নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করে যেতে চাইলে জাতীয় প্রেসক্লাবের সামনে কদম ফোয়ারায় ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জোটের নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, মিছিল নিয়ে প্রেসক্লাবে অতিক্রম করে সামনে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন নেতা-কর্মীরা। এ সময় জোটের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন জোটের নেতারা।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এ সরকার ভাগ-বাঁটোয়ারা করে ভোট শেষ করতে চায়। তারা নিজেরাই ঠিকঠাক করে এই লুটপাট শেষ করতে চায়। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করায় সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের এখানে আটকে দিয়েছে। এইটা হচ্ছে স্বৈরাচারের চেহারা।’
প্রিন্স আরও বলেন, ‘সরকার ভয়ের রাজত্ব কায়েম করছে। সরকার এমন কিছু আইন করেছে, এখন কোনো কথা বললে জেলে নিয়ে যেতে পারে, গুম করে দিতে পারে। আগামীকাল থেকে তারা আরেকটি বেআইনি আইন করেছে, সেটি হলো রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এইটার মানে কী? বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে? এই আইন অনৈতিক, অন্যায় এবং অসাংবিধানিক।’
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ বলেন, ‘এই সরকারের লুটপাটের কারণে দেশের মানুষের সীমাহীন অর্থনৈতিক দুর্দশা। প্রধানমন্ত্রী আবার তামাশা করছেন। এই পাতানো নির্বাচন জনগণ মানে না। ১৮ থেকে ৭ তারিখ পর্যন্ত গণতন্ত্রবিরোধী নির্বাচন কমিশনের ঘোষণা আমরা তা প্রত্যাখ্যান করছি। সংবিধান বর্ণিত অধিকারের ভিত্তিতে আমরা রাজপথেই থাকব।’
ইকবাল কবির বলেন, ‘আজ থেকে জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট—আমরা যুগপৎভাবে ভোট বর্জনের জন্য জনগণকে আহ্বান জানাতে পাড়া-মহল্লা থেকে রাজধানী পর্যন্ত নানা ধরনের কর্মসূচি নেব। তাতে বাধা, আক্রমণ আসলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে রমনা জোনের শাহবাগ থানার ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘আজকে অফিস ডে। সে জন্য যান চলাচলে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, তাই আমরা ওনাদের বলেছি—আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে সেটি লিখিত আকারে আমাদের দেন এবং আমরা সেটি সরকারের কাছে পৌঁছে দেব। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীকালে তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, ফ্যাসিবাদী সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে গেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করে যেতে চাইলে জাতীয় প্রেসক্লাবের সামনে কদম ফোয়ারায় ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জোটের নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, মিছিল নিয়ে প্রেসক্লাবে অতিক্রম করে সামনে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন নেতা-কর্মীরা। এ সময় জোটের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করেন জোটের নেতারা।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এ সরকার ভাগ-বাঁটোয়ারা করে ভোট শেষ করতে চায়। তারা নিজেরাই ঠিকঠাক করে এই লুটপাট শেষ করতে চায়। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করায় সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের এখানে আটকে দিয়েছে। এইটা হচ্ছে স্বৈরাচারের চেহারা।’
প্রিন্স আরও বলেন, ‘সরকার ভয়ের রাজত্ব কায়েম করছে। সরকার এমন কিছু আইন করেছে, এখন কোনো কথা বললে জেলে নিয়ে যেতে পারে, গুম করে দিতে পারে। আগামীকাল থেকে তারা আরেকটি বেআইনি আইন করেছে, সেটি হলো রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এইটার মানে কী? বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে? এই আইন অনৈতিক, অন্যায় এবং অসাংবিধানিক।’
জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ বলেন, ‘এই সরকারের লুটপাটের কারণে দেশের মানুষের সীমাহীন অর্থনৈতিক দুর্দশা। প্রধানমন্ত্রী আবার তামাশা করছেন। এই পাতানো নির্বাচন জনগণ মানে না। ১৮ থেকে ৭ তারিখ পর্যন্ত গণতন্ত্রবিরোধী নির্বাচন কমিশনের ঘোষণা আমরা তা প্রত্যাখ্যান করছি। সংবিধান বর্ণিত অধিকারের ভিত্তিতে আমরা রাজপথেই থাকব।’
ইকবাল কবির বলেন, ‘আজ থেকে জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট—আমরা যুগপৎভাবে ভোট বর্জনের জন্য জনগণকে আহ্বান জানাতে পাড়া-মহল্লা থেকে রাজধানী পর্যন্ত নানা ধরনের কর্মসূচি নেব। তাতে বাধা, আক্রমণ আসলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে রমনা জোনের শাহবাগ থানার ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘আজকে অফিস ডে। সে জন্য যান চলাচলে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, তাই আমরা ওনাদের বলেছি—আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে সেটি লিখিত আকারে আমাদের দেন এবং আমরা সেটি সরকারের কাছে পৌঁছে দেব। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। পরবর্তীকালে তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৫ ঘণ্টা আগে