নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে গত শনিবার রাতে এ তথ্য জানানো হয়। শিগগির নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে সেই কমিটি বিলুপ্ত করা নিয়ে দলে এবং দলের বাইরে আলোচনা চলছে।
বিজ্ঞপ্তিতে কমিটি ভেঙে দেওয়ার কোনো কারণ না বলা হলেও দলীয় সূত্র বলছে, আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে মোটাদাগে রয়েছে দখল ও চাঁদাবাজি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন। তারপরই এই পদক্ষেপ।
বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও জানিয়েছে একটি সূত্র। সূত্রের দাবি, কমিটি গঠনসহ নানা বিষয়ে দুই নেতার মতের মিল ছিল না। তাঁদের দুজনের নামেই মহানগর উত্তরে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দুই নেতার মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক বেশি। নতুন কমিটিতে ওই নেতার থাকার সম্ভাবনা খুবই কম।
নতুন কমিটিতে কারা আসতে পারেন, জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, এ বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। তবে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের যেকোনো একজন বাদ পড়তে পারেন। নতুন কমিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।
কমিটি বিলুপ্ত করা ও অভিযোগের বিষয়ে জানতে গতকাল রোববার সাইফুল আলম নিরবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়ায় কথা বলা যায়নি।
তবে বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দল যা ভালো মনে করেছে, তা-ই করেছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু বলার সুযোগ নেই। তবে আশা করছি, আগামীতে ভালো কিছুই হবে।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৫ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে