নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ কমিটির প্রধানসহ সবাই আওয়ামী লীগের দলীয় লোক দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করে তারপর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটির যিনি প্রধান, তাঁর বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি নিজেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁর ছোট ভাই শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। সার্চ কমিটির আরেক সদস্যও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। যাঁরা সার্চ করবেন, তাঁরাই নিরপেক্ষ নন। তাঁরা কীভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন?’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই নাটক জায়েজ করার জন্য তাঁরা সুশীল সমাজের কয়েকজনকে ডেকেছেন। তাঁদের মূল লক্ষ্য অবৈধভাবে আবার ক্ষমতায় আসা।’
আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার ফোনালাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ফোনালাপে তাঁরা দুজন বিচারকের নাম উল্লেখ করেছেন, যা খুবই আপত্তিজনক। আমরা এই ফোনালাপের তদন্ত এবং পুরো ফোনালাপ প্রকাশের দাবি করছি।’
সরকারের মন্ত্রীদের দুর্নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে শিক্ষামন্ত্রীর আত্মীয়স্বজন লুটপাট করেছে, এখন পর্যন্ত এর কোনো তদন্ত হয়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজস্ব কোম্পানি দিয়ে দেশে ব্যবসা করছেন, যা বেআইনি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা লুটপাট করে কানাডা, সিঙ্গাপুরে বাড়ি কিনছে। আর এদিকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই সরকার দেশটাকে মুনাফাখোর, লুটেরা ও কালোবাজারিদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।’
তাঁতীরাসহ সাধারণ ব্যবসায়ীরা করোনাকালে দেওয়া সরকারের কোনো প্রণোদনা পাননি উল্লেখ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘প্রণোদনার নামে এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন।’
জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘দেশের তাঁতশিল্পকে সমৃদ্ধ করতে এবং সব পর্যায়ের ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে জিয়াউর রহমান তাঁতী দল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। এই জালিম সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে জাতীয়তাবাদী তাঁতী দল রাজপথে থাকবে।’

সার্চ কমিটির প্রধানসহ সবাই আওয়ামী লীগের দলীয় লোক দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তাদের অধীনে নির্বাচন কমিশন গঠন করে তারপর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এর আগে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটির যিনি প্রধান, তাঁর বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি নিজেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁর ছোট ভাই শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। সার্চ কমিটির আরেক সদস্যও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। যাঁরা সার্চ করবেন, তাঁরাই নিরপেক্ষ নন। তাঁরা কীভাবে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন?’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই নাটক জায়েজ করার জন্য তাঁরা সুশীল সমাজের কয়েকজনকে ডেকেছেন। তাঁদের মূল লক্ষ্য অবৈধভাবে আবার ক্ষমতায় আসা।’
আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার ফোনালাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ফোনালাপে তাঁরা দুজন বিচারকের নাম উল্লেখ করেছেন, যা খুবই আপত্তিজনক। আমরা এই ফোনালাপের তদন্ত এবং পুরো ফোনালাপ প্রকাশের দাবি করছি।’
সরকারের মন্ত্রীদের দুর্নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে শিক্ষামন্ত্রীর আত্মীয়স্বজন লুটপাট করেছে, এখন পর্যন্ত এর কোনো তদন্ত হয়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজস্ব কোম্পানি দিয়ে দেশে ব্যবসা করছেন, যা বেআইনি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা লুটপাট করে কানাডা, সিঙ্গাপুরে বাড়ি কিনছে। আর এদিকে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই সরকার দেশটাকে মুনাফাখোর, লুটেরা ও কালোবাজারিদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।’
তাঁতীরাসহ সাধারণ ব্যবসায়ীরা করোনাকালে দেওয়া সরকারের কোনো প্রণোদনা পাননি উল্লেখ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘প্রণোদনার নামে এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন।’
জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘দেশের তাঁতশিল্পকে সমৃদ্ধ করতে এবং সব পর্যায়ের ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে জিয়াউর রহমান তাঁতী দল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সরকার স্বৈরাচারী সরকার। এই জালিম সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে জাতীয়তাবাদী তাঁতী দল রাজপথে থাকবে।’

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে