নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবগঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কাজ করেছেন জানিয়ে ফখরুল বলেন, ‘তাঁর পিতা আওয়ামী লীগ মনোনীত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) এবং আওয়ামী লীগের মনোনীত গণপরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া ছহুল হোসাইন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।’
এই অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তাদের লক্ষ্য থাকবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জানিয়ে ফখরুল বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’ নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে যোগ করেন তিনি।
মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিকৃতভাবে উপস্থাপন করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যা দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ।’
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব বলেন, ‘পেট্রোলিয়াম গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির না করলে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

নবগঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।
বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে কাজ করেছেন জানিয়ে ফখরুল বলেন, ‘তাঁর পিতা আওয়ামী লীগ মনোনীত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) এবং আওয়ামী লীগের মনোনীত গণপরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া ছহুল হোসাইন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।’
এই অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তাদের লক্ষ্য থাকবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জানিয়ে ফখরুল বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’ নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে যোগ করেন তিনি।
মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস বিকৃতভাবে উপস্থাপন করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘যা দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ।’
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সব পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব বলেন, ‘পেট্রোলিয়াম গ্যাসের মূল্যবৃদ্ধি বাতিল করে তা পূর্বের মূল্যে স্থির না করলে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

যত দূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। দল-মত ও পথের ভেদাভেদ ভুলে সবাই এসে জড়ো হয়েছে এক জায়গায়। চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসার ঢেউ বয়ে গেছে অগুনতি মানুষের সেই জনসমুদ্রে।
১১ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তবে দলটি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ভিন্ন পরিচয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৬ মিনিট আগে
খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে