নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডলারের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দেশের অর্থনীতির জন্য এটাকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকারণে রিজার্ভ নিয়ে সরকারকে তুষ্টিতে ভুগতে মানা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা, তার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি অশনিসংকেত। অদূরভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’
পদ্মা সেতুতে বিএনপির লোকজন ক্ষমা চেয়ে চলাচল করতে পারবেন-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা কি ওইটা (পদ্মা সেতু) ওনাদের পৈতৃক সম্পত্তি থেকে বানিয়েছেন নাকি আমাদের সবার পকেটের টাকা দিয়ে বানিয়েছেন? আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছেন চুরি করে। কাজেই এই সমস্ত কথাবার্তা তাঁদের মুখে শোভা পায় না।’
পদ্মা সেতুর টোল নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এটা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের আগে যে ব্যয় হতো, তার চেয়ে ব্যয় অনেক বেশি হবে।’
সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট এবং জনগণের সম্পদকে পুরোপুরি পকেটে ভরার। এই সরকার সরে গেলে অবস্থার পরিবর্তন হবে বলেন ফখরুল।
সরকার পতন আন্দোলনের জন্য ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে।’

ডলারের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। দেশের অর্থনীতির জন্য এটাকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকারণে রিজার্ভ নিয়ে সরকারকে তুষ্টিতে ভুগতে মানা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডলারের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ১৬ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব।
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা, তার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি অশনিসংকেত। অদূরভবিষ্যতে আমরা শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা আছে এবং সেই আশঙ্কা বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’
পদ্মা সেতুতে বিএনপির লোকজন ক্ষমা চেয়ে চলাচল করতে পারবেন-তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা কি ওইটা (পদ্মা সেতু) ওনাদের পৈতৃক সম্পত্তি থেকে বানিয়েছেন নাকি আমাদের সবার পকেটের টাকা দিয়ে বানিয়েছেন? আমাদের পকেটের টাকা কেটে নিয়েছেন এবং ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৩০ হাজার কোটি টাকায় নিয়ে গেছেন চুরি করে। কাজেই এই সমস্ত কথাবার্তা তাঁদের মুখে শোভা পায় না।’
পদ্মা সেতুর টোল নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এটা অত্যন্ত বেশি ধরা হয়েছে। এতে করে যাঁরা যাতায়াত করবেন, তাঁদের আগে যে ব্যয় হতো, তার চেয়ে ব্যয় অনেক বেশি হবে।’
সরকারের একমাত্র লক্ষ্য লুটপাট এবং জনগণের সম্পদকে পুরোপুরি পকেটে ভরার। এই সরকার সরে গেলে অবস্থার পরিবর্তন হবে বলেন ফখরুল।
সরকার পতন আন্দোলনের জন্য ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্য প্রক্রিয়া প্রায় শেষের দিকে, চূড়ান্ত পর্যায়ে। সময় হলেই এই বিষয়ে প্রকাশ্যে ঘোষণা আসবে।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৩ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৩ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৬ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৬ ঘণ্টা আগে