আলোময় বিশ্বাস

নিরহঙ্কার, সদাহাস্য মিতা হক এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ রবীন্দ্রসংগীতের ভারবস্তুর রস অনাহত রেখে এগিয়ে চলে; গানটিকে ঐশ্বর্যে এমন এক উচ্চমাত্রায় জাগিয়ে তোলে, যেখানে আমরা অনন্য এক সুরের মিতার দেখা পাই, আর সেখানেই সব শ্রোতার ভালোবাসা অনন্য তাৎপর্যে তাঁকে ছুঁয়ে থাকে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে, যখন আইয়ুববিরোধী আন্দোললে উন্মাতাল পূর্ব বাংলা, আন্দোলনের হাওয়া লেগেছে কেরানীগঞ্জের ভাওয়াল মনোহরিয়া গ্রামের আবু তৈয়ব মাজহারুল হক সাহেবের বাড়িতেও। জনাব মাজহারুল হক মিতা হকের পিতামহ, যিনি ছিলেন ১৯৪৬ সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ। এ বাড়িতেই মিতা হক তাঁর স্থায়ী নিবাস গড়ে তুলেছিলেন। অনেক পরিবর্তন দেখতে দেখতে মিতার জীবন এগিয়ে চলেছে, এখন মনোহরিয়া গ্রামটি প্রায় ঢাকা শহরেরই অংশ।
মিতার জন্ম এমন এক পরিবারে, যেখানে কণ্ঠে কথা ফোটার আগে সুর খেলেছে। এই সুরের গুরু আর কেউ নন, তাঁরই বড় চাচা সংগীতাচার্য ওয়াহিদুল হক, যাঁকে বাঙালিসমাজ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রগবেষণার অন্যতম পুরোধা পুরুষ হিসেবে গণ্য করে। বাঙালি সংগীত-সংস্কৃতি জগতে ওয়াহিদুল হক একেবারেই আলাদা এ কারণে যে তিনি শুধু আত্মমগ্ন হয়ে সংগীত শিক্ষা দেননি, বরং সংগীত শিক্ষা দিতে গিয়ে সংগীতের বাইরের দরজা-জানালাও খুলে রেখেছেন, যেন অন্য সব আলোও সেখানে প্রবেশ করে। ওয়াহিদুল হকের হাত ধরেই মিতার সংগীতযাত্রা–এ এক পরম প্রাপ্তি; মিতার মনন গঠনে ওয়াহিদুল হকের ভূমিকাই প্রধান।
একটু কান পেতে দাঁড়াতে হবে যদি মিতার কণ্ঠ গেয়ে ওঠে ‘দীর্ঘ জীবনপথ’। কারণ, এই সুর মিতা আপনিই পেয়ে যান পারিবারিক পরিসরে পায়চারী করতে করতে। ‘তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে’ গানখানি যেন কবিগুরু যত্নে লুকিয়ে রেখেছিলেন মিতাকে দিয়ে গাওয়াবেন বলে। রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প অনুধাবনে মিতার গানের আগে কান তৈরি হয়ে ছিল। বাহ্যিক অবয়বে মিতাকে অতি সাধারণ মনে হলেও তিনি অত্যন্ত উচ্চ রুচির কণ্ঠশিল্পী। রাজনৈতিক দৃষ্টিতে তিনি প্রগতিশীল সাম্যের ও মানবতার পক্ষে পরিবারের ঐতিহ্যকেই লালন করেছেন।
মিতা অনেক যত্ন নিয়ে, বুঝে গান করতেন। ফলে এই গানের শক্তি অনেক, যা শ্রোতাকে ছুঁয়ে থাকে, স্পর্শকাতর করে রাখে। নাম-যশের জন্য নয়, অর্থ প্রাপ্তির জন্য নয়, স্বতঃস্ফূর্ত আবেগই তাঁর সংগীতের পথ নির্মাণ করেছে। বড় চাচার মতোই তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের সাথে থেকে নিরলস কাজ করে গেছেন বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
মাত্র ১১ বছর বয়সে বার্লিন বিশ্ব শিশু উৎসবে যোগ দিয়ে সেখানে গান করেছিলেন।
পরিণত মিতা ছিলেন গানের শিক্ষক। তিনি ছায়ানটে গান শেখান, নিজের হাতে গড়ে তুলেছিলেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমির রবীন্দ্র পদক। এসব ছাপিয়েও বড় বিষয় হলো, রবীন্দ্রসংগীত জগতে মিতা হক এমন একটি নাম, যাঁকে সবাই ভালোবাসে; তাঁর দরাজ কণ্ঠ, তাঁর বিনয়-উজ্জ্বল মুখ, তাঁর নির্মল হাসি, নিরহঙ্কার ব্যক্তিত্ব–সবার কাছে তাঁকে ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিগণিত করেছে।

নিরহঙ্কার, সদাহাস্য মিতা হক এমন একজন শিল্পী, যাঁর কণ্ঠ রবীন্দ্রসংগীতের ভারবস্তুর রস অনাহত রেখে এগিয়ে চলে; গানটিকে ঐশ্বর্যে এমন এক উচ্চমাত্রায় জাগিয়ে তোলে, যেখানে আমরা অনন্য এক সুরের মিতার দেখা পাই, আর সেখানেই সব শ্রোতার ভালোবাসা অনন্য তাৎপর্যে তাঁকে ছুঁয়ে থাকে।
