নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আমেরিকা, ইসরায়েলের সঙ্গে গোপন সামরিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারও ফিলিস্তিনে গণহত্যার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ সদস্যপদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট এ সমাবেশের আয়োজন করে।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মোসাদের সম্পর্ক কী? ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারকে আনুষ্ঠানিকভাবে বলতে হবে। আনুষ্ঠানিকভাবে বলেন, বাংলাদেশের সঙ্গে মোসাদের কোনো সম্পর্ক নেই। তখন আমরা চ্যালেঞ্জ করব, কোথায় মোসাদের অফিস করে রেখেছে, কোথায় সিআইএর বসার জায়গা করে রেখেছে।’
তিনি বলেন, ‘পেগাসাসের সঙ্গে চুক্তি করা হলো কেন? এই পেগাসাস আমাদের দেশের মানুষের ব্যক্তিগত তথ্য এক জায়গায় নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে সেই থেকে বাছাই করে, টার্গেট ঠিক করে বিভিন্ন রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।’
মোদি সরকার দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদ কায়েমের জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে সেলিম বলেন, ‘বাংলাদেশ সরকার মোদিকে সন্তুষ্ট করার জন্য বা নিজের মসনদ শক্তিশালী করার জন্য জোটবদ্ধ হয়ে ইসরায়েল, ভারত, বাংলাদেশ—এমন একটা নেক্সাস তৈরি করে ষড়যন্ত্র কার্যকর করছে কি না আমরা এটা পরিষ্কার জানতে চাই। সেটি হয়ে থাকলে শেখ হাসিনা এবং তাঁর সরকারকেও এই গণহত্যার দায় বহন করতে হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসরায়েল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। গাজাবাসীকে ইসরায়েলের কথায় জীবন যাপন করতে হয়। বিনা ভোটের সরকার ও ক্ষমতায় যাওয়ায় মরিয়া বিরোধী দলগুলোও ফিলিস্তিনে ইসরায়েল-মার্কিন গণহত্যার বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে।
তিনি আরও বলেন, ‘সরকার বলে সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতা-কর্মীরা। পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় পল্টনে এসে মিছিল শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ।
এর আগে জোটের পরিচালনা পরিষদের এক সভা থেকে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আমেরিকা, ইসরায়েলের সঙ্গে গোপন সামরিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারও ফিলিস্তিনে গণহত্যার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, জাতিসংঘ সদস্যপদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট এ সমাবেশের আয়োজন করে।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মোসাদের সম্পর্ক কী? ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারকে আনুষ্ঠানিকভাবে বলতে হবে। আনুষ্ঠানিকভাবে বলেন, বাংলাদেশের সঙ্গে মোসাদের কোনো সম্পর্ক নেই। তখন আমরা চ্যালেঞ্জ করব, কোথায় মোসাদের অফিস করে রেখেছে, কোথায় সিআইএর বসার জায়গা করে রেখেছে।’
তিনি বলেন, ‘পেগাসাসের সঙ্গে চুক্তি করা হলো কেন? এই পেগাসাস আমাদের দেশের মানুষের ব্যক্তিগত তথ্য এক জায়গায় নিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলার নামে সেই থেকে বাছাই করে, টার্গেট ঠিক করে বিভিন্ন রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।’
মোদি সরকার দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদ কায়েমের জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে সেলিম বলেন, ‘বাংলাদেশ সরকার মোদিকে সন্তুষ্ট করার জন্য বা নিজের মসনদ শক্তিশালী করার জন্য জোটবদ্ধ হয়ে ইসরায়েল, ভারত, বাংলাদেশ—এমন একটা নেক্সাস তৈরি করে ষড়যন্ত্র কার্যকর করছে কি না আমরা এটা পরিষ্কার জানতে চাই। সেটি হয়ে থাকলে শেখ হাসিনা এবং তাঁর সরকারকেও এই গণহত্যার দায় বহন করতে হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসরায়েল গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করেছে। গাজাবাসীকে ইসরায়েলের কথায় জীবন যাপন করতে হয়। বিনা ভোটের সরকার ও ক্ষমতায় যাওয়ায় মরিয়া বিরোধী দলগুলোও ফিলিস্তিনে ইসরায়েল-মার্কিন গণহত্যার বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে।
তিনি আরও বলেন, ‘সরকার বলে সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু দেশের সংবিধান অনুযায়ী যুদ্ধবাজ, সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কোনো সুযোগ নেই।’
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতা-কর্মীরা। পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে পুনরায় পল্টনে এসে মিছিল শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার প্রমুখ।
এর আগে জোটের পরিচালনা পরিষদের এক সভা থেকে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজকে আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
১১ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে