সম্পাদকীয়

এক গুজবেই ব্যবসায়ীদের বাজিমাত, সাধারণ ক্রেতা কুপোকাত! আমাদের দেশে আপাত অবিশ্বাস্য যে ব্যাপারগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে, তারই একটি আবার এসে হাজির হয়েছে সামনে। আবার পেঁয়াজ নিয়ে তেলেসমাতি কারবার! সহনীয় পর্যায়েই ছিল দামটা—৪০ টাকার এদিক-ওদিকেই পাওয়া যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে ছড়িয়ে গেল গুজব—ভারত পেঁয়াজ রপ্তানি করছে না। আর যায় কোথায়, রাতারাতি ২০ টাকা করে বেড়ে গেল কেজিপ্রতি দাম।
বেশ কয়েক বছর ধরেই পেঁয়াজ বনেদি হয়ে উঠেছে। কখনো কখনো পেঁয়াজের কেজি যে ২০০ টাকাও ছাড়িয়ে যায়, সেটা দেখার অভ্যাসও আছে আমাদের।
পেঁয়াজ নিয়ে গুজবটা ছড়ানোর পর সাধারণ ক্রেতা প্রথমেই কী ভাবেন? আমজাদ হোসেনের ঈদের নাটকের ভাষায়: তখন ‘গো অ্যান্ড স্টক’ করার কথাই ভাবেন। কারণ, তিনি মনে করেন, এখন তো ষাট টাকায় পাচ্ছি, কদিন পর কিনতে হবে দুই শ টাকা কেজি! ব্যস, যিনি পাঁচ কেজি পেঁয়াজ কেনেন সাধারণত, তিনি কেনা শুরু করবেন ১০-১৫ কেজি। কিনবেন ওই বাড়তি দামেই। তাতে আড়তে পেঁয়াজের ঘাটতি দেখা দেবে, সেই ঘাটতি কৃত্রিম হওয়ার আশঙ্কাই বেশি। যাঁরা কিনে ফেললেন বাড়তি দামে, তাঁরা হাঁপ ছেড়ে বাঁচলেন এবং মনে করলেন জিতে গেছেন। আর যাঁরা ওই বাড়তি টাকার সংস্থান করতে পারলেন না, তাঁরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপকে বানালেন অস্ত্র, তাতেই ছুড়ে দিলেন পেঁয়াজের ঝাঁজ।
যখন সংবাদমাধ্যম থেকে জানা হয়ে গেল, একটা গুজবকে কেন্দ্র করেই একদল অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছেন পেঁয়াজের দাম, তখন হয়তো টনক নড়বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চলবে হম্বিতম্বি। কে সারা জাতির এই অনিষ্ট করল, তার খোঁজ পড়বে।
তারপর কী হবে? প্রবাদ বলে: তারপর যা হবে, তা হলো, ‘যেই লাউ সেই কদু’। কিছুদিনের মধ্যেই মানুষ ভুলে যাবে, কয়েক দিনের চক্করে কতিপয় পেঁয়াজ ব্যবসায়ী স্রেফ গুজব ছড়িয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। কারা এই বদমায়েশির সঙ্গে যুক্ত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। যখন জানা যাবে, গত ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিন দফায় ভারত থেকে যে ৮৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, শুল্ক পরিশোধের পর প্রতি মেট্রিক টনের দাম পড়েছে ২৬ হাজার ৩৪৫ টাকা। যার অর্থ, ২৬ টাকা ৩৪ পয়সা কেজি। তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সেই পেঁয়াজ কেন ৬০-৬৫ টাকা দিয়ে কিনতে হলো সাধারণ ক্রেতাকে?
এই প্রশ্নের জবাব পাওয়া যাবে না। কারণ, আমাদের সমাজে লুকিয়ে থাকা বদমায়েশরা এই অব্যবস্থার পুরোটাই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর সেই নিয়ন্ত্রণ যেন একচ্ছত্র হয়, সে জন্য যা যা করার, তার সবকিছুই করে। দিনের পর দিন জনগণের ওপর চলা এই ভোগান্তিই চোখে আঙুল দিয়ে
বুঝিয়ে দেয়, কেন আমাদের দেশ এতটা দুর্নীতিগ্রস্ত।

এক গুজবেই ব্যবসায়ীদের বাজিমাত, সাধারণ ক্রেতা কুপোকাত! আমাদের দেশে আপাত অবিশ্বাস্য যে ব্যাপারগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে, তারই একটি আবার এসে হাজির হয়েছে সামনে। আবার পেঁয়াজ নিয়ে তেলেসমাতি কারবার! সহনীয় পর্যায়েই ছিল দামটা—৪০ টাকার এদিক-ওদিকেই পাওয়া যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে ছড়িয়ে গেল গুজব—ভারত পেঁয়াজ রপ্তানি করছে না। আর যায় কোথায়, রাতারাতি ২০ টাকা করে বেড়ে গেল কেজিপ্রতি দাম।
বেশ কয়েক বছর ধরেই পেঁয়াজ বনেদি হয়ে উঠেছে। কখনো কখনো পেঁয়াজের কেজি যে ২০০ টাকাও ছাড়িয়ে যায়, সেটা দেখার অভ্যাসও আছে আমাদের।
পেঁয়াজ নিয়ে গুজবটা ছড়ানোর পর সাধারণ ক্রেতা প্রথমেই কী ভাবেন? আমজাদ হোসেনের ঈদের নাটকের ভাষায়: তখন ‘গো অ্যান্ড স্টক’ করার কথাই ভাবেন। কারণ, তিনি মনে করেন, এখন তো ষাট টাকায় পাচ্ছি, কদিন পর কিনতে হবে দুই শ টাকা কেজি! ব্যস, যিনি পাঁচ কেজি পেঁয়াজ কেনেন সাধারণত, তিনি কেনা শুরু করবেন ১০-১৫ কেজি। কিনবেন ওই বাড়তি দামেই। তাতে আড়তে পেঁয়াজের ঘাটতি দেখা দেবে, সেই ঘাটতি কৃত্রিম হওয়ার আশঙ্কাই বেশি। যাঁরা কিনে ফেললেন বাড়তি দামে, তাঁরা হাঁপ ছেড়ে বাঁচলেন এবং মনে করলেন জিতে গেছেন। আর যাঁরা ওই বাড়তি টাকার সংস্থান করতে পারলেন না, তাঁরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপকে বানালেন অস্ত্র, তাতেই ছুড়ে দিলেন পেঁয়াজের ঝাঁজ।
যখন সংবাদমাধ্যম থেকে জানা হয়ে গেল, একটা গুজবকে কেন্দ্র করেই একদল অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছেন পেঁয়াজের দাম, তখন হয়তো টনক নড়বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। চলবে হম্বিতম্বি। কে সারা জাতির এই অনিষ্ট করল, তার খোঁজ পড়বে।
তারপর কী হবে? প্রবাদ বলে: তারপর যা হবে, তা হলো, ‘যেই লাউ সেই কদু’। কিছুদিনের মধ্যেই মানুষ ভুলে যাবে, কয়েক দিনের চক্করে কতিপয় পেঁয়াজ ব্যবসায়ী স্রেফ গুজব ছড়িয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। কারা এই বদমায়েশির সঙ্গে যুক্ত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। যখন জানা যাবে, গত ২২ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিন দফায় ভারত থেকে যে ৮৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, শুল্ক পরিশোধের পর প্রতি মেট্রিক টনের দাম পড়েছে ২৬ হাজার ৩৪৫ টাকা। যার অর্থ, ২৬ টাকা ৩৪ পয়সা কেজি। তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সেই পেঁয়াজ কেন ৬০-৬৫ টাকা দিয়ে কিনতে হলো সাধারণ ক্রেতাকে?
এই প্রশ্নের জবাব পাওয়া যাবে না। কারণ, আমাদের সমাজে লুকিয়ে থাকা বদমায়েশরা এই অব্যবস্থার পুরোটাই তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আর সেই নিয়ন্ত্রণ যেন একচ্ছত্র হয়, সে জন্য যা যা করার, তার সবকিছুই করে। দিনের পর দিন জনগণের ওপর চলা এই ভোগান্তিই চোখে আঙুল দিয়ে
বুঝিয়ে দেয়, কেন আমাদের দেশ এতটা দুর্নীতিগ্রস্ত।

এমনিতে আমরা তুলনামূলকভাবে গরিব ও নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে অভ্যস্ত। মুসলিম সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র ইরানের প্রতিও আমাদের অবস্থান বরাবরই সহানুভূতিশীল। ইরানের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা যতই স্বৈরাচারী ও নিপীড়নমূলক হোক না কেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে...
১১ ঘণ্টা আগে
দুই সপ্তাহ ধরে ইরান কার্যত একটি বিক্ষোভের আগুনে জ্বলছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ধর্মঘট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন আর কেবল মূল্যস্ফীতি বা মুদ্রার দরপতনের বিরুদ্ধে নয়; এটি সরাসরি সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নিয়েছে।
১১ ঘণ্টা আগে
আমাদের সমাজে নীরবে এক ভয়ংকর সংকট বাড়ছে—প্রবীণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজন বাড়ে যত্ন, ভালোবাসা ও নিরাপত্তার। কিন্তু বাস্তবতায় অনেক প্রবীণ আজ ঠিক তার উল্টো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন...
১১ ঘণ্টা আগে
সম্পাদকীয়র শিরোনাম দেখে যেকোনো পাঠক ভাবতে পারেন সমাজসেবায় জড়িত কোনো ‘সুপারহিরোদের’ দলের কথা বলা হচ্ছে। তবে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বাসিন্দারা খুব ভালো করেই জানেন এটি কোনো মহানায়কদের দল নয়, বরং চাঁদাবাজি করার জন্য গড়ে ওঠা একটি বাহিনী।
১১ ঘণ্টা আগে