নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব-অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ-খবর রাখেন। চলতি বছর একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাতযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন।
চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।

দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব-অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ-খবর রাখেন। চলতি বছর একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাতযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন।
চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির।
৬ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘পরিকল্পনা’ নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।
৮ ঘণ্টা আগে
এনসিপির দুই প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যে শোকজ দেওয়া হয়েছে, সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে।
৯ ঘণ্টা আগে