা আটকে ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এর মানে, জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে। এর আগেও যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে।
‘রাজনৈতিক দল হিসেবে আমরা যাঁরা গণ-অভ্যুত্থানের অংশীদার, আমাদের গ্রহণযোগ্যতাও কমেছে। ঠিক তেমনিভাবে আমাদের ছাত্র আন্দোলনের যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁরা এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারাচ্ছেন।’
মঞ্জু জানান, গোপালগঞ্জ ও উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে ফ্যাসিবাদের ষড়যন্ত্র থাকতে পারে বলে বৈঠকে প্রধান উপদেষ্টা সন্দেহ প্রকাশ করেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তাঁর মনে হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে। এ নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন, চিন্তিত। সেই জায়গা থেকেই তিনি আজ বৈঠকের ডাক দিয়েছেন।
এবি পার্টির সভাপতি বলেন, ‘শেখ হাসিনার পতনের পর আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। কেউ কেউ এটাকে সুযোগ হিসেবে নিচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন, আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদের পেছনে সরকারের দায় রয়েছে।’
সংস্কার ও নির্বাচনের বিষয়ে সংশয় জানিয়ে মঞ্জু বলেন, ‘দুটি বিষয়ে ব্যাপক সংশয় রয়েছে। সংস্কার আসলে ঠিকমতো হবে কি না, আর নির্বাচন ঠিকমতো হবে কি না। অনেক রাজনৈতিক দল সমালোচনা করেছে, সরকার বিমাতাসুলভ আচরণ করছে। কেউ কেউ বলেছে, কোনো কোনো রাজনৈতিক দলকে প্রটোকল দেওয়া হচ্ছে; কোনো কোনো দল সরকারি সুবিধা পাচ্ছে।’
সুষ্ঠুভাবে সংস্কার ও নির্বাচন আয়োজন করতে না পারলে বৈঠকে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান বলে দাবি করেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। এই উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এমনটা হতে থাকলে নির্বাচন সুষ্ঠভাবে করার বিষয়ে সংশয় দেখা দেবে।
‘আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে বলেছি, যদি আপনি সংস্কার ভালোমতো করতে না পারেন, নির্বাচনও করতে না পারেন, তাহলে অনুরোধ করব, আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে বলেছি, বর্তমান সরকারকে দুর্বল সরকার মনে হচ্ছে আমাদের কাছে। কারণ, সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। কঠিন বলতে আমরা কঠোরতার কথা বলছি না। আমরা বলেছি, এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেনি। কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, সে ধরনের কোনো নজির নেই। যখনই সচিবালয় বা যমুনা ঘেরাও হয়, তখনই কেবল সরকার নড়েচড়ে বসে।’

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘তাঁরাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, এ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন।
৪০ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
১২ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
১২ ঘণ্টা আগে