নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারও হাতে নেই, যদি আমরা (বিএনপি) নামি।’
দ্রুত নির্বাচনের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে আজ শনিবার (৫ জুলাই) এক সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর। কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।
বিএনপির বিরুদ্ধে সমালোচনার জবাবে দলের এই নেতা বলেন, ‘যারা বলে, ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদের বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি। কিন্তু আমরা দেখাব না।’
যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে। সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে—এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শিক্ষা আর স্বাস্থ্য—দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। মাঝেমধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে, তারাই ভারতের দালাল।’
গয়েশ্বর আরও বলেন, ‘যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা...এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে। এই পরাগ মন্ডলরে যে অপহরণ করল, আপনারা জানেন সবাই তার নাম...সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কী জিনিস, আপনারা একটু চিনে রাখেন।’
ঐক্যই বিএনপির শক্তি—মন্তব্য করে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে; সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব। সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করব।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারও হাতে নেই, যদি আমরা (বিএনপি) নামি।’
দ্রুত নির্বাচনের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে আজ শনিবার (৫ জুলাই) এক সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর। কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।
বিএনপির বিরুদ্ধে সমালোচনার জবাবে দলের এই নেতা বলেন, ‘যারা বলে, ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদের বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি। কিন্তু আমরা দেখাব না।’
যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে। সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে—এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শিক্ষা আর স্বাস্থ্য—দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। মাঝেমধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে, তারাই ভারতের দালাল।’
গয়েশ্বর আরও বলেন, ‘যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা...এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে। এই পরাগ মন্ডলরে যে অপহরণ করল, আপনারা জানেন সবাই তার নাম...সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কী জিনিস, আপনারা একটু চিনে রাখেন।’
ঐক্যই বিএনপির শক্তি—মন্তব্য করে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে; সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব। সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করব।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।
নুরুল হক নুর বলেছেন, ‘সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়াদের যে উৎপাত দেখতে পাচ্ছি, এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকাকেন্দ্রিক সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে
৫ ঘণ্টা আগেআজ রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান; দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এই জায়গাটায় কিন্তু আমরা দুর্বল। এই জায়গাটাকে সবল করতে হবে।’
১০ ঘণ্টা আগেরাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক যুব ঐক্যের নেতৃবৃন্দ। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
১৩ ঘণ্টা আগেনিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
১৫ ঘণ্টা আগে