নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণ-অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে।’
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের খবরদারি করে। ১৬ বছর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হওয়ার সুযোগ দিয়েছে। আয়না ঘর বানানোর সুযোগ দিয়েছে। সেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে গণতন্ত্রহীন করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের আশ্রয় দিয়েছিলেন, সেটা যেমন স্বীকার করি। একইভাবে অবৈধ শাসন দিয়ে, অবৈধ সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছে। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।’
‘নির্বাচিত গণতান্ত্রিক সরকারই ভারতীয় অপপ্রচার ও ঘৃণ্য আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র’ শীর্ষক এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে গণ ঐক্য পরিষদ।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণ ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদ খান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১০ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১২ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১৩ ঘণ্টা আগে