উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দেশের মানুষের সঙ্গে সরকার উপহাস করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিনিসপত্রের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে মানুষ হাহাকার করছে। খাদ্যের অভাবে পড়ে গেছে দেশের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সরকার উপহাস করছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউতে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে উত্তরা থানা বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ও উত্তরার বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধানে, যে সংবিধান কাটাছেঁড়া করেছেন? একইভাবে পাতানো নির্বাচনের চেষ্টা করছে। শেখ হাসিনার অধীনে ভোট নিরপেক্ষ হতে পারে না। জনগণের সমস্যার সমাধান করতে পারছে না সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এই সরকারের। এই পার্লামেন্ট নিশিরাতের ভোটের পার্লামেন্ট। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার করে সরকারের লোকেরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সবার আগে এই সরকারকে বিলুপ্ত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে গুম করে ভারতে ফেলে রাখা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনা হোক। সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণই প্রমাণ করে, তারা বিএনপির সঙ্গে আছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। ভয় থেকে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দেশের মানুষের সঙ্গে সরকার উপহাস করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিনিসপত্রের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে মানুষ হাহাকার করছে। খাদ্যের অভাবে পড়ে গেছে দেশের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সরকার উপহাস করছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউতে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে উত্তরা থানা বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ও উত্তরার বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধানে, যে সংবিধান কাটাছেঁড়া করেছেন? একইভাবে পাতানো নির্বাচনের চেষ্টা করছে। শেখ হাসিনার অধীনে ভোট নিরপেক্ষ হতে পারে না। জনগণের সমস্যার সমাধান করতে পারছে না সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এই সরকারের। এই পার্লামেন্ট নিশিরাতের ভোটের পার্লামেন্ট। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার করে সরকারের লোকেরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সবার আগে এই সরকারকে বিলুপ্ত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে গুম করে ভারতে ফেলে রাখা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনা হোক। সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণই প্রমাণ করে, তারা বিএনপির সঙ্গে আছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। ভয় থেকে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৫ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৬ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৬ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৬ ঘণ্টা আগে