নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিলিস্তিনি, কাশ্মীরি, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম ঐক্য সময়ের দাবি।
আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতের ওয়াক্ফ বিল সংশোধনের’ দাবিতে বিক্ষোভ সমাবেশে আখতার হোসেন এই আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে; ভারতে, কাশ্মীরে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। এসব নির্যাতন বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
এনসিপির সদস্যসচিব বলেন, ‘কিছুদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা জানি, স্বাধীনতার মূল্য কত। আমরা প্রত্যাশা করি, ফিলিস্তিনের মানুষ খুব শিগগির স্বাধীনতার স্বাদ পাবে।’
জাতিসংঘের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘যুদ্ধবিরতি চলাকালে হামলাকারী নেতানিয়াহুসহ যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বের যেখানেই ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া ও অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।’

বিশ্বের কিছু পরাশক্তি এখনো ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে এনসিপির সদস্যসচিব বলেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের গাজায়। সাধারণ মানুষকে হামলা করে গণহত্যা চালাচ্ছে। নিরীহ মানুষ, স্কুল-কলেজ-হাসপাতালে হামলা করে যাচ্ছে। সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করা হচ্ছে। পৃথিবীর এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে এত সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রনায়কেরা এখনো নিশ্চুপ।
ইসরায়েলের সঙ্গে গোপন-প্রকাশ্য সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে আখতার বলেন, ‘যত দিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, ফিলিস্তিনের মানুষ মুক্তি না পায়, আমাদের স্বাধীনতার শপথ, তত দিন ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত গোপনে ও প্রকাশ্যে যেসব চুক্তি করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করতে হবে।’
ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘ভারতে যে বিল পাস হয়েছে, তার ফলে মুসলমানদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এই বিলে ওয়াক্ফ বিলের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আইনের মারপ্যাঁচে ফেলে সব সম্পত্তি ওয়াক্ফের বাইরে নেওয়ার চক্রান্ত করেছে। ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করা হয়েছে। তাঁরা স্বাধীনভাবে বাস করবেন, তাঁদের সম্পত্তি ভোগ করবেন, কিন্তু সেসব ভারত সরকার কেড়ে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আল আমিন হোসেন, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, তারেক রেজা প্রমুখ। সমাবেশ শেষে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।

ফিলিস্তিনি, কাশ্মীরি, রোহিঙ্গাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, এই বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম ঐক্য সময়ের দাবি।
আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও ভারতের ওয়াক্ফ বিল সংশোধনের’ দাবিতে বিক্ষোভ সমাবেশে আখতার হোসেন এই আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা চলছে; ভারতে, কাশ্মীরে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। এসব নির্যাতন বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
এনসিপির সদস্যসচিব বলেন, ‘কিছুদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা জানি, স্বাধীনতার মূল্য কত। আমরা প্রত্যাশা করি, ফিলিস্তিনের মানুষ খুব শিগগির স্বাধীনতার স্বাদ পাবে।’
জাতিসংঘের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আখতার বলেন, ‘যুদ্ধবিরতি চলাকালে হামলাকারী নেতানিয়াহুসহ যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বের যেখানেই ফিলিস্তিনের পক্ষে কথা বলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া ও অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।’

বিশ্বের কিছু পরাশক্তি এখনো ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে অভিযোগ করে এনসিপির সদস্যসচিব বলেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের গাজায়। সাধারণ মানুষকে হামলা করে গণহত্যা চালাচ্ছে। নিরীহ মানুষ, স্কুল-কলেজ-হাসপাতালে হামলা করে যাচ্ছে। সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করা হচ্ছে। পৃথিবীর এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে এত সাংবাদিককে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বের মুসলিম রাষ্ট্রনায়কেরা এখনো নিশ্চুপ।
ইসরায়েলের সঙ্গে গোপন-প্রকাশ্য সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে আখতার বলেন, ‘যত দিন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হয়, ফিলিস্তিনের মানুষ মুক্তি না পায়, আমাদের স্বাধীনতার শপথ, তত দিন ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত গোপনে ও প্রকাশ্যে যেসব চুক্তি করা হয়েছিল, তা অবিলম্বে বাতিল করতে হবে।’
ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘ভারতে যে বিল পাস হয়েছে, তার ফলে মুসলমানদের থেকে সম্পত্তি কেড়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। এই বিলে ওয়াক্ফ বিলের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। আইনের মারপ্যাঁচে ফেলে সব সম্পত্তি ওয়াক্ফের বাইরে নেওয়ার চক্রান্ত করেছে। ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করা হয়েছে। তাঁরা স্বাধীনভাবে বাস করবেন, তাঁদের সম্পত্তি ভোগ করবেন, কিন্তু সেসব ভারত সরকার কেড়ে নিয়ে অমুসলিমদের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আল আমিন হোসেন, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, তারেক রেজা প্রমুখ। সমাবেশ শেষে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৪ মিনিট আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৫ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৭ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে