নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জঙ্গিদের গ্রেপ্তার করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যথিত হয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গি তাদের সৃষ্টি। বিএনপি দেশে গুম-খুন-নির্যাতন শুরু করেছিল। টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আর পেছনের দিকে, জঙ্গিবাদী চক্রে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।’
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হামলার ঘটনায় বিএনপি জড়িত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘তারা আবারও সিরিজ বোমা হামলা করতে চায়, এই হামলার সেটার প্রমাণ। বিএনপি হলো জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক।’
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জঙ্গিবাদীরা বিএনপির সঙ্গে একাত্ম হয়ে সাম্প্রদায়িক শক্তি প্রমাণ করার জন্য সারা দেশে হামলা করেছিল। সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএসএমএমইউ হামলা করেছে। এই হামলার সঙ্গে বিএনপির হাত ছিল বলে আমরা মনে করি। বিএনপি আবারও দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি-জামায়াতের সঙ্গে জঙ্গিবাদ মিশে আছে। এদের রুখতে হলে বিএনপি-জামায়াতকে রুখতে হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

জঙ্গিদের গ্রেপ্তার করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ব্যথিত হয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। দেশব্যাপী সিরিজ বোমা হামলা তার প্রমাণ। জঙ্গি তাদের সৃষ্টি। বিএনপি দেশে গুম-খুন-নির্যাতন শুরু করেছিল। টেক ব্যাক বাংলাদেশের মাধ্যমে তারা আবার দেশকে সেই ধারায় নিয়ে যেতে চায়। সেটি হতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশকে আর পেছনের দিকে, জঙ্গিবাদী চক্রে নিয়ে যেতে দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করেই আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।’
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হামলার ঘটনায় বিএনপি জড়িত বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘তারা আবারও সিরিজ বোমা হামলা করতে চায়, এই হামলার সেটার প্রমাণ। বিএনপি হলো জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক।’
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘জঙ্গিবাদীরা বিএনপির সঙ্গে একাত্ম হয়ে সাম্প্রদায়িক শক্তি প্রমাণ করার জন্য সারা দেশে হামলা করেছিল। সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে বিএসএমএমইউ হামলা করেছে। এই হামলার সঙ্গে বিএনপির হাত ছিল বলে আমরা মনে করি। বিএনপি আবারও দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি-জামায়াতের সঙ্গে জঙ্গিবাদ মিশে আছে। এদের রুখতে হলে বিএনপি-জামায়াতকে রুখতে হবে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আজ বৃহস্পতিবার তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
৩৭ মিনিট আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৩ ঘণ্টা আগে