নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশের একটি ব্যাংকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন সরকারদলীয় হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তারেক ও মামুনের আই কন্টাক্ট ছাড়া এ টাকা ফেরত আনা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পাচার করা ৪০ কোটি টাকা এফবিআইয়ের সহায়তায় বাংলাদেশ ফেরত এনেছে জানিয়ে স্বপন বলেন, ‘তারেক ও মামুনের আরও টাকার সন্ধান পাওয়া গেছে। বিদেশের একটি ব্যাংকে তারেক ও মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।’
মাহমুদ স্বপন বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে ভোল্টে তারা টাকা রেখেছে, সেই ভোল্টে শুধুমাত্র তারেক ও মামুনের আই কন্টাক্ট ছাড়া সেই টাকা ভোল্ট থেকে বের করা সম্ভব নয় বলে টাকাটা এখনো ফেরত আনা যাচ্ছে না।’
স্বপন বলেন, ‘একজন তারেক রহমান তার নিজের মামা এবং মামার বন্ধুদের প্যাদানি খেয়ে ২০০৭ সালে দেশ ছেড়ে পলায়ন করেছে। আর মামুন এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কারাগারে। শুধু তারেক আর মামুন নয়, বিএনপির অনেক নেতার বিদেশের বিভিন্ন দেশে টাকার হদিস পাওয়া গেছে। তদন্ত চলছে। এই কারণে এই মুহূর্তে আমরা এটি সংসদে উপস্থাপন করতে পারছি না।’
অচিরেই তারেক, মামুনসহ বিএনপির নেতাদের সব পাচার করা টাকার তথ্য জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘এই টাকাগুলো অবশ্যই ফিরিয়ে এনে জাতীয় অর্থনীতিতে যোগ করা হবে।’
১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তার বন্ধু মামুনের লুটপাটের কারণে খাম্বা তারেকের লুটপাটের কারণে এই বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩০০ থেকে ৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে এসেছিল। আজকে বাংলাদেশ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধন্যবাদ আলোচনার ওপর আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা, নুরুন্নবী চৌধুরী শাওন, উম্মে কুলসুম স্মৃতি, প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

বিদেশের একটি ব্যাংকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন সরকারদলীয় হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তারেক ও মামুনের আই কন্টাক্ট ছাড়া এ টাকা ফেরত আনা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্যের ওপর ধন্যবাদ আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পাচার করা ৪০ কোটি টাকা এফবিআইয়ের সহায়তায় বাংলাদেশ ফেরত এনেছে জানিয়ে স্বপন বলেন, ‘তারেক ও মামুনের আরও টাকার সন্ধান পাওয়া গেছে। বিদেশের একটি ব্যাংকে তারেক ও মামুনের ৫০০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।’
মাহমুদ স্বপন বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে ভোল্টে তারা টাকা রেখেছে, সেই ভোল্টে শুধুমাত্র তারেক ও মামুনের আই কন্টাক্ট ছাড়া সেই টাকা ভোল্ট থেকে বের করা সম্ভব নয় বলে টাকাটা এখনো ফেরত আনা যাচ্ছে না।’
স্বপন বলেন, ‘একজন তারেক রহমান তার নিজের মামা এবং মামার বন্ধুদের প্যাদানি খেয়ে ২০০৭ সালে দেশ ছেড়ে পলায়ন করেছে। আর মামুন এখন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে কারাগারে। শুধু তারেক আর মামুন নয়, বিএনপির অনেক নেতার বিদেশের বিভিন্ন দেশে টাকার হদিস পাওয়া গেছে। তদন্ত চলছে। এই কারণে এই মুহূর্তে আমরা এটি সংসদে উপস্থাপন করতে পারছি না।’
অচিরেই তারেক, মামুনসহ বিএনপির নেতাদের সব পাচার করা টাকার তথ্য জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ‘এই টাকাগুলো অবশ্যই ফিরিয়ে এনে জাতীয় অর্থনীতিতে যোগ করা হবে।’
১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত করেছিল জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তার বন্ধু মামুনের লুটপাটের কারণে খাম্বা তারেকের লুটপাটের কারণে এই বিদ্যুৎ উৎপাদন ৪ হাজার ৩০০ থেকে ৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে এসেছিল। আজকে বাংলাদেশ ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ধন্যবাদ আলোচনার ওপর আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা, নুরুন্নবী চৌধুরী শাওন, উম্মে কুলসুম স্মৃতি, প্রাণ গোপাল দত্ত প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৪ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
৫ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে