নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের অশুভ খেলায় মেতে উঠতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালায় বিএনপি। এবার ড. ইউনূসকে নিয়ে তারা ওয়ান-ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
আলোচনা সভায় শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘আজ অশুভ শক্তিরা অশুভ খেলা খেলতে চায়। আজকে আপনাদের সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাই আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাইবোনেরা নিরাপদে আছেন। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অঘটন ঘটিয়ে হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা।
পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অনেকেই শ্রীকৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন ভক্তরা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান-ইলেভেনের অশুভ খেলায় মেতে উঠতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালায় বিএনপি। এবার ড. ইউনূসকে নিয়ে তারা ওয়ান-ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।
ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
আলোচনা সভায় শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘আজ অশুভ শক্তিরা অশুভ খেলা খেলতে চায়। আজকে আপনাদের সবাইকে শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে। শেখ হাসিনা সরকার মাইনরিটি নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তাই আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হিন্দু ভাইবোনেরা নিরাপদে আছেন। কিন্তু এবার আমি ভয় পাচ্ছি। অশুভ শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো অঘটন ঘটিয়ে হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং, আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজি সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা।
পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শত শত ট্রাক ও পিকআপ নিয়ে অংশ নেন ভক্তরা। শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অনেকেই শ্রীকৃষ্ণ সেজে এসেছেন। এ ছাড়া বর্ণাঢ্য এই শোভাযাত্রায় কেউ কেউ কৃষ্ণের জন্মতিথির সেই দৃশ্য ডিসপ্লে করেছেন। গানের তালে তালে নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন ভক্তরা। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনে সহযোগিতার জন্য দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবার উদ্দেশে তিনি বলেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন...
৬ ঘণ্টা আগে
সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য জিয়া উদ্যানসংলগ্ন সদ্যপ্রয়াত খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো। সবার জন্য উন্মুক্ত করার পর দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন রুহের মাগফিরাত কামনা করে।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে