নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদূর প্রসারী পরিকল্পনার কোন সুনির্দিষ্ট ছক নেই। এটা করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। এই বাজেটে আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যেটুকু কমতি, ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে সম্পূর্ণ ব্যর্থতার যে ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করে এবং তার থেকে কীভাবে উদ্ধার পাবো আমরা সেই ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। কিন্তু তা পাইনি।
জাসদ সভাপতি বলেন, বাজেটে অর্থমন্ত্রী গতানুগতিকতার বাইরে আসার কথা বললেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। সামষ্টিক অর্থনীতির সাফল্য থাকলেও কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনীতিকে সচল রাখার সফলতায় এবার আশা করেছিলাম এই বাজেট স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিক বদলকারি পদক্ষেপ নেবেন।
হাসানুল হক ইনু বলেন, স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী এই বাজেটে দেননি। আমি মনে করেছিলাম উপযুক্ত মনিটরিং ব্যবস্থা এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আরও পরিষ্কার করবেন। কেন ব্যর্থ হলো, কারা ব্যর্থ হলো তাদেরকে দায়বদ্ধ করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদূর প্রসারী পরিকল্পনার কোন সুনির্দিষ্ট ছক নেই। এটা করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। এই বাজেটে আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যেটুকু কমতি, ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে সম্পূর্ণ ব্যর্থতার যে ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করে এবং তার থেকে কীভাবে উদ্ধার পাবো আমরা সেই ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। কিন্তু তা পাইনি।
জাসদ সভাপতি বলেন, বাজেটে অর্থমন্ত্রী গতানুগতিকতার বাইরে আসার কথা বললেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। সামষ্টিক অর্থনীতির সাফল্য থাকলেও কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনীতিকে সচল রাখার সফলতায় এবার আশা করেছিলাম এই বাজেট স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিক বদলকারি পদক্ষেপ নেবেন।
হাসানুল হক ইনু বলেন, স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী এই বাজেটে দেননি। আমি মনে করেছিলাম উপযুক্ত মনিটরিং ব্যবস্থা এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আরও পরিষ্কার করবেন। কেন ব্যর্থ হলো, কারা ব্যর্থ হলো তাদেরকে দায়বদ্ধ করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
১০ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১২ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১২ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১৩ ঘণ্টা আগে