নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এই কমিটি ঘোষণার পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিও ঘোষণা করেছে দলটি। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেগুলো হলো মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম-দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর। এসব জেলার মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি, স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।
এ ছাড়া আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি।
মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এই কমিটি ঘোষণার পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটিও ঘোষণা করেছে দলটি। আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব জেলায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেগুলো হলো মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম-দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর। এসব জেলার মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও কামরুল হাসানকে সদস্যসচিব করে বিএনপির মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি, স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্যসচিব করে বান্দরবান জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।
এ ছাড়া আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার সাত সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি।
মো. মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর বিএনপি বলেছে, কমিশনের কথা অনুযায়ী খুব দ্রুত জাতীয় নির্বাচন করা সম্ভব বলে তারা মনে করছে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে যদি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে মনে করে তাহলে দলটি তাতে বাধা দেবে।
১২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। তাঁদের মতে, ডাকসুকে একাডেমিক অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা জরুরি।
১৩ ঘণ্টা আগে৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে প্রবাসীদের নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। আজ রোববার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র
১৫ ঘণ্টা আগেউদীচীর কেন্দ্রীয় কাউন্সিলে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে সংগঠনে বিভক্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। তিনি আরও বলেন, এই কারণেই গতকালের পরিস্থিতি তৈরি হয়েছে।
১৫ ঘণ্টা আগে