নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর আমিনবাজারে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল (রোববার) রাতে সাভার থানার ওসির নেতৃত্বে মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করে আগামীকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ঢাকা জেলা বিএনপির নেত্রী নিপুণ রায় গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন সমাবেশের জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। তখন ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।’
আগামীকাল একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করব।’
এদিকে নিপুণ রায়ের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। পুলিশ বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙেনি জানিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ মঞ্চ ভেঙেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন।’
রাতে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঙ্গে কথা হয়েছে কি না, জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তাঁর সঙ্গে জীবনেও আমার কোনো দিন কথা হয়নি।’
তাহলে সমাবেশের মঞ্চ কারা ভেঙেছে, এ বিষয়ে পুলিশ কিছু জানেন কি না জানতে চাইলে দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশের মঞ্চসংক্রান্ত কোনো কিছুই আমরা জানি না। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগও জানায়নি।’
আগামীকাল একই স্থানে সমাবেশ করবে বিএনপি, এ ক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে? এমন প্রশ্নে সাভার থানার ওসি বলেন, ‘এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যাঁরা আছেন তাঁরা দেখবেন।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির।
৪ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘পরিকল্পনা’ নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।
৫ ঘণ্টা আগে
এনসিপির দুই প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যে শোকজ দেওয়া হয়েছে, সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে।
৬ ঘণ্টা আগে