সম্পাদকীয়

অনেকেই মনে করেন, মানুষের মুখ মনের আয়না। মহাবিশ্ব প্রথমে মূর্ত হয় মানুষের মনে। মন মূর্তিমান হয় মুখে। আবার একটি গান আছে, ‘মুখ দেখে ভুল কোরো না, মুখ তো নয় মনের আয়না!’
একজন লিখেছেন—বাতাসের চঞ্চলতা, চাঁদের আলো, সূর্যের কিরণ, সমুদ্রের স্বপ্ন, পর্বতের নীরবতা—সবই রয়েছে মানুষের মুখে। সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে তার মুখ।
মানুষের মুখে উপস্থিত গোটা মহাবিশ্ব। এত ক্ষুদ্র পরিসরে এত বিরাটের বিচিত্র প্রকাশ বিস্ময়কর! একই রকম দুটি মুখ নেই পৃথিবীতে। প্রতিটি মুখ থেকে বিচ্ছুরিত হয় একেক রকম শক্তির স্পন্দন। এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকে প্রতিটি মুখের অন্তরালে। মুখে হাসি মানে, সেই রহস্যময় অন্ধকার জগতে আলোর ঝিলিক।
মানবদেহ মাটি পানি অগ্নি বায়ু আকাশের মতোই প্রাচীন। মানুষের পা মাটির সঙ্গে সংযোগ রাখে। মুখ স্বাভাবিকভাবেই মাটির অধিরোহণ দেহের চূড়া।
মুখের নগ্নতা একদিকে জগৎ থেকে তথ্য ও শক্তি সঞ্চয় করে, অন্যদিকে ভেতরের জ্ঞান ও শক্তি জগতের কাছে তা প্রকাশ করে। মুখ হলো জীবন ও জগতের সন্ধিস্থল। এক জন অপরজনকে দেখছে মানে, তার মুখ দেখছে। মানুষ পছন্দ করে মুখ। ভালোবাসে মুখ। মানুষের হৃদয়ে ছাপ ফেলে মানুষের মুখ।
মানসপটে ভেসে ওঠে মুখচ্ছবি। মানবদেহের সবচেয়ে শিক্ষিত অঙ্গই হলো মুখ। সারা দেহ ঢাকা থাকে, কিন্তু মুখ থাকে উন্মুক্ত।
সেই মুখ এখন মুখোশ দিয়ে ঢেকে না রাখলে বেতের বাড়ি! জরিমানা!! জেলও হতে পারে। করোনাভাইরাসের কারণে এখন মানুষকে মুখই আবরণ দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। মাস্ক পরে মুখ ঢেকে নিরাপদ থাকার এই চেষ্টা অনেকের কাছেই অস্বস্তিকর। তারপরও জীবন আগে। তাই মুখ দেখে মানুষ চেনার চেয়ে মুখ ঢেকে জীবন বাঁচানোই শ্রেয়।

অনেকেই মনে করেন, মানুষের মুখ মনের আয়না। মহাবিশ্ব প্রথমে মূর্ত হয় মানুষের মনে। মন মূর্তিমান হয় মুখে। আবার একটি গান আছে, ‘মুখ দেখে ভুল কোরো না, মুখ তো নয় মনের আয়না!’
একজন লিখেছেন—বাতাসের চঞ্চলতা, চাঁদের আলো, সূর্যের কিরণ, সমুদ্রের স্বপ্ন, পর্বতের নীরবতা—সবই রয়েছে মানুষের মুখে। সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে রহস্যজনক হচ্ছে তার মুখ।
মানুষের মুখে উপস্থিত গোটা মহাবিশ্ব। এত ক্ষুদ্র পরিসরে এত বিরাটের বিচিত্র প্রকাশ বিস্ময়কর! একই রকম দুটি মুখ নেই পৃথিবীতে। প্রতিটি মুখ থেকে বিচ্ছুরিত হয় একেক রকম শক্তির স্পন্দন। এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকে প্রতিটি মুখের অন্তরালে। মুখে হাসি মানে, সেই রহস্যময় অন্ধকার জগতে আলোর ঝিলিক।
মানবদেহ মাটি পানি অগ্নি বায়ু আকাশের মতোই প্রাচীন। মানুষের পা মাটির সঙ্গে সংযোগ রাখে। মুখ স্বাভাবিকভাবেই মাটির অধিরোহণ দেহের চূড়া।
মুখের নগ্নতা একদিকে জগৎ থেকে তথ্য ও শক্তি সঞ্চয় করে, অন্যদিকে ভেতরের জ্ঞান ও শক্তি জগতের কাছে তা প্রকাশ করে। মুখ হলো জীবন ও জগতের সন্ধিস্থল। এক জন অপরজনকে দেখছে মানে, তার মুখ দেখছে। মানুষ পছন্দ করে মুখ। ভালোবাসে মুখ। মানুষের হৃদয়ে ছাপ ফেলে মানুষের মুখ।
মানসপটে ভেসে ওঠে মুখচ্ছবি। মানবদেহের সবচেয়ে শিক্ষিত অঙ্গই হলো মুখ। সারা দেহ ঢাকা থাকে, কিন্তু মুখ থাকে উন্মুক্ত।
সেই মুখ এখন মুখোশ দিয়ে ঢেকে না রাখলে বেতের বাড়ি! জরিমানা!! জেলও হতে পারে। করোনাভাইরাসের কারণে এখন মানুষকে মুখই আবরণ দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। মাস্ক পরে মুখ ঢেকে নিরাপদ থাকার এই চেষ্টা অনেকের কাছেই অস্বস্তিকর। তারপরও জীবন আগে। তাই মুখ দেখে মানুষ চেনার চেয়ে মুখ ঢেকে জীবন বাঁচানোই শ্রেয়।

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ প্রবাদটিই যেন সত্যে প্রমাণিত হতে চলেছে খুলনা নগরের উপকণ্ঠে রূপসা সেতুর নিকটবর্তী মাথাভাঙ্গা মৌজার ৩২টি দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মানুষের কাছে। কারণ, এখানে বসবাসরত পরিবারগুলোর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জায়গাটি একসময় বিরান ভূমি ছিল।
২ ঘণ্টা আগে
নির্বাচনের আমেজে ভাসছে দেশ। তারপরও কেমন যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। কী হবে সামনে, তা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকও নির্দ্বিধায় কোনো মন্তব্য করতে পারবেন বলে মনে হয় না। নির্বাচন কি সেই হতাশাজনক পরিস্থিতিকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
৩ ঘণ্টা আগে
জানুয়ারি মাস চলছে নতুন বছরের। আর ২৭ দিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দাবি, এই নির্বাচন হবে ইতিহাসের অন্যতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু তো বটেই। তাদের আরও দাবি হলো, বিগত ১৭ বছরে যা হয়নি এক বছর কয়েক মাসে সেটা করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার।
৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
১ দিন আগে