নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেড় মাসের বেশি সময় পর আবারও সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। বিজয় দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে নয়াপল্টন। দুপুর ১টা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতা-কর্মীরা।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর পর থেকে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়। দেশজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা নয়াপল্টনমুখী হননি খুব একটা।
সরেজমিনে দেখা যায়, আজ শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সরকার ও নির্বাচনবিরোধী স্লোগান দিতে থাকেন। স্লোগানে মুখর হয়ে ওঠে কালভার্ট রোড থেকে নাইটিঙ্গেল মোড়। এ সময় পল্টন থেকে মগবাজার পর্যন্ত রাস্তার দুই পাশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শান্তিনগর মোড়ে দেখা যায় প্রিজন ভ্যান।
শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া বিজয় শোভাযাত্রা থেকে তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চের কাছে দেখা যায় দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে। একটু পরে সেখানে উপস্থিত হন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে জানান, বিএনপির বিজয় শোভাযাত্রা নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় পর্যন্ত যাবে। এ সময় তিনি মিছিলের নেতা-কর্মীদের সংযত আচরণের আহ্বান জানান।
এদিকে বিএনপির বিজয় শোভাযাত্রার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সে জন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা থেকে বিরত থাকতে হবে।’
শনিবার সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় শোভাযাত্রা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয়ের র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন, যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছে এবং সেটি যেন অনুসরণ করে।’

দেড় মাসের বেশি সময় পর আবারও সরগরম হয়ে উঠেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। বিজয় দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে নয়াপল্টন। দুপুর ১টা থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতা-কর্মীরা।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর পর থেকে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়। দেশজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা নয়াপল্টনমুখী হননি খুব একটা।
সরেজমিনে দেখা যায়, আজ শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সরকার ও নির্বাচনবিরোধী স্লোগান দিতে থাকেন। স্লোগানে মুখর হয়ে ওঠে কালভার্ট রোড থেকে নাইটিঙ্গেল মোড়। এ সময় পল্টন থেকে মগবাজার পর্যন্ত রাস্তার দুই পাশে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শান্তিনগর মোড়ে দেখা যায় প্রিজন ভ্যান।
শোভাযাত্রায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া বিজয় শোভাযাত্রা থেকে তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন।
দুপুর ১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চের কাছে দেখা যায় দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে। একটু পরে সেখানে উপস্থিত হন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে জানান, বিএনপির বিজয় শোভাযাত্রা নয়াপল্টন থেকে শান্তিনগর মোড় পর্যন্ত যাবে। এ সময় তিনি মিছিলের নেতা-কর্মীদের সংযত আচরণের আহ্বান জানান।
এদিকে বিএনপির বিজয় শোভাযাত্রার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সে জন্য কাউকে আমরা মানা করছি না বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা থেকে বিরত থাকতে হবে।’
শনিবার সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় শোভাযাত্রা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি) বলা হয়েছে একটি রোডম্যাপ তৈরি করে বিজয়ের র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছেন, যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছে এবং সেটি যেন অনুসরণ করে।’

নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা চলছে। আজ শুক্রবার বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই সভা শুরু হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে দুপুরের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ (তেজগাঁও-রমনা) আসনের রাজনৈতিক অঙ্গন সরগরম। বিএনপির সমর্থন নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হকের নির্বাচনী তৎপরতা আলাদা করে নজরে পড়ছে।
৩ ঘণ্টা আগে
নানা গুঞ্জনের পর এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে তারা থাকছে না।
৩ ঘণ্টা আগে