নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দল করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’
আজ বুধবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে জি এম কাদেরকে অবৈধ দাবি করে নতুন কমিটি প্রস্তাব করেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে চেয়ারম্যান এবং প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে কো–চেয়ারম্যান করার প্রস্তাব করেন এরিক।
এ প্রসঙ্গে জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘এটা আমরা জানি না। এটা আমরা গ্রহণ করি নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল করার অধিকার যেকোনো মানুষেরই আছে। তবে একসঙ্গে দুটি দল করতে পারবেন না। কেউ দল করতে চাইলে করতে পারেন। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।’
এ সময় সরকারের লকডাউন বাস্তবায়ন কৌশলেরও সমালোচনা করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এই লকডাউন কখনো কার্যকর হবে না। অসহায় দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করে লকডাউন দিতে হবে। গ্রামের মানুষ খাবার না পেলে কাজে বের হবে। তাই লকডাউন দেওয়ার আগে গরিব–দুঃখী–অসহায় মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন জি এম কাদের।
অনুষ্ঠানে জাপার সিনিয়র কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে বলেছেন, এরশাদ না থাকলে জাতীয় পার্টি থাকবে না। আজকে আমরা সেটা ভুল প্রমাণ করেছি। জাতীয় পার্টি একটি আদর্শ। জাপা সংসদে যেভাবে বিরোধী দলের ভূমিকা পালন করেছে, আমার মনে হয় না এমনটা আর কেউ করতে পেরেছে।’
জাপার মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি যেকোনো অবস্থায় মানুষের পাশে থাকবে। করোনার দুঃসময়ে মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দল করার ব্যাপারে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’
আজ বুধবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে জি এম কাদেরকে অবৈধ দাবি করে নতুন কমিটি প্রস্তাব করেন এরশাদপুত্র এরিক এরশাদ। এ কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে চেয়ারম্যান এবং প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিককে কো–চেয়ারম্যান করার প্রস্তাব করেন এরিক।
এ প্রসঙ্গে জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘এটা আমরা জানি না। এটা আমরা গ্রহণ করি নাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল করার অধিকার যেকোনো মানুষেরই আছে। তবে একসঙ্গে দুটি দল করতে পারবেন না। কেউ দল করতে চাইলে করতে পারেন। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন দরকার হয়। সেটা না হলে নির্বাচন করতে পারবেন না।’
এ সময় সরকারের লকডাউন বাস্তবায়ন কৌশলেরও সমালোচনা করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এই লকডাউন কখনো কার্যকর হবে না। অসহায় দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করে লকডাউন দিতে হবে। গ্রামের মানুষ খাবার না পেলে কাজে বের হবে। তাই লকডাউন দেওয়ার আগে গরিব–দুঃখী–অসহায় মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন জি এম কাদের।
অনুষ্ঠানে জাপার সিনিয়র কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে বলেছেন, এরশাদ না থাকলে জাতীয় পার্টি থাকবে না। আজকে আমরা সেটা ভুল প্রমাণ করেছি। জাতীয় পার্টি একটি আদর্শ। জাপা সংসদে যেভাবে বিরোধী দলের ভূমিকা পালন করেছে, আমার মনে হয় না এমনটা আর কেউ করতে পেরেছে।’
জাপার মহাসচিব জিয়া উদ্দীন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি যেকোনো অবস্থায় মানুষের পাশে থাকবে। করোনার দুঃসময়ে মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু।

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৫ ঘণ্টা আগে