নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছে। টাকা লেগেছে ৬৫০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা। আর ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, তিনি পাচার করেছে ২ হাজার কোটি টাকা।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে—দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। এ জন্য মাঝেমধ্যে তাঁর মুখ দিয়ে এসব কথাবার্তা বলানো হচ্ছে। কিন্তু ক্যানসারের ঘা হলে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ, ভেতর থেকেই আওয়ামী লীগের জীবনীশক্তি শুকিয়ে যাচ্ছে। আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। আর এসব বলে সরকারের পরিণতি ঠেকানো যাবে না।’
এর আগে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে খাদ্যসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।’
এই বক্তব্য প্রসঙ্গে কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো বলে নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করলেও কি আর মনোবল চাঙা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, অর্থনীতিকে যেভাবে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এটা আপনারা ঠেকাতে পারছেন না। এখন জোর-জুলুম করে, বিরোধী শক্তির ওপর একেবারে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদের থেঁতলা করে, ঝাঁঝরা করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবেন? পারবেন না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে বক্তব্য দেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে তা অবতরণ করেছে। টাকা লেগেছে ৬৫০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা। আর ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, তিনি পাচার করেছে ২ হাজার কোটি টাকা।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে—দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরকে দিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা। এ জন্য মাঝেমধ্যে তাঁর মুখ দিয়ে এসব কথাবার্তা বলানো হচ্ছে। কিন্তু ক্যানসারের ঘা হলে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না। কারণ, ভেতর থেকেই আওয়ামী লীগের জীবনীশক্তি শুকিয়ে যাচ্ছে। আর কোনো অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। আর এসব বলে সরকারের পরিণতি ঠেকানো যাবে না।’
এর আগে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে খাদ্যসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে কাদের বলেন, ‘নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরিব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে।’
এই বক্তব্য প্রসঙ্গে কাদেরের উদ্দেশে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব এই কথাগুলো বলে নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করলেও কি আর মনোবল চাঙা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, অর্থনীতিকে যেভাবে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এটা আপনারা ঠেকাতে পারছেন না। এখন জোর-জুলুম করে, বিরোধী শক্তির ওপর একেবারে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদের থেঁতলা করে, ঝাঁঝরা করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবেন? পারবেন না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ নেতাদের আরোগ্য কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরীর সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেসারুল হক, মাওলানা নজরুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে বক্তব্য দেন।

‘তরুণদের নতুন রাজনৈতিক দল’ হিসেবে আলোচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন নিজ দলের তরুণ নেতাদেরই ধরে রাখতে পারছে না। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটসঙ্গী হওয়ার সিদ্ধান্তের পর দলটিতে চলছে একের পর এক পদত্যাগ। একই সঙ্গে নতুন করে তরুণদের যুক্ত হওয়া এবং সমর্থন দেওয়ার প্রবণতাও কমে গেছে বলে দলের ভেতরেই আলাপ...
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত মায়ের জন্য দোয়া করেছেন।
১১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে তাঁর পরিবারের সদস্যরা আসেন।
১২ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নির্বাসন থেকে দেশে ফেরায় উজ্জীবিত হয়ে উঠেছিলেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা। কিন্তু সপ্তাহ না ঘুরতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁরা।
১ দিন আগে