সাভার (ঢাকা) প্রতিনিধি

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি।’ এ সময় তিনি ১০ দফায় জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘গায়ের জোরে আগে ক্ষমতায় এসেছেন, দিনের ভোট রাতে ডাকাতি করে আবার একই ধরনের নির্বাচন করার জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপরে নির্যাতন-নিপীড়ন শুরু করেছেন। আপনারা জানেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আজকে কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজকে কারাগারে। এতে সরকারের যে দমননীতি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে নয়, সেটা আন্তর্জাতিকভাবেও।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দেশে সুস্থ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার মানুষ চায়। আন্তর্জাতিক সক্রিয়তা চায়। তাই আমরা এই বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ১০ দফা দিয়েছি, তা দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে এবং আগামী দিনে আমরা যাতে শান্তি ও স্বস্তির নিশ্বাস ফেলতে পারি, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের প্রতি সেই আহ্বান জানাই।’
মুক্তিযুদ্ধের স্বপ্নের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য বলেন, ‘মানবাধিকার এবং এ দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের, আজকে ৫১ বছর পরেও বলতে হয়, বাঙালির সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে, তার জন্য আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়, দেশের মানুষ আজ দিশেহারা।’

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি।’ এ সময় তিনি ১০ দফায় জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে খন্দকার মোশাররফ ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘গায়ের জোরে আগে ক্ষমতায় এসেছেন, দিনের ভোট রাতে ডাকাতি করে আবার একই ধরনের নির্বাচন করার জন্য সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপরে নির্যাতন-নিপীড়ন শুরু করেছেন। আপনারা জানেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আজকে কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজকে কারাগারে। এতে সরকারের যে দমননীতি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে নয়, সেটা আন্তর্জাতিকভাবেও।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দেশে সুস্থ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার মানুষ চায়। আন্তর্জাতিক সক্রিয়তা চায়। তাই আমরা এই বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ১০ দফা দিয়েছি, তা দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকতে এবং আগামী দিনে আমরা যাতে শান্তি ও স্বস্তির নিশ্বাস ফেলতে পারি, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, জনগণের প্রতি সেই আহ্বান জানাই।’
মুক্তিযুদ্ধের স্বপ্নের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র এই সদস্য বলেন, ‘মানবাধিকার এবং এ দেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের, আজকে ৫১ বছর পরেও বলতে হয়, বাঙালির সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে, তার জন্য আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়, দেশের মানুষ আজ দিশেহারা।’

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
৭ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৮ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৮ ঘণ্টা আগে