নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান দুর্নীতি-অনিয়ম থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য সরকারই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নাগরিক যুব, ছাত্র ও নারী ঐক্য এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ যদি দ্রব্যমূল্য নিয়ে পথে নামে, বিশ্ববিদ্যালয় ছাত্ররা হলে ঢোকার পর যদি ন্যায্য দাবিতে কথা বলে! তাই একটা না একটা কাণ্ড বাঁধাতে থাকো, যেন মানুষ ওইদিকে বেশি ব্যস্ত হয়। তাই কখনো ক্যাসিনো দেখায়, কখনো পাপিয়া দেখায়, পরীমণি দেখায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। তাই সরকারই কুমিল্লায় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে।
মান্না আরও বলেন, যারা ক্ষমতায় আছেন তারা প্লেনে চড়ে নিচে তাকালে 'লস অ্যাঞ্জেলস' দেখেন, অথচ আমাদের খাবার নেই। জিনিসের এত দাম আমাদের বাপ-দাদারাও কল্পনা করতে পারেনি। মানুষের পেটে যদি খাবারই না থাকে তাহলে সেই দেশ থেকে লাভ কী? মানুষ ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করে। আর টেলিভিশনে হাসিহাসি চেহারা নিয়ে কথা বলতে লজ্জা করে না আপনাদের?
সরকারের নিজেরই নিজের ওপর নিয়ন্ত্রণ নেই দাবি করে মান্না বলেন, দেশে মোট বেকার ৫ কোটি। শিক্ষিত বেকার ১ কোটি। খাদ্যদ্রব্যের দাম কমার কোনো খবর নাই! কমবে কীভাবে! দাম তো বাড়ায় সরকার। দাম বাড়ার কারণগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না।
নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার বলেন, সরকার বলেছিল ১০ টাকা দামের চাল খাওয়াবে সে সরকার আজ কোথায়। যেখানে খাদ্যের অভাবে ঘরে ঘরে হাহাকার, সেখানে সরকার আমাদের উন্নয়ের কথা বলে যাচ্ছেন। তাহলে আমরা কি পদ্মা সেতুর পিলার চিবিয়ে খাব? মেট্রোরেলের লোহা, কাঠ, ইট, পাথর, সিমেন্ট চিবিয়ে খাব?
এ সময় আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু, সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ প্রমুখ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান দুর্নীতি-অনিয়ম থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য সরকারই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ শনিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। নাগরিক যুব, ছাত্র ও নারী ঐক্য এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ যদি দ্রব্যমূল্য নিয়ে পথে নামে, বিশ্ববিদ্যালয় ছাত্ররা হলে ঢোকার পর যদি ন্যায্য দাবিতে কথা বলে! তাই একটা না একটা কাণ্ড বাঁধাতে থাকো, যেন মানুষ ওইদিকে বেশি ব্যস্ত হয়। তাই কখনো ক্যাসিনো দেখায়, কখনো পাপিয়া দেখায়, পরীমণি দেখায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। তাই সরকারই কুমিল্লায় সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়েছে।
মান্না আরও বলেন, যারা ক্ষমতায় আছেন তারা প্লেনে চড়ে নিচে তাকালে 'লস অ্যাঞ্জেলস' দেখেন, অথচ আমাদের খাবার নেই। জিনিসের এত দাম আমাদের বাপ-দাদারাও কল্পনা করতে পারেনি। মানুষের পেটে যদি খাবারই না থাকে তাহলে সেই দেশ থেকে লাভ কী? মানুষ ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করে। আর টেলিভিশনে হাসিহাসি চেহারা নিয়ে কথা বলতে লজ্জা করে না আপনাদের?
সরকারের নিজেরই নিজের ওপর নিয়ন্ত্রণ নেই দাবি করে মান্না বলেন, দেশে মোট বেকার ৫ কোটি। শিক্ষিত বেকার ১ কোটি। খাদ্যদ্রব্যের দাম কমার কোনো খবর নাই! কমবে কীভাবে! দাম তো বাড়ায় সরকার। দাম বাড়ার কারণগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না।
নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার বলেন, সরকার বলেছিল ১০ টাকা দামের চাল খাওয়াবে সে সরকার আজ কোথায়। যেখানে খাদ্যের অভাবে ঘরে ঘরে হাহাকার, সেখানে সরকার আমাদের উন্নয়ের কথা বলে যাচ্ছেন। তাহলে আমরা কি পদ্মা সেতুর পিলার চিবিয়ে খাব? মেট্রোরেলের লোহা, কাঠ, ইট, পাথর, সিমেন্ট চিবিয়ে খাব?
এ সময় আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান খসরু, সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৪ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
৫ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে