নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে আরও শুদ্ধ হবে, ত্রুটিমুক্ত হবে। আজ রোববার রাজধানীর বনানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনার সরকার। এই সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে চলমান সরকার রয়েছে, তারা সে সময় ‘রুটিন ওয়ার্ক’ করবে। তবে মেজর ডিসিশন নিতে পারবে না। নির্বাচনে যেসব মন্ত্রণালয়-দপ্তর সংশ্লিষ্ট রয়েছে, সেসব নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’
তত্ত্বাবধায়ক সরকার পার্টিজান সরকার মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের যে বৈশিষ্ট্য ছিল, সেটা ২০০৭ সালে নষ্ট হয়েছে। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের কথা বলে ২ বছর ক্ষমতায় ছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার কাম্য ছিল না। জনগণ তখন চায়নি।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে ২০০১ সালে আর ২০০৭ সালে দেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তেমন একটা তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ভাবছে, এমন একটা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার এলে তাদেরকে জিতিয়ে দিতে পারবে।
তিনি বলেন, এখানে নির্বাচন কমিশন আছে। তারা যথেষ্ট স্বাধীন ও নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতা অবলম্বনের যথেষ্ট ক্ষমতা আছে।
নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা বিএনপির অধিকার। সরকার দয়া করে সুযোগ দিচ্ছে এমন নয়। তারা নির্বাচনে থাকবে, এটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ দয়া করে তাদের আনবে, এটা তো হতে পারে না।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করার সময় তাঁকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট কেয়ারটেকার গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’
২০০৭ সালের ৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ওয়ান-ইলেভেনে সরকার তখনকার বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। বিদেশ থেকে তিনি যেন না আসতে পারেন, পল্টন থানায় মামলা দিয়ে আসার পথে বিঘ্ন সৃষ্টি করে। মামলা দিয়েও হুলিয়া জারি করা হয়। নেত্রীকে আটকানোর জন্য, তিনি যেন না আসেন, সে জন্য এটা করা হয়েছিল।

ধীরে ধীরে নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া অনেক গণতান্ত্রিক। সময়ের সঙ্গে আরও শুদ্ধ হবে, ত্রুটিমুক্ত হবে। আজ রোববার রাজধানীর বনানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য আইন করে স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা করতে আইন পাস করেছে শেখ হাসিনার সরকার। এই সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের যে চলমান সরকার রয়েছে, তারা সে সময় ‘রুটিন ওয়ার্ক’ করবে। তবে মেজর ডিসিশন নিতে পারবে না। নির্বাচনে যেসব মন্ত্রণালয়-দপ্তর সংশ্লিষ্ট রয়েছে, সেসব নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’
তত্ত্বাবধায়ক সরকার পার্টিজান সরকার মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের যে বৈশিষ্ট্য ছিল, সেটা ২০০৭ সালে নষ্ট হয়েছে। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের কথা বলে ২ বছর ক্ষমতায় ছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার কাম্য ছিল না। জনগণ তখন চায়নি।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিরপেক্ষতার সংজ্ঞা হচ্ছে ২০০১ সালে আর ২০০৭ সালে দেশে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তেমন একটা তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ভাবছে, এমন একটা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার এলে তাদেরকে জিতিয়ে দিতে পারবে।
তিনি বলেন, এখানে নির্বাচন কমিশন আছে। তারা যথেষ্ট স্বাধীন ও নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতা অবলম্বনের যথেষ্ট ক্ষমতা আছে।
নির্বাচনে আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসা বিএনপির অধিকার। সরকার দয়া করে সুযোগ দিচ্ছে এমন নয়। তারা নির্বাচনে থাকবে, এটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ দয়া করে তাদের আনবে, এটা তো হতে পারে না।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করার সময় তাঁকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট কেয়ারটেকার গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।’
২০০৭ সালের ৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ওয়ান-ইলেভেনে সরকার তখনকার বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। বিদেশ থেকে তিনি যেন না আসতে পারেন, পল্টন থানায় মামলা দিয়ে আসার পথে বিঘ্ন সৃষ্টি করে। মামলা দিয়েও হুলিয়া জারি করা হয়। নেত্রীকে আটকানোর জন্য, তিনি যেন না আসেন, সে জন্য এটা করা হয়েছিল।

গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশন (ইসি) এর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজন...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সম্মানে তাঁর নির্বাচনী ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। টানা দুই দিন নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের পর তিনি এ কর্মসূচি স্থগিত ঘোষণা করলেন।
১ ঘণ্টা আগে
বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে নির্বাচনী প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
২ ঘণ্টা আগে