নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন বিএনপি নেতারা। সেখানে বিভিন্ন সময়ে নিখোঁজ বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা অংশ নেন। তাঁরা গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান।
মানববন্ধনে ১০ বছর আগে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা পারভেজ হোসেনের ছবি হাতে তাঁর মেয়ে আদিবা ইসলাম হৃদি আর্তনাদ করে বলে, ‘আমি বাবাকে ফেরত চাই। বাঁচার মতো করে বাঁচতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন। আর ভালো লাগছে না আমাদের। আর গুম দিবস পালন করতে চাই না, বাবা দিবস পালন করতে চাই।’
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিশেষ একটি পঙ্ক্তি টেনে তিনি বলেন, ‘আজকে একটি প্রশ্ন করে যাব এই বাকশালী আওয়ামী লীগ সরকারকে। আজকে এই অত্যাচারী জুলুমবাজ সরকারকে প্রশ্ন করতে চাই, কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও?’
মঈন খান আরও বলেন, ‘‘কোমলমতি শিশুরা মাইকের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। তাদের বাবার স্মৃতি নিয়ে একজন বলেছে, আমি গুম দিবস চাই না। আমি বাবা দিবস ফিরে পেতে চাই। কল্পনা করে দেখেছেন, একটি শিশু কোন কষ্টে এই কথাটি বলতে পারে! আজকে সরকারকে জবাব দিতে হবে।
‘‘অন্যথায় এই কালের ক্রন্দন ধ্বনি যদি এই সরকার শুনতে না পায়, এই ক্রন্দনের বন্যায় স্বৈরাচারী এই সরকার ভেসে যাবে। এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখানে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ এবং সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে।’’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন। সবাইকে রাজপথে নেমে সোচ্চার হতে হবে, জানিয়ে দিতে হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।’
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সবাই বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।’

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন বিএনপি নেতারা। সেখানে বিভিন্ন সময়ে নিখোঁজ বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা অংশ নেন। তাঁরা গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান।
মানববন্ধনে ১০ বছর আগে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা পারভেজ হোসেনের ছবি হাতে তাঁর মেয়ে আদিবা ইসলাম হৃদি আর্তনাদ করে বলে, ‘আমি বাবাকে ফেরত চাই। বাঁচার মতো করে বাঁচতে চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন। আর ভালো লাগছে না আমাদের। আর গুম দিবস পালন করতে চাই না, বাবা দিবস পালন করতে চাই।’
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিশেষ একটি পঙ্ক্তি টেনে তিনি বলেন, ‘আজকে একটি প্রশ্ন করে যাব এই বাকশালী আওয়ামী লীগ সরকারকে। আজকে এই অত্যাচারী জুলুমবাজ সরকারকে প্রশ্ন করতে চাই, কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও?’
মঈন খান আরও বলেন, ‘‘কোমলমতি শিশুরা মাইকের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। তাদের বাবার স্মৃতি নিয়ে একজন বলেছে, আমি গুম দিবস চাই না। আমি বাবা দিবস ফিরে পেতে চাই। কল্পনা করে দেখেছেন, একটি শিশু কোন কষ্টে এই কথাটি বলতে পারে! আজকে সরকারকে জবাব দিতে হবে।
‘‘অন্যথায় এই কালের ক্রন্দন ধ্বনি যদি এই সরকার শুনতে না পায়, এই ক্রন্দনের বন্যায় স্বৈরাচারী এই সরকার ভেসে যাবে। এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখানে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ এবং সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে।’’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ মানেই অত্যাচার, আওয়ামী লীগ মানেই নিপীড়ন। সবাইকে রাজপথে নেমে সোচ্চার হতে হবে, জানিয়ে দিতে হবে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না।’
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান নেতা কর্মীদের উদ্দেশে বলেন, ‘রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সবাই বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৬ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে