Ajker Patrika

গণ-আন্দোলনে সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণ-আন্দোলনে সরকার ভেসে যাবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের অন্যায়ের বোঝা এত বেশি হয়েছে যে, এর ভারেই সরকারের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণ-আন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।’ আজ বুধবার দুইটি পৃথক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে মির্জা ফখরুল সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের অভিযোগ এনেছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেপ্তার হওয়াদের মুক্তির দাবি জানান তিনি। 

এক বিবৃতিতে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ এবং দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের ওপর সরকার দলের লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, ‘দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ।’ 

আরেক বিবৃতিতে পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করাসহ দলীয় কর্মসূচি পালনকালে নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেপ্তারে মাতোয়ারা হয়ে উঠেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন অব্যাহত রেখেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...