আজকের পত্রিকা ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তাঁর দলের ওপর। সুতরাং, বিএনপি যদি ফ্যাসিস্টদের বিচার না করে তাহলে কে করবে—প্রশ্ন রেখেছেন তিনি। বলেছেন, বিএনপি এই বিচার করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফ্যাসিবাদীদের বিচার করতে চান। তারা মনে করছেন, রাজনৈতিক সরকার আসলে এই বিচার আর হবে না—এ বিষয়ে বিএনপির অবস্থান কী?
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ভুল কথা। বিচার তো রাজনৈতিক সরকারই করে। ফ্যাসিস্টদের নির্যাতন তো আমাদের ওপর সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং, আমরা ফ্যাসিস্টদের বিচার করব না তো কে করবে?’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এই বিচার থেকে সরে যাওয়ার উপায় নেই। তবে তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। এটা চলবে এবং এটাকে অবশ্যই আমরা শেষ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের একটি খসড়া দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমরা মনে করি, এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কিছু সংবেদনশীল বিষয় আছে। সংবিধানের বিষয় আছে। যেটা নিয়ে আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। আবার সমমনা দলগুলোর সঙ্গেও কথা বলছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৯ জানুয়ারি সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমকে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
৪২ মিনিট আগে
তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, তারা (বিদ্রোহী প্রার্থী) প্রার্থিতা প্রত্যাহার করবেন। অনেকে এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানিয়েছেন। আমি মনে করি, প্রার্থিতা প্রত্যাহার করার সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নতি হয়ে যাবে। নইলে দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ শুক্রবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে