আজকের পত্রিকা ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসেছেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণের (রহ.) পূণ্যভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়েই।
৩৬ মিনিট আগে
জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৯ ঘণ্টা আগে