নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব জাকের পার্টি করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেছেন, বড় বড় জায়গার বিষয়ে গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকলে তথাকথিত বড় দলগুলোর প্রভাব থাকে। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সেই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। নির্বাচনে কালো টাকা না থাকলে সৎ ও যোগ্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে প্রশাসন কারও কাছে বিক্রি না হয়ে নিরপেক্ষ থাকবে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজমুদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ। শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির ১০ সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ, মহিলা জাকের ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু প্রমুখ।
দ্রুত নির্বাচনের বিষয়ে একাধিক দলের দাবির প্রসঙ্গে জানতে চাইলে শামীম হায়দার বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত দেওয়ার অধিকার রয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভিন্নতা ও মতপার্থক্য থাকা, কিন্তু আন্তরিকতা থাকতে হবে দেশ ও গণতন্ত্রের প্রতি। সে ক্ষেত্রে জাকের পার্টি মনে করে, সময় নির্ধারণ নয়, কিছু কিছু সংস্কার আছে, তা করতেই হবে। যৌক্তিক সময়ের মধ্যে তা হওয়া উচিত।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে জাকের পার্টি ৯৮টিতে একমত, ৪৭টিতে আংশিক একমত, বাকি ২১টির বিষয়ে তারা বলেছে গণভোটের মাধ্যমে নির্ধারণ হোক। সংস্কার কমিশনের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করে জাকের পার্টি। শামীম হায়দার বলেন, যে বিষয়ে বৃহত্তর পরিসরে কাজ হওয়া উচিত, সেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে।
রাষ্ট্র সংস্কারে প্রথম পর্যায়ে গঠিত ছয় সংস্কার কমিশন সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। আজ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
এর মধ্যে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ঈদের ছুটির বিরতির পর গত সোমবার থেকে আবারও সংলাপ শুরু করে। আজ পর্যন্ত আটটি দলের সঙ্গে সংলাপ করে কমিশন। আগামী মঙ্গলবার থেকে আবারও সংলাপ করবে কমিশন। ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে।
সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব জাকের পার্টি করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেছেন, বড় বড় জায়গার বিষয়ে গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকলে তথাকথিত বড় দলগুলোর প্রভাব থাকে। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সেই নির্বাচন অর্থহীন হয়ে যাবে। নির্বাচনে কালো টাকা না থাকলে সৎ ও যোগ্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে প্রশাসন কারও কাছে বিক্রি না হয়ে নিরপেক্ষ থাকবে।
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজমুদার, ড. ইফতেখারুজ্জামান প্রমুখ। শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির ১০ সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ, মহিলা জাকের ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু প্রমুখ।
দ্রুত নির্বাচনের বিষয়ে একাধিক দলের দাবির প্রসঙ্গে জানতে চাইলে শামীম হায়দার বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত দেওয়ার অধিকার রয়েছে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভিন্নতা ও মতপার্থক্য থাকা, কিন্তু আন্তরিকতা থাকতে হবে দেশ ও গণতন্ত্রের প্রতি। সে ক্ষেত্রে জাকের পার্টি মনে করে, সময় নির্ধারণ নয়, কিছু কিছু সংস্কার আছে, তা করতেই হবে। যৌক্তিক সময়ের মধ্যে তা হওয়া উচিত।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে জাকের পার্টি ৯৮টিতে একমত, ৪৭টিতে আংশিক একমত, বাকি ২১টির বিষয়ে তারা বলেছে গণভোটের মাধ্যমে নির্ধারণ হোক। সংস্কার কমিশনের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করে জাকের পার্টি। শামীম হায়দার বলেন, যে বিষয়ে বৃহত্তর পরিসরে কাজ হওয়া উচিত, সেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে।
রাষ্ট্র সংস্কারে প্রথম পর্যায়ে গঠিত ছয় সংস্কার কমিশন সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সুপারিশের ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। আজ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।
এর মধ্যে গত ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ঈদের ছুটির বিরতির পর গত সোমবার থেকে আবারও সংলাপ শুরু করে। আজ পর্যন্ত আটটি দলের সঙ্গে সংলাপ করে কমিশন। আগামী মঙ্গলবার থেকে আবারও সংলাপ করবে কমিশন। ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে।
বটগাছ প্রতীক চায় খেলাফত আন্দোলনের একাংশ। গতকাল রোববার বিকেলে দলটির একটি প্রতিনিধিদল এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই অংশের মহাসচিব মো. ফখরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
১১ ঘণ্টা আগেরাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে আবারও তারুণ্যের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। যথারীতি দলটির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবারও এসব সমাবেশের আয়োজন করবে। আগামী ৭ মে চট্টগ্রাম থেকে বিভাগীয় শহরের তারুণ্যের এই সমাবেশের যাত্রা শুরু হবে। তারুণ্যের সমাবেশকে সামনে রেখে সোমবার
১১ ঘণ্টা আগেবাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট নিরসনে ‘ইন্ডিপেনডেন্ট আরাকান স্টেট’ (স্বাধীন আরাকান রাষ্ট্র) গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে নিরাপদ পুনর্বাসনের স্থায়ী সমাধান
১১ ঘণ্টা আগে