মিতা হকের জন্ম ১৯৬২ সালে, যখন আইয়ুববিরোধী আন্দোললে উন্মাতাল পূর্ব বাংলা, আন্দোলনের হাওয়া লেগেছে কেরানীগঞ্জের ভাওয়াল মনোহরিয়া গ্রামের আবু তৈয়ব মাজহারুল হক সাহেবের বাড়িতেও। জনাব মাজহারুল হক মিতা হকের পিতামহ, যিনি ছিলেন ১৯৪৬ সালে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির এমএলএ। এ বাড়িতেই মিতা হক তাঁর স্থায়ী নিবাস গড়ে তুলেছিলেন। অনেক পরিবর্তন দেখতে দেখতে মিতার জীবন এগিয়ে চলেছে, এখন মনোহরিয়া গ্রামটি প্রায় ঢাকা শহরেরই অংশ।
মিতার জন্ম এমন এক পরিবারে, যেখানে কণ্ঠে কথা ফোটার আগে সুর খেলেছে। এই সুরের গুরু আর কেউ নন, তাঁরই বড় চাচা সংগীতাচার্য ওয়াহিদুল হক, যাঁকে বাঙালিসমাজ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রগবেষণার অন্যতম পুরোধা পুরুষ হিসেবে গণ্য করে। বাঙালি সংগীত-সংস্কৃতি জগতে ওয়াহিদুল হক একেবারেই আলাদা এ কারণে যে তিনি শুধু আত্মমগ্ন হয়ে সংগীত শিক্ষা দেননি, বরং সংগীত শিক্ষা দিতে গিয়ে সংগীতের বাইরের দরজা-জানালাও খুলে রেখেছেন, যেন অন্য সব আলোও সেখানে প্রবেশ করে। ওয়াহিদুল হকের হাত ধরেই মিতার সংগীতযাত্রা–এ এক পরম প্রাপ্তি; মিতার মনন গঠনে ওয়াহিদুল হকের ভূমিকাই প্রধান।
একটু কান পেতে দাঁড়াতে হবে যদি মিতার কণ্ঠ গেয়ে ওঠে ‘দীর্ঘ জীবনপথ’। কারণ, এই সুর মিতা আপনিই পেয়ে যান পারিবারিক পরিসরে পায়চারী করতে করতে। ‘তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে’ গানখানি যেন কবিগুরু যত্নে লুকিয়ে রেখেছিলেন মিতাকে দিয়ে গাওয়াবেন বলে। রবীন্দ্রনাথের গানের চিত্রকল্প অনুধাবনে মিতার গানের আগে কান তৈরি হয়ে ছিল। বাহ্যিক অবয়বে মিতাকে অতি সাধারণ মনে হলেও তিনি অত্যন্ত উচ্চ রুচির কণ্ঠশিল্পী। রাজনৈতিক দৃষ্টিতে তিনি প্রগতিশীল সাম্যের ও মানবতার পক্ষে পরিবারের ঐতিহ্যকেই লালন করেছেন।
মিতা অনেক যত্ন নিয়ে, বুঝে গান করতেন। ফলে এই গানের শক্তি অনেক, যা শ্রোতাকে ছুঁয়ে থাকে, স্পর্শকাতর করে রাখে। নাম-যশের জন্য নয়, অর্থ প্রাপ্তির জন্য নয়, স্বতঃস্ফূর্ত আবেগই তাঁর সংগীতের পথ নির্মাণ করেছে। বড় চাচার মতোই তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানটের সাথে থেকে নিরলস কাজ করে গেছেন বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য।
মাত্র ১১ বছর বয়সে বার্লিন বিশ্ব শিশু উৎসবে যোগ দিয়ে সেখানে গান করেছিলেন।
পরিণত মিতা ছিলেন গানের শিক্ষক। তিনি ছায়ানটে গান শেখান, নিজের হাতে গড়ে তুলেছিলেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমির রবীন্দ্র পদক। এসব ছাপিয়েও বড় বিষয় হলো, রবীন্দ্রসংগীত জগতে মিতা হক এমন একটি নাম, যাঁকে সবাই ভালোবাসে; তাঁর দরাজ কণ্ঠ, তাঁর বিনয়-উজ্জ্বল মুখ, তাঁর নির্মল হাসি, নিরহঙ্কার ব্যক্তিত্ব–সবার কাছে তাঁকে ‘নিকট আত্মীয়’ হিসেবে পরিগণিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পালে হাওয়া লাগা যাকে বোঝায়, সে রকম কোনো কিছু এখনো সাধারণ জনপরিসরে দেখা যাচ্ছে না। এবারই একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু মানুষকে এখন পর্যন্ত নির্বাচনমুখী হতে দেখা যাচ্ছে না।
১৭ ঘণ্টা আগে
বর্তমান সময়ে চাকরি হলো সোনার হরিণ। যে হরিণের পেছনে ছুটছে হাজার হাজার তরুণ-তরুণী। যেকোনো ধরনের চাকরি পেতে কারও প্রচেষ্টার যেন কোনো কমতি নেই। বিশেষ করে আমাদের দেশে সরকারি চাকরির বাজারে এখন প্রতিযোগিতার অভাব নেই।
১৮ ঘণ্টা আগে
সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে গণতন্ত্রপ্রত্যাশী জনগণের কাছে এই নির্বাচনটি নিঃসন্দেহে অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ, এক যুগের বেশি সময় ধরে দেশে যে নির্বাচনী বাস্তবতা গড়ে উঠেছিল, তা ছিল প্রশ্নবিদ্ধ, অংশগ্রহণহীন এবং বিতর্কে ভরপুর।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে দ্রুত। দেশের নাগরিকেরা যেমন অধীর আগ্রহে দিনটির অপেক্ষা করছেন, তেমনি করছেন প্রবাসীরাও। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে