Ajker Patrika

করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট: হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক
করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট: হাসানুল হক ইনু

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদূর প্রসারী পরিকল্পনার কোন সুনির্দিষ্ট ছক নেই। এটা করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার বাজেট। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, এটা হচ্ছে করোনা যুদ্ধে মাছ ভাসিয়ে রাখার একটা বাজেট। কিন্তু যুদ্ধে বিজয়ের জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। এই বাজেটে আমি আশা করেছিলাম প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যেটুকু কমতি, ঘাটতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে সম্পূর্ণ ব্যর্থতার যে ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করে এবং তার থেকে কীভাবে উদ্ধার পাবো আমরা সেই ব্যাপারে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা। কিন্তু তা পাইনি। 

জাসদ সভাপতি বলেন, বাজেটে অর্থমন্ত্রী গতানুগতিকতার বাইরে আসার কথা বললেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দিয়েছেন তা গতানুগতিক। সামষ্টিক অর্থনীতির সাফল্য থাকলেও কোভিড-১৯ এর অভিঘাত থেকে অর্থনীতিকে সচল রাখার সফলতায় এবার আশা করেছিলাম এই বাজেট স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিক বদলকারি পদক্ষেপ নেবেন। 

হাসানুল হক ইনু বলেন, স্বাস্থ্য খাতে বা প্রধানমন্ত্রীর প্রণোদনা বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি অর্থমন্ত্রী এই বাজেটে দেননি। আমি মনে করেছিলাম উপযুক্ত মনিটরিং ব্যবস্থা এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আরও পরিষ্কার করবেন। কেন ব্যর্থ হলো, কারা ব্যর্থ হলো তাদেরকে দায়বদ্ধ করে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত