আজকের পত্রিকা ডেস্ক

২০২৪ সালের আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ভারতের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখা হতো। কিন্তু হাসিনার বিরুদ্ধে তীব্র জন-অসন্তোষ এবং নয়াদিল্লির সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা—দুটোই এখন সম্ভবত ভারতবিরোধিতায় পর্যবসিত হয়েছে। হাসিনা এখন ভারতে আশ্রিত। বাংলাদেশে রেখে গেছেন ভারত–বাংলাদেশ তিক্ত সম্পর্ক, যা এখন গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এই ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফর। সেখানে তিনি প্রেসিডেন্ট শি চিনপিং ও অন্য চীনা নেতাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছে।
এই সফরের প্রভাব, ভারত–বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রাজনীতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন কথা বলেছে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঢাকাভিত্তিক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরূপণে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি। এটি গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। শ্বেতপত্রের প্রধান পর্যবেক্ষণ ছিল—দুর্নীতি মারাত্মকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। গত ১৫ বছরে শুধু অর্থ পাচারের কারণে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
ফ্রন্টলাইনে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাক্ষাৎকারটি আজকের পত্রিকার পাঠকের জন্য বাংলায় অনুবাদ করা হলো:
ফ্রন্টলাইন: অধ্যাপক ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা শুরু করা যাক। তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্প ও সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা সরকারের আমলেও বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তখন ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করেছে বলে মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে, বাংলাদেশ ও চীনের মধ্যে বর্ধমান সহযোগিতা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: চীন সব সময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রাজনৈতিক অংশীদার ছিল, যেমনটা আপনি উল্লেখ করেছেন। এমনকি আগের সরকারের আমলেও। বস্তুত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এই সম্পর্ক কেবল বেড়েছে।
ভারতীয়দের জন্য এই সফরকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক—বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অনুরোধ করেছিল। আমি যদি প্রধান উপদেষ্টার চিন্তাভাবনা সঠিকভাবে বুঝে থাকি, তবে তাঁর প্রথম পছন্দ ছিল আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করা। দুর্ভাগ্যবশত, সেটি হয়নি।
ভারত সরকারের সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসে, তখনই বাংলাদেশ সরকার চীন সফরের তারিখ চূড়ান্ত করে। এটি অন্যভাবেও ঘটতে পারত—প্রথমে ভারত, তারপর চীন। যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন—যখন অধ্যাপক ইউনূস ক্ষমতায় এলেন, তখন দিল্লি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিল এবং তিনি সাউদার্ন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে সাড়া দিয়েছিলেন। এটি পারস্পরিক সৌজন্য ছিল।
পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যেখানে আমিও প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলাম। এরপর আপনাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন।
এসব অগ্রগতি বিবেচনা করে আমরা অনেকেই যৌক্তিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আশা করেছিলাম। কিন্তু এখন আমরা জানি যে, ভারত আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে না। তাই, যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দ্বিপক্ষীয় সফর ভারতের সঙ্গে হবে না, তখন সরকার চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।
চীনে অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নিয়েছেন, শীর্ষ সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য মুক্তবাজার সুবিধাসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় তিস্তা নদী এবং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের ভিসা প্রদান কঠিন করায়, বাংলাদেশ এখন কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথা বিবেচনা করছে, যাতে চীনে চিকিৎসা পর্যটন সহজ হয়।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা উল্লেখ করেছেন, বাংলাদেশে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, সম্পর্ক উন্নয়নের দায়িত্ব এখন ভারতের। ভারতের কী করা উচিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: উত্তরটি সহজ—ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে প্রথমে তার অতীত দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করতে হবে এবং স্বীকার করতে হবে, ভুল হয়েছিল কিনা।
দ্বিতীয় বিষয়টি আরও সম্মুখে। যতক্ষণ পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সমীকরণে একটি ‘ফ্যাক্টর’ হিসেবে থাকবেন, ততক্ষণ সম্পর্ক উন্নয়ন সহজ হবে না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এক বিষয়, আর সেই ব্যক্তিকে নির্বাসনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অনুমতি দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিকে বৈরী কাজ হিসেবেই দেখা হবে।
সুতরাং, এই দুটি প্রধান বিষয়—প্রথমত, আত্মসমালোচনা এবং দ্বিতীয়ত, পলাতক প্রধানমন্ত্রীকে সমীকরণ থেকে বাদ দেওয়া।
ফ্রন্টলাইন: ভারতের আত্মসমালোচনা প্রয়োজন—আমি আপনার এই বক্তব্যটি আরও বিশদভাবে জানতে চাই। আপনার মতে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারত কী বুঝতে ব্যর্থ হয়েছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: যারা বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতিনির্ধারণ করতেন, তাঁরা মূলত এটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এমনকি যখন তাঁরা উন্নয়ন প্রকল্প ও যোগাযোগের বিষয় বিবেচনা করেছেন, তখনো সেগুলোকে নিরাপত্তার নিরিখে সাজিয়েছেন।
কোনো দেশের ভূখণ্ডই যেন আরেক দেশে বিদ্রোহ বা হামলার জন্য ব্যবহৃত না হয়—এমন একটি ‘রেড লাইন’ বা বিপদ রেখা টানার বিষয়টি বোধগম্য। কিন্তু এই নিরাপত্তা কেন্দ্রিক নীতি অনুসরণ করতে গিয়ে ভারত এমন একটি সরকারকে বৈধতা দিয়েছে, যে সরকার পরপর তিনটি প্রতারণামূলক নির্বাচন করেছে।
যখন অনেক আন্তর্জাতিক অংশীদার এ ধরনের সরকারের সঙ্গে যুক্ত হতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন ভারত নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশিরা ভারতকে সাবেক প্রধানমন্ত্রীর ‘বাড়াবাড়ির’ সহযোগী হিসেবে দেখে। ভারতের ভুল ছিল কেবল আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বের ওপর বিনিয়োগ করা এবং অন্যান্য অংশীজন—নাগরিক সমাজ, বেসরকারি খাত ও বিরোধী দলকে উপেক্ষা করা। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ভারত বাংলাদেশে তার প্রধান মধ্যস্থতাকারীকে হারিয়েছে।
আরও উদ্বেগের বিষয় হলো, গত বছরের ৫ আগস্টের বিপর্যয়। যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি—বা ভারতের কোথাও—পালিয়ে যান। কিন্তু, তারপরও ভারতের বয়ান বদলায়নি। সাউথ ব্লক বা অন্য কোথাও ক্ষমতার কেন্দ্রে যারা আছেন, তাঁরা সম্পর্কের প্রতিফলন, পুনর্বিন্যাস ও পুনর্গঠনের পরিবর্তে এখনো সেই একই দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারতীয় মিডিয়া ভুল খবর ও আধা–সত্য প্রচার করছে। হ্যাঁ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এবং অন্যরাও আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন। তবে, এই ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে বলা পরিস্থিতির কোনো উন্নতি করেনি।
এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে যখন প্রধান উপদেষ্টা উপ–আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্ব ভারতের রাজ্য) সংযুক্ত করার কথা বলেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে সামান্যতম সাড়াও পাওয়া যায়নি। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, ভারতীয় পক্ষ বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আর আগ্রহী নয়, যেখানে এটি একটি বৈধ প্রশাসন এবং তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা বলছিলেন—ভারত সরকার হাসিনাকে কঠিন সময়ে সমর্থন জুগিয়েছে এবং এখনো করছে। কিন্তু এর তো একটি প্রেক্ষাপট রয়েছে, তাই না? বিএনপির শাসনামলে ভারত বাংলাদেশকে নিয়ে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগে ভুগেছে। আপনারা যে ‘রেড লাইন’—এর কথা বলছিলেন—একে অপরের ভূখণ্ড ব্যবহার করে হামলা না করা—তা কিন্তু কঠোরভাবে মানা হয়নি। সুতরাং, ভারত একেবারে হঠাৎ করেই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বাংলাদেশে কি এর কোনো স্বীকৃতি আছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে—এরশাদের, খালেদা জিয়ার এবং শেখ হাসিনার সরকার। ভারতেও এসেছে। কিন্তু অন্য দেশের নাগরিক হিসেবে আমরা যেমন ভারত সরকারের ধরন কেমন হওয়া উচিত তা নিয়ে কোনো প্রভাব খাটাতে বা নির্দেশ দিতে যাই না। তেমনই, ভারতেরও শেখা উচিত বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক না কেন, তাদের মেনে নেওয়া এবং তাদের সঙ্গেই কাজ করা। কোনো জনসমর্থনহীন সরকারকে কৃত্রিমভাবে সমর্থন দেওয়া বা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।
এই ধরনের পন্থা হিতে বিপরীত হতে পারে। আমাদের ইতিহাসে আগে কখনো ভারতবিরোধী মনোভাব এত তীব্র ছিল না। কেন? কারণ, মানুষ বিশ্বাস করে যে, হাসিনার শাসন টিকিয়ে রাখার পেছনে দিল্লির একটা বড় রকমের দায় আছে। এখন, সেই ধারণা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু রাজনীতিতে ধারণাই বাস্তবতা। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি পার্লামেন্টে এক আলোচনায় স্বীকার করেছেন, তাঁরা হাসিনাবিরোধী মনোভাবের ব্যাপারে অবগত ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেননি। যেটা চোখে পড়ার মতো, সেটা হলো, সেই উপলব্ধি থেকে কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।
ফ্রন্টলাইন: আপনি বারবার ‘চাপানো’ শব্দটি ব্যবহার করছেন। এর অর্থ কী? শেখ হাসিনাকে তো ভারত নির্বাচিত করেনি...
দেবপ্রিয় ভট্টাচার্য: ঠিক এখানেই সমস্যা—১৫ বছর ধরে শেখ হাসিনাকে কেউ–ই নির্বাচিত করেনি। অথচ, আমাদের বড় প্রতিবেশী এখন এমন আচরণ করছে যেন তিনি (হাসিনা) বিশ্বসেরা। ভারত তাঁকে স্বীকৃতি দিয়েছে, উদ্যাপন করেছে এবং বৈধতা দিয়েছে, এমনকি যখন অন্যান্য বৈশ্বিক শক্তি—ওইসিডি জোটভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং অন্যরা—অনেক বেশি সতর্ক ছিল।
ফ্রন্টলাইন: ভারতের দুই প্রধান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ এবং তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং অধ্যাপক ইউনূস এইমাত্র বেইজিং সফর করে এসেছেন। এই বিষয়গুলো কি ইঙ্গিত দেয় না যে উভয় পক্ষেরই কিছু দায়িত্ব রয়েছে? এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কী করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: একটু পেছন ফিরে দেখা যাক। যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন কিনেছিল, তখনো একই ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল—এটি শেখ হাসিনার আমলেই ঘটেছিল। সবগুলো দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ থাকা স্বাভাবিক, কিন্তু তার জন্য প্রতিবেশীদের নিরাপত্তার গতিশীলতাকে বিপন্ন করা উচিত নয়।
এখানে আসল বিষয় হলো, দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় বা আঞ্চলিক—যেকোনো সমস্যার সমাধানে আমাদের আলোচনার একটি প্ল্যাটফর্ম দরকার। এমন একটি জায়গার প্রয়োজন যেখানে উদ্বেগগুলো তুলে ধরা যায়, মতামত শোনা যায় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে ভারত ঠিক সেই সুযোগটিই হারিয়েছে।
ভারত এর আগেও একই ধরনের ভুল করেছে। নেপালের দিকে তাকান। ভারত যখন অবরোধ আরোপ করেছিল, তখন নেপালে পুরো একটি প্রজন্মের সদিচ্ছা তারা পায়ে ঠেলেছে। একই চিত্র শ্রীলঙ্কায়ও দেখা গেছে। সুতরাং, আসুন আমরা স্বীকার করি যে—ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়শই বিপরীত ফল দিয়েছে।
এখন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ভারত বিশাল, অভিজ্ঞ এবং সক্ষম দেশ। দেশটিকে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নেই। তবে আমি মনে করি, শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে আমরা কীভাবে উন্নতি করতে পারি, তা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যুগে রয়েছি, যেখানে গাজা থেকে গ্রিনল্যান্ড হয়ে গ্রিস পর্যন্ত বিশ্বব্যাপী সম্পর্কগুলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া কোথায় দাঁড়িয়ে?
ফ্রন্টলাইন: কিন্তু ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসে মোদি ইউনূসকে লিখেছিলেন যে, ভারত পারস্পরিক সংবেদনশীলতা ও একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা এটাকে কীভাবে দেখছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: এটি সুলিখিত বিবৃতি ছিল এবং যথেষ্ট প্রশংসাও ছিল। এটি ছিল জাতীয় দিবসের বিবৃতি—এটি একটি কূটনৈতিক প্রথা। কিন্তু দিনের শেষে, আসল পরীক্ষা কর্মে, কথায় নয়। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা রয়েছে। বাণিজ্য চলছে। ভারতীয় ঠিকাদাররা বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কাজ করে যাচ্ছেন। ঋণ ছাড়ের বিষয়টি ধীর গতিতে চলছে, তবে এখনো বহাল আছে। অর্থনৈতিক সম্পৃক্ততা অব্যাহত। এরপর রয়েছে দ্বিতীয় বাস্তবতা—একটি পরাবাস্তবতা। যেখানে বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তীব্র ভারতবিরোধী মনোভাব।
সুতরাং, বাংলাদেশে আজ বাস্তবতা ও পরাবাস্তবতা সহাবস্থান করছে। দেশ এক ধরনের ‘ক্যাটালাইটিক’ বা বিভিন্ন অনুঘটক প্রভাবিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫–১৭ বছরে জমে থাকা সমস্ত নেতিবাচক আবেগ এবং তার আগের ঐতিহাসিক মনোভাবের ‘সাবলিমেশন’ (আগের অবস্থা থেকে মধ্যবর্তী কোনো অবস্থায় না গিয়েই সরাসরি নতুন কোনো অবস্থায় উপনীত হচ্ছে) ঘটছে।
ফ্রন্টলাইন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি পার্লামেন্টকে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪০০টি হামলার ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে (এখন পর্যন্ত) ৭২টি ঘটনা ঘটেছে। আপনি কি বলবেন এই পরিসংখ্যান অতিরঞ্জিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: এ ধরনের ঘটনা গণনার একাধিক উপায় আছে। কেউ অস্বীকার করে না যে, সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। পুলিশবাহিনী বিপর্যস্ত ছিল। কিছু সময়ের জন্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর হাতে চলে গিয়েছিল, তবে পরিস্থিতি অস্থির ছিল।
উপরন্তু, বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সমর্থন করেছে। সুতরাং, কিছু ক্ষেত্রে, কোনো হিন্দু ব্যক্তির ওপর হামলা তাঁর ধর্মের কারণে ছিল নাকি আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক হওয়ার কারণে ছিল, তা আলাদা করা কঠিন।
তবে, আরেকটি দিক বিবেচনা করার আছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন হিন্দু ও বৌদ্ধরা—ভারতে সংখ্যাগরিষ্ঠ। একইভাবে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন মুসলমানরা—বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং, ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে মন্তব্য করে, তখন দেশটিকে অবশ্যই স্বীকার করতে হবে যে, তার নিজের সংখ্যালঘুদের সঙ্গে কী আচরণ হচ্ছে সেটাও অন্যরা খতিয়ে দেখছে।
ফ্রন্টলাইন: বাংলাদেশের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে আপনি কতটা নিরাপদ বোধ করেন?
দেবপ্রিয় ভট্টাচার্য: হয়তো আমি এর জন্য সেরা উদাহরণ নই। আমি দুবার ভারতে শরণার্থী হয়েছিলাম। প্রথমবার, ১৯৬০–এর দশকের দাঙ্গার পর—১৯৬৪ থেকে ১৯৬৭ পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আমার বাবা–মা কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার মাতৃভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়েছি। আমি আমার দেশের জন্য অবদান রাখতে গিয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ছেড়ে দিয়েছি।
আমার পরিবারের বাংলাদেশের রাজনৈতিক ও বিচার বিভাগীয় ইতিহাসে গভীর সম্পর্ক রয়েছে। আমার মা শেখ হাসিনার দলের একজন সংসদ সদস্য ছিলেন এবং আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কগুলো আমার পেশাদারি এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে না।
ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশে থাকার ঝুঁকিগুলো মেনে নিয়েছি। তবে আমি বিশ্বাস করি যে, পরিচয়ভিত্তিক রাজনীতি যেখানে একটি ভূমিকা রাখে, এমন যেকোনো দেশের যেকোনো নাগরিকের জন্যই এ ধরনের ঝুঁকি বিদ্যমান। আমি আরও বিশ্বাস করি, বাংলাদেশের সমাজের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের—হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘু এবং সমতলের আদিবাসী জনগোষ্ঠীর—সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তির প্রতি এই অঙ্গীকারই জাতি গঠনের মূল ভিত্তি।
ফ্রন্টলাইন: জাতি গঠন এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তির উপস্থিতি নিয়ে আলোচনার সময় আপনি দেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো যেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে ‘বহুত্ববাদ’–এর কথা বলা হয়েছে? এ ছাড়া, কিছু লোক ইতিহাসের বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রথমত, সংবিধানের বিষয়ে বলি। এটি একটি কমিশন রিপোর্ট—এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অনেকগুলো উপাদানের মধ্যে একটি। এই পর্যায়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো অপরিণত কাজ হবে, কারণ এটি এখনো পর্যালোচনাধীন।
দ্বিতীয়ত, যেকোনো গণতান্ত্রিক সমাজে মানুষের ভিন্ন মত থাকে। কেউ অজ্ঞতা, আদর্শ বা রাজনৈতিক লাভের জন্য চরমপন্থী মত প্রকাশ করতে পারে। যদি আমি শুধু কিছু লোকের বাংলাদেশিদের ‘উইপোকা’ সম্বোধনের ভিত্তিতে ভারতকে বিচার করি, তবে তা ভারত সরকার এবং সমাজের প্রতি অবিচার করা হবে। একইভাবে, বাংলাদেশে কিছু লোক ইতিহাস পুনর্লিখন চায়, কিন্তু তার মানে এই নয় যে, তাদের মতামত জাতীয় নীতি নির্ধারণ করবে।
ফ্রন্টলাইন: আপনি শুরুতে যে মূল বিষয়টি উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গে এবার আসা যাক—শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে। ভারত তাঁকে ফেরত পাঠাবে—বাংলাদেশ কি আদৌ এই দাবি থেকে সরে আসতে পারবে? এই দাবি কতটা জোরালো?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি মনে করি, এই দাবি যথেষ্ট জোরালো। কারণ, বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মামলার নথি তৈরি হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল ও সরকারি কৌঁসুলির কার্যালয় এ নিয়ে কাজ করছে। এমনকি, বাংলাদেশ বিষয়টি হেগের আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর উপস্থিতি ছাড়াই আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।
তবে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অন্য একটি প্রশ্নও রয়েছে। কাউকে মানবিক কারণে আশ্রয় দেওয়া এক কথা, আর আশ্রয়দানকারী দেশের আতিথেয়তা গ্রহণ করে সেই ব্যক্তিকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ধরুন, দালাইলামা যদি প্রতিদিন চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বক্তৃতা দেন, তাহলে বেইজিংয়ের প্রতিক্রিয়া কেমন হবে?
ঠিক এটাই ঘটছে। আমরা বহুবার, এমনকি সরকারি চ্যানেলের মাধ্যমেও স্পষ্ট জানিয়েছি, তাঁকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এমন কোনো প্রকার ‘মেগাফোন কূটনীতি’ অর্থাৎ জনসমক্ষে বক্তব্য দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা—তাঁর উচিত নয়। যখন এমনটা ঘটে, তখন এর পরিণতির জন্য আশ্রয়দানকারী দেশও কিছু অংশে দায়ী থাকে।
ফ্রন্টলাইন: আওয়ামী লীগ প্রসঙ্গে ফিরে আসা যাক—তাদের কি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি যেমনটা বলেছি, সরকার স্পষ্টভাবে জানিয়েছে—দলটিকে নিষিদ্ধ করা হবে না। তবে দলটির ওপর নিষেধাজ্ঞা জারির জোরালো দাবি রয়েছে এবং প্রধান উপদেষ্টা তা স্বীকারও করেছেন। সরকারের অবস্থান হলো—যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা হবে না।
এই মুহূর্তে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের অংশগ্রহণ বা অনুপস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। বরং, তাদের অংশগ্রহণ নিয়ে বেশি আলোচনা করাটা অপ্রয়োজনীয় হতে পারে। কারণ, তারা নিজেরাই এর জন্য প্রস্তুত নয় এবং তাদের নেতৃত্ব সম্ভবত তাদের এই প্রক্রিয়ায় অংশ নিতেও দেবে না।
নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা তা স্পষ্ট করে দিয়েছেন। এই বছরের শেষ নাগাদ বা বড়জোর আগামী বছরের জুনের মধ্যে তা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এবং এর পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলবে।
আসল প্রশ্ন হলো, ভারত কি সমাধানের অংশ হবে নাকি সমস্যা আরও বাড়িয়ে তুলবে? যদি ভারতের নীতি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ দ্বারা পরিচালিত হয়, তবে সত্যি বলতে, সেটি একটি বিপজ্জনক পথ।
ফ্রন্টলাইন: এটা তো বেশ হতাশাজনক চিত্র...
দেবপ্রিয় ভট্টাচার্য: একেবারেই না! আমরা এই মুহূর্তটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। জনজাগরণের মাধ্যমে সরকার পরিবর্তন বাংলাদেশের মানুষের জন্য একটি বড় অর্জন।
ফ্রন্টলাইন: কিন্তু যখন আপনি বলেন যে, দেশ বড় ধরনের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপর আমরা শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানোর মতো ঘটনা দেখি—এটি উদ্বেগজনক বার্তা দেয়।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, ওই বাড়ি পোড়ানো একেবারেই ভুল ছিল—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও জিজ্ঞাসা করতে হবে যে, কোন বিষয়গুলো মানুষকে এমন চরম পদক্ষেপ নিতে চালিত করে? এ ধরনের চরম প্রতিক্রিয়া কোনো শূন্যতা থেকে জন্ম নেয় না, এর মূলে রয়েছে গভীর ক্ষোভ। এই কাজগুলো সমর্থনযোগ্য নয়, তবে এগুলোকে বুঝতে হবে।
ফ্রন্টলাইন: এটা তো বিপজ্জনক যুক্তি—ভারতে দাঙ্গা লাগলে আমরা এমন কথা শুনি। মানুষ বলে, ‘এটা তো শুধু আবেগ।’
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রতিটি দেশেই এমন মুহূর্ত আসে—এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কিছু নয়। আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, তবে ভারতও একই ধরনের পরিস্থিতি দেখেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু পরিণতির দিকে না তাকিয়ে কারণগুলো উপলব্ধি করে সহানুভূতি ও সতর্কতার সঙ্গে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা।
আপনার মাধ্যমে পাঠকদের কাছে এই আবেদন—রাজনৈতিক খেলোয়াড়দের সৃষ্ট এই অস্থিরতার সঙ্গে ভারত ও বাংলাদেশের সাধারণ ও শুভাকাঙ্ক্ষী মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের একটি অভিন্ন ইতিহাস, ভূগোল এবং এমনকি মনস্তত্ত্বও রয়েছে। প্রশ্ন হলো—আমরা কি সেই অভিন্ন ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার সুযোগ হারাচ্ছি?
ফ্রন্টলাইন: এই সংকটের সবচেয়ে বড় শিকার হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। আগে যেখানে শিক্ষা ও সাহিত্য বিষয়ক নানা আদান-প্রদান, চিকিৎসা পর্যটন সবই চালু ছিল, এখন তা বন্ধ।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, এগুলো দুর্ভাগ্যজনক অপ্রত্যাশিত ক্ষতি। এগুলো সংশোধন করা দরকার। ভারত তার ইতিহাস, শিক্ষা এবং কূটনৈতিক পরিশীলতা নিয়ে অতীতের বেড়াজালে আটকে থাকতে পারে না। গত ছয়–সাত মাস ধরে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হাসিনার সঙ্গে তাদের অতীত সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত।
যারা শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তৈরি করেছিলেন, তাঁরাই আজও নীতি নির্ধারণ করছেন এবং তাঁরা তাদের সেই পুরোনো ধারণা হালনাগাদ করেননি। এটা দুর্ভাগ্যজনক!
ফ্রন্টলাইন: কিন্তু বাণিজ্য তো এখনো চলছে, তাই না?
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় বাণিজ্যই অব্যাহত। চীন আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্প উপকরণ এবং আমাদের পোশাক খাতের জন্য ভারতীয় আমদানির ওপর নির্ভরশীল। একই সময়ে, ভারতের উদার শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধার জন্য ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
সুতরাং, অর্থনৈতিক দিকটি এখনো প্রাণবন্ত। কিন্তু রাজনৈতিকভাবে, ব্যবসায়ীদের জন্য ভিসার অভাবে চলাফেরায় বিধিনিষেধ তৈরি হওয়ায় কিছু বাধা সৃষ্টি হচ্ছে। এখানেই রাজনীতি অর্থনৈতিক সম্পর্ককে ব্যাহত করছে। এখন এই বিষয়গুলো সমাধানের এবং পারস্পরিক সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার সময়।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সম্ভবত আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। আসল উদ্বেগ হলো—এই সময়ের অভিজ্ঞতা নিয়ে কী আমরা এগিয়ে যাব? আমরা কী আরও গভীর অবিশ্বাস নিয়ে বেরিয়ে আসব, নাকি এই মুহূর্তটিকে পুনর্গঠনের জন্য ব্যবহার করব?
দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকা'র সহ–সম্পাদক আব্দুর রহমান

২০২৪ সালের আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ভারতের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখা হতো। কিন্তু হাসিনার বিরুদ্ধে তীব্র জন-অসন্তোষ এবং নয়াদিল্লির সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা—দুটোই এখন সম্ভবত ভারতবিরোধিতায় পর্যবসিত হয়েছে। হাসিনা এখন ভারতে আশ্রিত। বাংলাদেশে রেখে গেছেন ভারত–বাংলাদেশ তিক্ত সম্পর্ক, যা এখন গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এই ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফর। সেখানে তিনি প্রেসিডেন্ট শি চিনপিং ও অন্য চীনা নেতাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছে।
এই সফরের প্রভাব, ভারত–বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রাজনীতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন কথা বলেছে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঢাকাভিত্তিক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরূপণে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি। এটি গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। শ্বেতপত্রের প্রধান পর্যবেক্ষণ ছিল—দুর্নীতি মারাত্মকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। গত ১৫ বছরে শুধু অর্থ পাচারের কারণে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
ফ্রন্টলাইনে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাক্ষাৎকারটি আজকের পত্রিকার পাঠকের জন্য বাংলায় অনুবাদ করা হলো:
ফ্রন্টলাইন: অধ্যাপক ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা শুরু করা যাক। তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্প ও সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা সরকারের আমলেও বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তখন ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করেছে বলে মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে, বাংলাদেশ ও চীনের মধ্যে বর্ধমান সহযোগিতা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: চীন সব সময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রাজনৈতিক অংশীদার ছিল, যেমনটা আপনি উল্লেখ করেছেন। এমনকি আগের সরকারের আমলেও। বস্তুত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এই সম্পর্ক কেবল বেড়েছে।
ভারতীয়দের জন্য এই সফরকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক—বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অনুরোধ করেছিল। আমি যদি প্রধান উপদেষ্টার চিন্তাভাবনা সঠিকভাবে বুঝে থাকি, তবে তাঁর প্রথম পছন্দ ছিল আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করা। দুর্ভাগ্যবশত, সেটি হয়নি।
ভারত সরকারের সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসে, তখনই বাংলাদেশ সরকার চীন সফরের তারিখ চূড়ান্ত করে। এটি অন্যভাবেও ঘটতে পারত—প্রথমে ভারত, তারপর চীন। যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন—যখন অধ্যাপক ইউনূস ক্ষমতায় এলেন, তখন দিল্লি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিল এবং তিনি সাউদার্ন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে সাড়া দিয়েছিলেন। এটি পারস্পরিক সৌজন্য ছিল।
পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যেখানে আমিও প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলাম। এরপর আপনাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন।
এসব অগ্রগতি বিবেচনা করে আমরা অনেকেই যৌক্তিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আশা করেছিলাম। কিন্তু এখন আমরা জানি যে, ভারত আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে না। তাই, যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দ্বিপক্ষীয় সফর ভারতের সঙ্গে হবে না, তখন সরকার চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।
চীনে অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নিয়েছেন, শীর্ষ সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য মুক্তবাজার সুবিধাসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় তিস্তা নদী এবং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের ভিসা প্রদান কঠিন করায়, বাংলাদেশ এখন কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথা বিবেচনা করছে, যাতে চীনে চিকিৎসা পর্যটন সহজ হয়।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা উল্লেখ করেছেন, বাংলাদেশে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, সম্পর্ক উন্নয়নের দায়িত্ব এখন ভারতের। ভারতের কী করা উচিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: উত্তরটি সহজ—ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে প্রথমে তার অতীত দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করতে হবে এবং স্বীকার করতে হবে, ভুল হয়েছিল কিনা।
দ্বিতীয় বিষয়টি আরও সম্মুখে। যতক্ষণ পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সমীকরণে একটি ‘ফ্যাক্টর’ হিসেবে থাকবেন, ততক্ষণ সম্পর্ক উন্নয়ন সহজ হবে না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এক বিষয়, আর সেই ব্যক্তিকে নির্বাসনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অনুমতি দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিকে বৈরী কাজ হিসেবেই দেখা হবে।
সুতরাং, এই দুটি প্রধান বিষয়—প্রথমত, আত্মসমালোচনা এবং দ্বিতীয়ত, পলাতক প্রধানমন্ত্রীকে সমীকরণ থেকে বাদ দেওয়া।
ফ্রন্টলাইন: ভারতের আত্মসমালোচনা প্রয়োজন—আমি আপনার এই বক্তব্যটি আরও বিশদভাবে জানতে চাই। আপনার মতে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারত কী বুঝতে ব্যর্থ হয়েছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: যারা বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতিনির্ধারণ করতেন, তাঁরা মূলত এটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এমনকি যখন তাঁরা উন্নয়ন প্রকল্প ও যোগাযোগের বিষয় বিবেচনা করেছেন, তখনো সেগুলোকে নিরাপত্তার নিরিখে সাজিয়েছেন।
কোনো দেশের ভূখণ্ডই যেন আরেক দেশে বিদ্রোহ বা হামলার জন্য ব্যবহৃত না হয়—এমন একটি ‘রেড লাইন’ বা বিপদ রেখা টানার বিষয়টি বোধগম্য। কিন্তু এই নিরাপত্তা কেন্দ্রিক নীতি অনুসরণ করতে গিয়ে ভারত এমন একটি সরকারকে বৈধতা দিয়েছে, যে সরকার পরপর তিনটি প্রতারণামূলক নির্বাচন করেছে।
যখন অনেক আন্তর্জাতিক অংশীদার এ ধরনের সরকারের সঙ্গে যুক্ত হতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন ভারত নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশিরা ভারতকে সাবেক প্রধানমন্ত্রীর ‘বাড়াবাড়ির’ সহযোগী হিসেবে দেখে। ভারতের ভুল ছিল কেবল আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বের ওপর বিনিয়োগ করা এবং অন্যান্য অংশীজন—নাগরিক সমাজ, বেসরকারি খাত ও বিরোধী দলকে উপেক্ষা করা। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ভারত বাংলাদেশে তার প্রধান মধ্যস্থতাকারীকে হারিয়েছে।
আরও উদ্বেগের বিষয় হলো, গত বছরের ৫ আগস্টের বিপর্যয়। যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি—বা ভারতের কোথাও—পালিয়ে যান। কিন্তু, তারপরও ভারতের বয়ান বদলায়নি। সাউথ ব্লক বা অন্য কোথাও ক্ষমতার কেন্দ্রে যারা আছেন, তাঁরা সম্পর্কের প্রতিফলন, পুনর্বিন্যাস ও পুনর্গঠনের পরিবর্তে এখনো সেই একই দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারতীয় মিডিয়া ভুল খবর ও আধা–সত্য প্রচার করছে। হ্যাঁ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এবং অন্যরাও আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন। তবে, এই ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে বলা পরিস্থিতির কোনো উন্নতি করেনি।
এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে যখন প্রধান উপদেষ্টা উপ–আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্ব ভারতের রাজ্য) সংযুক্ত করার কথা বলেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে সামান্যতম সাড়াও পাওয়া যায়নি। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, ভারতীয় পক্ষ বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আর আগ্রহী নয়, যেখানে এটি একটি বৈধ প্রশাসন এবং তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা বলছিলেন—ভারত সরকার হাসিনাকে কঠিন সময়ে সমর্থন জুগিয়েছে এবং এখনো করছে। কিন্তু এর তো একটি প্রেক্ষাপট রয়েছে, তাই না? বিএনপির শাসনামলে ভারত বাংলাদেশকে নিয়ে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগে ভুগেছে। আপনারা যে ‘রেড লাইন’—এর কথা বলছিলেন—একে অপরের ভূখণ্ড ব্যবহার করে হামলা না করা—তা কিন্তু কঠোরভাবে মানা হয়নি। সুতরাং, ভারত একেবারে হঠাৎ করেই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বাংলাদেশে কি এর কোনো স্বীকৃতি আছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে—এরশাদের, খালেদা জিয়ার এবং শেখ হাসিনার সরকার। ভারতেও এসেছে। কিন্তু অন্য দেশের নাগরিক হিসেবে আমরা যেমন ভারত সরকারের ধরন কেমন হওয়া উচিত তা নিয়ে কোনো প্রভাব খাটাতে বা নির্দেশ দিতে যাই না। তেমনই, ভারতেরও শেখা উচিত বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক না কেন, তাদের মেনে নেওয়া এবং তাদের সঙ্গেই কাজ করা। কোনো জনসমর্থনহীন সরকারকে কৃত্রিমভাবে সমর্থন দেওয়া বা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।
এই ধরনের পন্থা হিতে বিপরীত হতে পারে। আমাদের ইতিহাসে আগে কখনো ভারতবিরোধী মনোভাব এত তীব্র ছিল না। কেন? কারণ, মানুষ বিশ্বাস করে যে, হাসিনার শাসন টিকিয়ে রাখার পেছনে দিল্লির একটা বড় রকমের দায় আছে। এখন, সেই ধারণা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু রাজনীতিতে ধারণাই বাস্তবতা। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি পার্লামেন্টে এক আলোচনায় স্বীকার করেছেন, তাঁরা হাসিনাবিরোধী মনোভাবের ব্যাপারে অবগত ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেননি। যেটা চোখে পড়ার মতো, সেটা হলো, সেই উপলব্ধি থেকে কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।
ফ্রন্টলাইন: আপনি বারবার ‘চাপানো’ শব্দটি ব্যবহার করছেন। এর অর্থ কী? শেখ হাসিনাকে তো ভারত নির্বাচিত করেনি...
দেবপ্রিয় ভট্টাচার্য: ঠিক এখানেই সমস্যা—১৫ বছর ধরে শেখ হাসিনাকে কেউ–ই নির্বাচিত করেনি। অথচ, আমাদের বড় প্রতিবেশী এখন এমন আচরণ করছে যেন তিনি (হাসিনা) বিশ্বসেরা। ভারত তাঁকে স্বীকৃতি দিয়েছে, উদ্যাপন করেছে এবং বৈধতা দিয়েছে, এমনকি যখন অন্যান্য বৈশ্বিক শক্তি—ওইসিডি জোটভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং অন্যরা—অনেক বেশি সতর্ক ছিল।
ফ্রন্টলাইন: ভারতের দুই প্রধান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ এবং তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং অধ্যাপক ইউনূস এইমাত্র বেইজিং সফর করে এসেছেন। এই বিষয়গুলো কি ইঙ্গিত দেয় না যে উভয় পক্ষেরই কিছু দায়িত্ব রয়েছে? এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কী করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: একটু পেছন ফিরে দেখা যাক। যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন কিনেছিল, তখনো একই ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল—এটি শেখ হাসিনার আমলেই ঘটেছিল। সবগুলো দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ থাকা স্বাভাবিক, কিন্তু তার জন্য প্রতিবেশীদের নিরাপত্তার গতিশীলতাকে বিপন্ন করা উচিত নয়।
এখানে আসল বিষয় হলো, দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় বা আঞ্চলিক—যেকোনো সমস্যার সমাধানে আমাদের আলোচনার একটি প্ল্যাটফর্ম দরকার। এমন একটি জায়গার প্রয়োজন যেখানে উদ্বেগগুলো তুলে ধরা যায়, মতামত শোনা যায় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে ভারত ঠিক সেই সুযোগটিই হারিয়েছে।
ভারত এর আগেও একই ধরনের ভুল করেছে। নেপালের দিকে তাকান। ভারত যখন অবরোধ আরোপ করেছিল, তখন নেপালে পুরো একটি প্রজন্মের সদিচ্ছা তারা পায়ে ঠেলেছে। একই চিত্র শ্রীলঙ্কায়ও দেখা গেছে। সুতরাং, আসুন আমরা স্বীকার করি যে—ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়শই বিপরীত ফল দিয়েছে।
এখন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ভারত বিশাল, অভিজ্ঞ এবং সক্ষম দেশ। দেশটিকে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নেই। তবে আমি মনে করি, শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে আমরা কীভাবে উন্নতি করতে পারি, তা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যুগে রয়েছি, যেখানে গাজা থেকে গ্রিনল্যান্ড হয়ে গ্রিস পর্যন্ত বিশ্বব্যাপী সম্পর্কগুলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া কোথায় দাঁড়িয়ে?
ফ্রন্টলাইন: কিন্তু ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসে মোদি ইউনূসকে লিখেছিলেন যে, ভারত পারস্পরিক সংবেদনশীলতা ও একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা এটাকে কীভাবে দেখছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: এটি সুলিখিত বিবৃতি ছিল এবং যথেষ্ট প্রশংসাও ছিল। এটি ছিল জাতীয় দিবসের বিবৃতি—এটি একটি কূটনৈতিক প্রথা। কিন্তু দিনের শেষে, আসল পরীক্ষা কর্মে, কথায় নয়। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা রয়েছে। বাণিজ্য চলছে। ভারতীয় ঠিকাদাররা বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কাজ করে যাচ্ছেন। ঋণ ছাড়ের বিষয়টি ধীর গতিতে চলছে, তবে এখনো বহাল আছে। অর্থনৈতিক সম্পৃক্ততা অব্যাহত। এরপর রয়েছে দ্বিতীয় বাস্তবতা—একটি পরাবাস্তবতা। যেখানে বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তীব্র ভারতবিরোধী মনোভাব।
সুতরাং, বাংলাদেশে আজ বাস্তবতা ও পরাবাস্তবতা সহাবস্থান করছে। দেশ এক ধরনের ‘ক্যাটালাইটিক’ বা বিভিন্ন অনুঘটক প্রভাবিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫–১৭ বছরে জমে থাকা সমস্ত নেতিবাচক আবেগ এবং তার আগের ঐতিহাসিক মনোভাবের ‘সাবলিমেশন’ (আগের অবস্থা থেকে মধ্যবর্তী কোনো অবস্থায় না গিয়েই সরাসরি নতুন কোনো অবস্থায় উপনীত হচ্ছে) ঘটছে।
ফ্রন্টলাইন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি পার্লামেন্টকে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪০০টি হামলার ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে (এখন পর্যন্ত) ৭২টি ঘটনা ঘটেছে। আপনি কি বলবেন এই পরিসংখ্যান অতিরঞ্জিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: এ ধরনের ঘটনা গণনার একাধিক উপায় আছে। কেউ অস্বীকার করে না যে, সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। পুলিশবাহিনী বিপর্যস্ত ছিল। কিছু সময়ের জন্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর হাতে চলে গিয়েছিল, তবে পরিস্থিতি অস্থির ছিল।
উপরন্তু, বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সমর্থন করেছে। সুতরাং, কিছু ক্ষেত্রে, কোনো হিন্দু ব্যক্তির ওপর হামলা তাঁর ধর্মের কারণে ছিল নাকি আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক হওয়ার কারণে ছিল, তা আলাদা করা কঠিন।
তবে, আরেকটি দিক বিবেচনা করার আছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন হিন্দু ও বৌদ্ধরা—ভারতে সংখ্যাগরিষ্ঠ। একইভাবে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন মুসলমানরা—বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং, ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে মন্তব্য করে, তখন দেশটিকে অবশ্যই স্বীকার করতে হবে যে, তার নিজের সংখ্যালঘুদের সঙ্গে কী আচরণ হচ্ছে সেটাও অন্যরা খতিয়ে দেখছে।
ফ্রন্টলাইন: বাংলাদেশের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে আপনি কতটা নিরাপদ বোধ করেন?
দেবপ্রিয় ভট্টাচার্য: হয়তো আমি এর জন্য সেরা উদাহরণ নই। আমি দুবার ভারতে শরণার্থী হয়েছিলাম। প্রথমবার, ১৯৬০–এর দশকের দাঙ্গার পর—১৯৬৪ থেকে ১৯৬৭ পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আমার বাবা–মা কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার মাতৃভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়েছি। আমি আমার দেশের জন্য অবদান রাখতে গিয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ছেড়ে দিয়েছি।
আমার পরিবারের বাংলাদেশের রাজনৈতিক ও বিচার বিভাগীয় ইতিহাসে গভীর সম্পর্ক রয়েছে। আমার মা শেখ হাসিনার দলের একজন সংসদ সদস্য ছিলেন এবং আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কগুলো আমার পেশাদারি এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে না।
ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশে থাকার ঝুঁকিগুলো মেনে নিয়েছি। তবে আমি বিশ্বাস করি যে, পরিচয়ভিত্তিক রাজনীতি যেখানে একটি ভূমিকা রাখে, এমন যেকোনো দেশের যেকোনো নাগরিকের জন্যই এ ধরনের ঝুঁকি বিদ্যমান। আমি আরও বিশ্বাস করি, বাংলাদেশের সমাজের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের—হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘু এবং সমতলের আদিবাসী জনগোষ্ঠীর—সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তির প্রতি এই অঙ্গীকারই জাতি গঠনের মূল ভিত্তি।
ফ্রন্টলাইন: জাতি গঠন এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তির উপস্থিতি নিয়ে আলোচনার সময় আপনি দেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো যেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে ‘বহুত্ববাদ’–এর কথা বলা হয়েছে? এ ছাড়া, কিছু লোক ইতিহাসের বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রথমত, সংবিধানের বিষয়ে বলি। এটি একটি কমিশন রিপোর্ট—এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অনেকগুলো উপাদানের মধ্যে একটি। এই পর্যায়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো অপরিণত কাজ হবে, কারণ এটি এখনো পর্যালোচনাধীন।
দ্বিতীয়ত, যেকোনো গণতান্ত্রিক সমাজে মানুষের ভিন্ন মত থাকে। কেউ অজ্ঞতা, আদর্শ বা রাজনৈতিক লাভের জন্য চরমপন্থী মত প্রকাশ করতে পারে। যদি আমি শুধু কিছু লোকের বাংলাদেশিদের ‘উইপোকা’ সম্বোধনের ভিত্তিতে ভারতকে বিচার করি, তবে তা ভারত সরকার এবং সমাজের প্রতি অবিচার করা হবে। একইভাবে, বাংলাদেশে কিছু লোক ইতিহাস পুনর্লিখন চায়, কিন্তু তার মানে এই নয় যে, তাদের মতামত জাতীয় নীতি নির্ধারণ করবে।
ফ্রন্টলাইন: আপনি শুরুতে যে মূল বিষয়টি উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গে এবার আসা যাক—শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে। ভারত তাঁকে ফেরত পাঠাবে—বাংলাদেশ কি আদৌ এই দাবি থেকে সরে আসতে পারবে? এই দাবি কতটা জোরালো?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি মনে করি, এই দাবি যথেষ্ট জোরালো। কারণ, বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মামলার নথি তৈরি হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল ও সরকারি কৌঁসুলির কার্যালয় এ নিয়ে কাজ করছে। এমনকি, বাংলাদেশ বিষয়টি হেগের আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর উপস্থিতি ছাড়াই আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।
তবে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অন্য একটি প্রশ্নও রয়েছে। কাউকে মানবিক কারণে আশ্রয় দেওয়া এক কথা, আর আশ্রয়দানকারী দেশের আতিথেয়তা গ্রহণ করে সেই ব্যক্তিকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ধরুন, দালাইলামা যদি প্রতিদিন চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বক্তৃতা দেন, তাহলে বেইজিংয়ের প্রতিক্রিয়া কেমন হবে?
ঠিক এটাই ঘটছে। আমরা বহুবার, এমনকি সরকারি চ্যানেলের মাধ্যমেও স্পষ্ট জানিয়েছি, তাঁকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এমন কোনো প্রকার ‘মেগাফোন কূটনীতি’ অর্থাৎ জনসমক্ষে বক্তব্য দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা—তাঁর উচিত নয়। যখন এমনটা ঘটে, তখন এর পরিণতির জন্য আশ্রয়দানকারী দেশও কিছু অংশে দায়ী থাকে।
ফ্রন্টলাইন: আওয়ামী লীগ প্রসঙ্গে ফিরে আসা যাক—তাদের কি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি যেমনটা বলেছি, সরকার স্পষ্টভাবে জানিয়েছে—দলটিকে নিষিদ্ধ করা হবে না। তবে দলটির ওপর নিষেধাজ্ঞা জারির জোরালো দাবি রয়েছে এবং প্রধান উপদেষ্টা তা স্বীকারও করেছেন। সরকারের অবস্থান হলো—যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা হবে না।
এই মুহূর্তে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের অংশগ্রহণ বা অনুপস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। বরং, তাদের অংশগ্রহণ নিয়ে বেশি আলোচনা করাটা অপ্রয়োজনীয় হতে পারে। কারণ, তারা নিজেরাই এর জন্য প্রস্তুত নয় এবং তাদের নেতৃত্ব সম্ভবত তাদের এই প্রক্রিয়ায় অংশ নিতেও দেবে না।
নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা তা স্পষ্ট করে দিয়েছেন। এই বছরের শেষ নাগাদ বা বড়জোর আগামী বছরের জুনের মধ্যে তা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এবং এর পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলবে।
আসল প্রশ্ন হলো, ভারত কি সমাধানের অংশ হবে নাকি সমস্যা আরও বাড়িয়ে তুলবে? যদি ভারতের নীতি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ দ্বারা পরিচালিত হয়, তবে সত্যি বলতে, সেটি একটি বিপজ্জনক পথ।
ফ্রন্টলাইন: এটা তো বেশ হতাশাজনক চিত্র...
দেবপ্রিয় ভট্টাচার্য: একেবারেই না! আমরা এই মুহূর্তটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। জনজাগরণের মাধ্যমে সরকার পরিবর্তন বাংলাদেশের মানুষের জন্য একটি বড় অর্জন।
ফ্রন্টলাইন: কিন্তু যখন আপনি বলেন যে, দেশ বড় ধরনের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপর আমরা শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানোর মতো ঘটনা দেখি—এটি উদ্বেগজনক বার্তা দেয়।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, ওই বাড়ি পোড়ানো একেবারেই ভুল ছিল—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও জিজ্ঞাসা করতে হবে যে, কোন বিষয়গুলো মানুষকে এমন চরম পদক্ষেপ নিতে চালিত করে? এ ধরনের চরম প্রতিক্রিয়া কোনো শূন্যতা থেকে জন্ম নেয় না, এর মূলে রয়েছে গভীর ক্ষোভ। এই কাজগুলো সমর্থনযোগ্য নয়, তবে এগুলোকে বুঝতে হবে।
ফ্রন্টলাইন: এটা তো বিপজ্জনক যুক্তি—ভারতে দাঙ্গা লাগলে আমরা এমন কথা শুনি। মানুষ বলে, ‘এটা তো শুধু আবেগ।’
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রতিটি দেশেই এমন মুহূর্ত আসে—এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কিছু নয়। আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, তবে ভারতও একই ধরনের পরিস্থিতি দেখেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু পরিণতির দিকে না তাকিয়ে কারণগুলো উপলব্ধি করে সহানুভূতি ও সতর্কতার সঙ্গে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা।
আপনার মাধ্যমে পাঠকদের কাছে এই আবেদন—রাজনৈতিক খেলোয়াড়দের সৃষ্ট এই অস্থিরতার সঙ্গে ভারত ও বাংলাদেশের সাধারণ ও শুভাকাঙ্ক্ষী মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের একটি অভিন্ন ইতিহাস, ভূগোল এবং এমনকি মনস্তত্ত্বও রয়েছে। প্রশ্ন হলো—আমরা কি সেই অভিন্ন ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার সুযোগ হারাচ্ছি?
ফ্রন্টলাইন: এই সংকটের সবচেয়ে বড় শিকার হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। আগে যেখানে শিক্ষা ও সাহিত্য বিষয়ক নানা আদান-প্রদান, চিকিৎসা পর্যটন সবই চালু ছিল, এখন তা বন্ধ।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, এগুলো দুর্ভাগ্যজনক অপ্রত্যাশিত ক্ষতি। এগুলো সংশোধন করা দরকার। ভারত তার ইতিহাস, শিক্ষা এবং কূটনৈতিক পরিশীলতা নিয়ে অতীতের বেড়াজালে আটকে থাকতে পারে না। গত ছয়–সাত মাস ধরে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হাসিনার সঙ্গে তাদের অতীত সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত।
যারা শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তৈরি করেছিলেন, তাঁরাই আজও নীতি নির্ধারণ করছেন এবং তাঁরা তাদের সেই পুরোনো ধারণা হালনাগাদ করেননি। এটা দুর্ভাগ্যজনক!
ফ্রন্টলাইন: কিন্তু বাণিজ্য তো এখনো চলছে, তাই না?
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় বাণিজ্যই অব্যাহত। চীন আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্প উপকরণ এবং আমাদের পোশাক খাতের জন্য ভারতীয় আমদানির ওপর নির্ভরশীল। একই সময়ে, ভারতের উদার শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধার জন্য ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
সুতরাং, অর্থনৈতিক দিকটি এখনো প্রাণবন্ত। কিন্তু রাজনৈতিকভাবে, ব্যবসায়ীদের জন্য ভিসার অভাবে চলাফেরায় বিধিনিষেধ তৈরি হওয়ায় কিছু বাধা সৃষ্টি হচ্ছে। এখানেই রাজনীতি অর্থনৈতিক সম্পর্ককে ব্যাহত করছে। এখন এই বিষয়গুলো সমাধানের এবং পারস্পরিক সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার সময়।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সম্ভবত আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। আসল উদ্বেগ হলো—এই সময়ের অভিজ্ঞতা নিয়ে কী আমরা এগিয়ে যাব? আমরা কী আরও গভীর অবিশ্বাস নিয়ে বেরিয়ে আসব, নাকি এই মুহূর্তটিকে পুনর্গঠনের জন্য ব্যবহার করব?
দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকা'র সহ–সম্পাদক আব্দুর রহমান
আজকের পত্রিকা ডেস্ক

২০২৪ সালের আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ভারতের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখা হতো। কিন্তু হাসিনার বিরুদ্ধে তীব্র জন-অসন্তোষ এবং নয়াদিল্লির সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা—দুটোই এখন সম্ভবত ভারতবিরোধিতায় পর্যবসিত হয়েছে। হাসিনা এখন ভারতে আশ্রিত। বাংলাদেশে রেখে গেছেন ভারত–বাংলাদেশ তিক্ত সম্পর্ক, যা এখন গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এই ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফর। সেখানে তিনি প্রেসিডেন্ট শি চিনপিং ও অন্য চীনা নেতাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছে।
এই সফরের প্রভাব, ভারত–বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রাজনীতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন কথা বলেছে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঢাকাভিত্তিক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরূপণে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি। এটি গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। শ্বেতপত্রের প্রধান পর্যবেক্ষণ ছিল—দুর্নীতি মারাত্মকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। গত ১৫ বছরে শুধু অর্থ পাচারের কারণে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
ফ্রন্টলাইনে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাক্ষাৎকারটি আজকের পত্রিকার পাঠকের জন্য বাংলায় অনুবাদ করা হলো:
ফ্রন্টলাইন: অধ্যাপক ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা শুরু করা যাক। তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্প ও সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা সরকারের আমলেও বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তখন ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করেছে বলে মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে, বাংলাদেশ ও চীনের মধ্যে বর্ধমান সহযোগিতা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: চীন সব সময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রাজনৈতিক অংশীদার ছিল, যেমনটা আপনি উল্লেখ করেছেন। এমনকি আগের সরকারের আমলেও। বস্তুত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এই সম্পর্ক কেবল বেড়েছে।
ভারতীয়দের জন্য এই সফরকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক—বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অনুরোধ করেছিল। আমি যদি প্রধান উপদেষ্টার চিন্তাভাবনা সঠিকভাবে বুঝে থাকি, তবে তাঁর প্রথম পছন্দ ছিল আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করা। দুর্ভাগ্যবশত, সেটি হয়নি।
ভারত সরকারের সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসে, তখনই বাংলাদেশ সরকার চীন সফরের তারিখ চূড়ান্ত করে। এটি অন্যভাবেও ঘটতে পারত—প্রথমে ভারত, তারপর চীন। যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন—যখন অধ্যাপক ইউনূস ক্ষমতায় এলেন, তখন দিল্লি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিল এবং তিনি সাউদার্ন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে সাড়া দিয়েছিলেন। এটি পারস্পরিক সৌজন্য ছিল।
পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যেখানে আমিও প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলাম। এরপর আপনাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন।
এসব অগ্রগতি বিবেচনা করে আমরা অনেকেই যৌক্তিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আশা করেছিলাম। কিন্তু এখন আমরা জানি যে, ভারত আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে না। তাই, যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দ্বিপক্ষীয় সফর ভারতের সঙ্গে হবে না, তখন সরকার চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।
চীনে অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নিয়েছেন, শীর্ষ সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য মুক্তবাজার সুবিধাসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় তিস্তা নদী এবং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের ভিসা প্রদান কঠিন করায়, বাংলাদেশ এখন কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথা বিবেচনা করছে, যাতে চীনে চিকিৎসা পর্যটন সহজ হয়।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা উল্লেখ করেছেন, বাংলাদেশে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, সম্পর্ক উন্নয়নের দায়িত্ব এখন ভারতের। ভারতের কী করা উচিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: উত্তরটি সহজ—ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে প্রথমে তার অতীত দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করতে হবে এবং স্বীকার করতে হবে, ভুল হয়েছিল কিনা।
দ্বিতীয় বিষয়টি আরও সম্মুখে। যতক্ষণ পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সমীকরণে একটি ‘ফ্যাক্টর’ হিসেবে থাকবেন, ততক্ষণ সম্পর্ক উন্নয়ন সহজ হবে না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এক বিষয়, আর সেই ব্যক্তিকে নির্বাসনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অনুমতি দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিকে বৈরী কাজ হিসেবেই দেখা হবে।
সুতরাং, এই দুটি প্রধান বিষয়—প্রথমত, আত্মসমালোচনা এবং দ্বিতীয়ত, পলাতক প্রধানমন্ত্রীকে সমীকরণ থেকে বাদ দেওয়া।
ফ্রন্টলাইন: ভারতের আত্মসমালোচনা প্রয়োজন—আমি আপনার এই বক্তব্যটি আরও বিশদভাবে জানতে চাই। আপনার মতে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারত কী বুঝতে ব্যর্থ হয়েছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: যারা বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতিনির্ধারণ করতেন, তাঁরা মূলত এটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এমনকি যখন তাঁরা উন্নয়ন প্রকল্প ও যোগাযোগের বিষয় বিবেচনা করেছেন, তখনো সেগুলোকে নিরাপত্তার নিরিখে সাজিয়েছেন।
কোনো দেশের ভূখণ্ডই যেন আরেক দেশে বিদ্রোহ বা হামলার জন্য ব্যবহৃত না হয়—এমন একটি ‘রেড লাইন’ বা বিপদ রেখা টানার বিষয়টি বোধগম্য। কিন্তু এই নিরাপত্তা কেন্দ্রিক নীতি অনুসরণ করতে গিয়ে ভারত এমন একটি সরকারকে বৈধতা দিয়েছে, যে সরকার পরপর তিনটি প্রতারণামূলক নির্বাচন করেছে।
যখন অনেক আন্তর্জাতিক অংশীদার এ ধরনের সরকারের সঙ্গে যুক্ত হতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন ভারত নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশিরা ভারতকে সাবেক প্রধানমন্ত্রীর ‘বাড়াবাড়ির’ সহযোগী হিসেবে দেখে। ভারতের ভুল ছিল কেবল আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বের ওপর বিনিয়োগ করা এবং অন্যান্য অংশীজন—নাগরিক সমাজ, বেসরকারি খাত ও বিরোধী দলকে উপেক্ষা করা। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ভারত বাংলাদেশে তার প্রধান মধ্যস্থতাকারীকে হারিয়েছে।
আরও উদ্বেগের বিষয় হলো, গত বছরের ৫ আগস্টের বিপর্যয়। যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি—বা ভারতের কোথাও—পালিয়ে যান। কিন্তু, তারপরও ভারতের বয়ান বদলায়নি। সাউথ ব্লক বা অন্য কোথাও ক্ষমতার কেন্দ্রে যারা আছেন, তাঁরা সম্পর্কের প্রতিফলন, পুনর্বিন্যাস ও পুনর্গঠনের পরিবর্তে এখনো সেই একই দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারতীয় মিডিয়া ভুল খবর ও আধা–সত্য প্রচার করছে। হ্যাঁ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এবং অন্যরাও আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন। তবে, এই ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে বলা পরিস্থিতির কোনো উন্নতি করেনি।
এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে যখন প্রধান উপদেষ্টা উপ–আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্ব ভারতের রাজ্য) সংযুক্ত করার কথা বলেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে সামান্যতম সাড়াও পাওয়া যায়নি। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, ভারতীয় পক্ষ বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আর আগ্রহী নয়, যেখানে এটি একটি বৈধ প্রশাসন এবং তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা বলছিলেন—ভারত সরকার হাসিনাকে কঠিন সময়ে সমর্থন জুগিয়েছে এবং এখনো করছে। কিন্তু এর তো একটি প্রেক্ষাপট রয়েছে, তাই না? বিএনপির শাসনামলে ভারত বাংলাদেশকে নিয়ে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগে ভুগেছে। আপনারা যে ‘রেড লাইন’—এর কথা বলছিলেন—একে অপরের ভূখণ্ড ব্যবহার করে হামলা না করা—তা কিন্তু কঠোরভাবে মানা হয়নি। সুতরাং, ভারত একেবারে হঠাৎ করেই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বাংলাদেশে কি এর কোনো স্বীকৃতি আছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে—এরশাদের, খালেদা জিয়ার এবং শেখ হাসিনার সরকার। ভারতেও এসেছে। কিন্তু অন্য দেশের নাগরিক হিসেবে আমরা যেমন ভারত সরকারের ধরন কেমন হওয়া উচিত তা নিয়ে কোনো প্রভাব খাটাতে বা নির্দেশ দিতে যাই না। তেমনই, ভারতেরও শেখা উচিত বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক না কেন, তাদের মেনে নেওয়া এবং তাদের সঙ্গেই কাজ করা। কোনো জনসমর্থনহীন সরকারকে কৃত্রিমভাবে সমর্থন দেওয়া বা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।
এই ধরনের পন্থা হিতে বিপরীত হতে পারে। আমাদের ইতিহাসে আগে কখনো ভারতবিরোধী মনোভাব এত তীব্র ছিল না। কেন? কারণ, মানুষ বিশ্বাস করে যে, হাসিনার শাসন টিকিয়ে রাখার পেছনে দিল্লির একটা বড় রকমের দায় আছে। এখন, সেই ধারণা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু রাজনীতিতে ধারণাই বাস্তবতা। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি পার্লামেন্টে এক আলোচনায় স্বীকার করেছেন, তাঁরা হাসিনাবিরোধী মনোভাবের ব্যাপারে অবগত ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেননি। যেটা চোখে পড়ার মতো, সেটা হলো, সেই উপলব্ধি থেকে কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।
ফ্রন্টলাইন: আপনি বারবার ‘চাপানো’ শব্দটি ব্যবহার করছেন। এর অর্থ কী? শেখ হাসিনাকে তো ভারত নির্বাচিত করেনি...
দেবপ্রিয় ভট্টাচার্য: ঠিক এখানেই সমস্যা—১৫ বছর ধরে শেখ হাসিনাকে কেউ–ই নির্বাচিত করেনি। অথচ, আমাদের বড় প্রতিবেশী এখন এমন আচরণ করছে যেন তিনি (হাসিনা) বিশ্বসেরা। ভারত তাঁকে স্বীকৃতি দিয়েছে, উদ্যাপন করেছে এবং বৈধতা দিয়েছে, এমনকি যখন অন্যান্য বৈশ্বিক শক্তি—ওইসিডি জোটভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং অন্যরা—অনেক বেশি সতর্ক ছিল।
ফ্রন্টলাইন: ভারতের দুই প্রধান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ এবং তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং অধ্যাপক ইউনূস এইমাত্র বেইজিং সফর করে এসেছেন। এই বিষয়গুলো কি ইঙ্গিত দেয় না যে উভয় পক্ষেরই কিছু দায়িত্ব রয়েছে? এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কী করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: একটু পেছন ফিরে দেখা যাক। যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন কিনেছিল, তখনো একই ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল—এটি শেখ হাসিনার আমলেই ঘটেছিল। সবগুলো দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ থাকা স্বাভাবিক, কিন্তু তার জন্য প্রতিবেশীদের নিরাপত্তার গতিশীলতাকে বিপন্ন করা উচিত নয়।
এখানে আসল বিষয় হলো, দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় বা আঞ্চলিক—যেকোনো সমস্যার সমাধানে আমাদের আলোচনার একটি প্ল্যাটফর্ম দরকার। এমন একটি জায়গার প্রয়োজন যেখানে উদ্বেগগুলো তুলে ধরা যায়, মতামত শোনা যায় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে ভারত ঠিক সেই সুযোগটিই হারিয়েছে।
ভারত এর আগেও একই ধরনের ভুল করেছে। নেপালের দিকে তাকান। ভারত যখন অবরোধ আরোপ করেছিল, তখন নেপালে পুরো একটি প্রজন্মের সদিচ্ছা তারা পায়ে ঠেলেছে। একই চিত্র শ্রীলঙ্কায়ও দেখা গেছে। সুতরাং, আসুন আমরা স্বীকার করি যে—ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়শই বিপরীত ফল দিয়েছে।
এখন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ভারত বিশাল, অভিজ্ঞ এবং সক্ষম দেশ। দেশটিকে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নেই। তবে আমি মনে করি, শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে আমরা কীভাবে উন্নতি করতে পারি, তা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যুগে রয়েছি, যেখানে গাজা থেকে গ্রিনল্যান্ড হয়ে গ্রিস পর্যন্ত বিশ্বব্যাপী সম্পর্কগুলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া কোথায় দাঁড়িয়ে?
ফ্রন্টলাইন: কিন্তু ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসে মোদি ইউনূসকে লিখেছিলেন যে, ভারত পারস্পরিক সংবেদনশীলতা ও একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা এটাকে কীভাবে দেখছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: এটি সুলিখিত বিবৃতি ছিল এবং যথেষ্ট প্রশংসাও ছিল। এটি ছিল জাতীয় দিবসের বিবৃতি—এটি একটি কূটনৈতিক প্রথা। কিন্তু দিনের শেষে, আসল পরীক্ষা কর্মে, কথায় নয়। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা রয়েছে। বাণিজ্য চলছে। ভারতীয় ঠিকাদাররা বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কাজ করে যাচ্ছেন। ঋণ ছাড়ের বিষয়টি ধীর গতিতে চলছে, তবে এখনো বহাল আছে। অর্থনৈতিক সম্পৃক্ততা অব্যাহত। এরপর রয়েছে দ্বিতীয় বাস্তবতা—একটি পরাবাস্তবতা। যেখানে বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তীব্র ভারতবিরোধী মনোভাব।
সুতরাং, বাংলাদেশে আজ বাস্তবতা ও পরাবাস্তবতা সহাবস্থান করছে। দেশ এক ধরনের ‘ক্যাটালাইটিক’ বা বিভিন্ন অনুঘটক প্রভাবিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫–১৭ বছরে জমে থাকা সমস্ত নেতিবাচক আবেগ এবং তার আগের ঐতিহাসিক মনোভাবের ‘সাবলিমেশন’ (আগের অবস্থা থেকে মধ্যবর্তী কোনো অবস্থায় না গিয়েই সরাসরি নতুন কোনো অবস্থায় উপনীত হচ্ছে) ঘটছে।
ফ্রন্টলাইন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি পার্লামেন্টকে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪০০টি হামলার ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে (এখন পর্যন্ত) ৭২টি ঘটনা ঘটেছে। আপনি কি বলবেন এই পরিসংখ্যান অতিরঞ্জিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: এ ধরনের ঘটনা গণনার একাধিক উপায় আছে। কেউ অস্বীকার করে না যে, সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। পুলিশবাহিনী বিপর্যস্ত ছিল। কিছু সময়ের জন্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর হাতে চলে গিয়েছিল, তবে পরিস্থিতি অস্থির ছিল।
উপরন্তু, বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সমর্থন করেছে। সুতরাং, কিছু ক্ষেত্রে, কোনো হিন্দু ব্যক্তির ওপর হামলা তাঁর ধর্মের কারণে ছিল নাকি আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক হওয়ার কারণে ছিল, তা আলাদা করা কঠিন।
তবে, আরেকটি দিক বিবেচনা করার আছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন হিন্দু ও বৌদ্ধরা—ভারতে সংখ্যাগরিষ্ঠ। একইভাবে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন মুসলমানরা—বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং, ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে মন্তব্য করে, তখন দেশটিকে অবশ্যই স্বীকার করতে হবে যে, তার নিজের সংখ্যালঘুদের সঙ্গে কী আচরণ হচ্ছে সেটাও অন্যরা খতিয়ে দেখছে।
ফ্রন্টলাইন: বাংলাদেশের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে আপনি কতটা নিরাপদ বোধ করেন?
দেবপ্রিয় ভট্টাচার্য: হয়তো আমি এর জন্য সেরা উদাহরণ নই। আমি দুবার ভারতে শরণার্থী হয়েছিলাম। প্রথমবার, ১৯৬০–এর দশকের দাঙ্গার পর—১৯৬৪ থেকে ১৯৬৭ পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আমার বাবা–মা কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার মাতৃভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়েছি। আমি আমার দেশের জন্য অবদান রাখতে গিয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ছেড়ে দিয়েছি।
আমার পরিবারের বাংলাদেশের রাজনৈতিক ও বিচার বিভাগীয় ইতিহাসে গভীর সম্পর্ক রয়েছে। আমার মা শেখ হাসিনার দলের একজন সংসদ সদস্য ছিলেন এবং আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কগুলো আমার পেশাদারি এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে না।
ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশে থাকার ঝুঁকিগুলো মেনে নিয়েছি। তবে আমি বিশ্বাস করি যে, পরিচয়ভিত্তিক রাজনীতি যেখানে একটি ভূমিকা রাখে, এমন যেকোনো দেশের যেকোনো নাগরিকের জন্যই এ ধরনের ঝুঁকি বিদ্যমান। আমি আরও বিশ্বাস করি, বাংলাদেশের সমাজের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের—হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘু এবং সমতলের আদিবাসী জনগোষ্ঠীর—সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তির প্রতি এই অঙ্গীকারই জাতি গঠনের মূল ভিত্তি।
ফ্রন্টলাইন: জাতি গঠন এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তির উপস্থিতি নিয়ে আলোচনার সময় আপনি দেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো যেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে ‘বহুত্ববাদ’–এর কথা বলা হয়েছে? এ ছাড়া, কিছু লোক ইতিহাসের বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রথমত, সংবিধানের বিষয়ে বলি। এটি একটি কমিশন রিপোর্ট—এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অনেকগুলো উপাদানের মধ্যে একটি। এই পর্যায়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো অপরিণত কাজ হবে, কারণ এটি এখনো পর্যালোচনাধীন।
দ্বিতীয়ত, যেকোনো গণতান্ত্রিক সমাজে মানুষের ভিন্ন মত থাকে। কেউ অজ্ঞতা, আদর্শ বা রাজনৈতিক লাভের জন্য চরমপন্থী মত প্রকাশ করতে পারে। যদি আমি শুধু কিছু লোকের বাংলাদেশিদের ‘উইপোকা’ সম্বোধনের ভিত্তিতে ভারতকে বিচার করি, তবে তা ভারত সরকার এবং সমাজের প্রতি অবিচার করা হবে। একইভাবে, বাংলাদেশে কিছু লোক ইতিহাস পুনর্লিখন চায়, কিন্তু তার মানে এই নয় যে, তাদের মতামত জাতীয় নীতি নির্ধারণ করবে।
ফ্রন্টলাইন: আপনি শুরুতে যে মূল বিষয়টি উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গে এবার আসা যাক—শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে। ভারত তাঁকে ফেরত পাঠাবে—বাংলাদেশ কি আদৌ এই দাবি থেকে সরে আসতে পারবে? এই দাবি কতটা জোরালো?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি মনে করি, এই দাবি যথেষ্ট জোরালো। কারণ, বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মামলার নথি তৈরি হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল ও সরকারি কৌঁসুলির কার্যালয় এ নিয়ে কাজ করছে। এমনকি, বাংলাদেশ বিষয়টি হেগের আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর উপস্থিতি ছাড়াই আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।
তবে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অন্য একটি প্রশ্নও রয়েছে। কাউকে মানবিক কারণে আশ্রয় দেওয়া এক কথা, আর আশ্রয়দানকারী দেশের আতিথেয়তা গ্রহণ করে সেই ব্যক্তিকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ধরুন, দালাইলামা যদি প্রতিদিন চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বক্তৃতা দেন, তাহলে বেইজিংয়ের প্রতিক্রিয়া কেমন হবে?
ঠিক এটাই ঘটছে। আমরা বহুবার, এমনকি সরকারি চ্যানেলের মাধ্যমেও স্পষ্ট জানিয়েছি, তাঁকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এমন কোনো প্রকার ‘মেগাফোন কূটনীতি’ অর্থাৎ জনসমক্ষে বক্তব্য দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা—তাঁর উচিত নয়। যখন এমনটা ঘটে, তখন এর পরিণতির জন্য আশ্রয়দানকারী দেশও কিছু অংশে দায়ী থাকে।
ফ্রন্টলাইন: আওয়ামী লীগ প্রসঙ্গে ফিরে আসা যাক—তাদের কি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি যেমনটা বলেছি, সরকার স্পষ্টভাবে জানিয়েছে—দলটিকে নিষিদ্ধ করা হবে না। তবে দলটির ওপর নিষেধাজ্ঞা জারির জোরালো দাবি রয়েছে এবং প্রধান উপদেষ্টা তা স্বীকারও করেছেন। সরকারের অবস্থান হলো—যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা হবে না।
এই মুহূর্তে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের অংশগ্রহণ বা অনুপস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। বরং, তাদের অংশগ্রহণ নিয়ে বেশি আলোচনা করাটা অপ্রয়োজনীয় হতে পারে। কারণ, তারা নিজেরাই এর জন্য প্রস্তুত নয় এবং তাদের নেতৃত্ব সম্ভবত তাদের এই প্রক্রিয়ায় অংশ নিতেও দেবে না।
নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা তা স্পষ্ট করে দিয়েছেন। এই বছরের শেষ নাগাদ বা বড়জোর আগামী বছরের জুনের মধ্যে তা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এবং এর পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলবে।
আসল প্রশ্ন হলো, ভারত কি সমাধানের অংশ হবে নাকি সমস্যা আরও বাড়িয়ে তুলবে? যদি ভারতের নীতি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ দ্বারা পরিচালিত হয়, তবে সত্যি বলতে, সেটি একটি বিপজ্জনক পথ।
ফ্রন্টলাইন: এটা তো বেশ হতাশাজনক চিত্র...
দেবপ্রিয় ভট্টাচার্য: একেবারেই না! আমরা এই মুহূর্তটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। জনজাগরণের মাধ্যমে সরকার পরিবর্তন বাংলাদেশের মানুষের জন্য একটি বড় অর্জন।
ফ্রন্টলাইন: কিন্তু যখন আপনি বলেন যে, দেশ বড় ধরনের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপর আমরা শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানোর মতো ঘটনা দেখি—এটি উদ্বেগজনক বার্তা দেয়।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, ওই বাড়ি পোড়ানো একেবারেই ভুল ছিল—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও জিজ্ঞাসা করতে হবে যে, কোন বিষয়গুলো মানুষকে এমন চরম পদক্ষেপ নিতে চালিত করে? এ ধরনের চরম প্রতিক্রিয়া কোনো শূন্যতা থেকে জন্ম নেয় না, এর মূলে রয়েছে গভীর ক্ষোভ। এই কাজগুলো সমর্থনযোগ্য নয়, তবে এগুলোকে বুঝতে হবে।
ফ্রন্টলাইন: এটা তো বিপজ্জনক যুক্তি—ভারতে দাঙ্গা লাগলে আমরা এমন কথা শুনি। মানুষ বলে, ‘এটা তো শুধু আবেগ।’
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রতিটি দেশেই এমন মুহূর্ত আসে—এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কিছু নয়। আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, তবে ভারতও একই ধরনের পরিস্থিতি দেখেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু পরিণতির দিকে না তাকিয়ে কারণগুলো উপলব্ধি করে সহানুভূতি ও সতর্কতার সঙ্গে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা।
আপনার মাধ্যমে পাঠকদের কাছে এই আবেদন—রাজনৈতিক খেলোয়াড়দের সৃষ্ট এই অস্থিরতার সঙ্গে ভারত ও বাংলাদেশের সাধারণ ও শুভাকাঙ্ক্ষী মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের একটি অভিন্ন ইতিহাস, ভূগোল এবং এমনকি মনস্তত্ত্বও রয়েছে। প্রশ্ন হলো—আমরা কি সেই অভিন্ন ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার সুযোগ হারাচ্ছি?
ফ্রন্টলাইন: এই সংকটের সবচেয়ে বড় শিকার হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। আগে যেখানে শিক্ষা ও সাহিত্য বিষয়ক নানা আদান-প্রদান, চিকিৎসা পর্যটন সবই চালু ছিল, এখন তা বন্ধ।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, এগুলো দুর্ভাগ্যজনক অপ্রত্যাশিত ক্ষতি। এগুলো সংশোধন করা দরকার। ভারত তার ইতিহাস, শিক্ষা এবং কূটনৈতিক পরিশীলতা নিয়ে অতীতের বেড়াজালে আটকে থাকতে পারে না। গত ছয়–সাত মাস ধরে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হাসিনার সঙ্গে তাদের অতীত সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত।
যারা শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তৈরি করেছিলেন, তাঁরাই আজও নীতি নির্ধারণ করছেন এবং তাঁরা তাদের সেই পুরোনো ধারণা হালনাগাদ করেননি। এটা দুর্ভাগ্যজনক!
ফ্রন্টলাইন: কিন্তু বাণিজ্য তো এখনো চলছে, তাই না?
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় বাণিজ্যই অব্যাহত। চীন আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্প উপকরণ এবং আমাদের পোশাক খাতের জন্য ভারতীয় আমদানির ওপর নির্ভরশীল। একই সময়ে, ভারতের উদার শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধার জন্য ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
সুতরাং, অর্থনৈতিক দিকটি এখনো প্রাণবন্ত। কিন্তু রাজনৈতিকভাবে, ব্যবসায়ীদের জন্য ভিসার অভাবে চলাফেরায় বিধিনিষেধ তৈরি হওয়ায় কিছু বাধা সৃষ্টি হচ্ছে। এখানেই রাজনীতি অর্থনৈতিক সম্পর্ককে ব্যাহত করছে। এখন এই বিষয়গুলো সমাধানের এবং পারস্পরিক সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার সময়।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সম্ভবত আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। আসল উদ্বেগ হলো—এই সময়ের অভিজ্ঞতা নিয়ে কী আমরা এগিয়ে যাব? আমরা কী আরও গভীর অবিশ্বাস নিয়ে বেরিয়ে আসব, নাকি এই মুহূর্তটিকে পুনর্গঠনের জন্য ব্যবহার করব?
দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকা'র সহ–সম্পাদক আব্দুর রহমান

২০২৪ সালের আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ভারতের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখা হতো। কিন্তু হাসিনার বিরুদ্ধে তীব্র জন-অসন্তোষ এবং নয়াদিল্লির সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা—দুটোই এখন সম্ভবত ভারতবিরোধিতায় পর্যবসিত হয়েছে। হাসিনা এখন ভারতে আশ্রিত। বাংলাদেশে রেখে গেছেন ভারত–বাংলাদেশ তিক্ত সম্পর্ক, যা এখন গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
এই ঘটনাপ্রবাহের সর্বশেষ সংযোজন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফর। সেখানে তিনি প্রেসিডেন্ট শি চিনপিং ও অন্য চীনা নেতাদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। দুই পক্ষ বেশ কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছে।
এই সফরের প্রভাব, ভারত–বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রাজনীতির সর্বশেষ ঘটনাবলি নিয়ে দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন কথা বলেছে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঢাকাভিত্তিক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরূপণে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন তিনি। এটি গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। শ্বেতপত্রের প্রধান পর্যবেক্ষণ ছিল—দুর্নীতি মারাত্মকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। গত ১৫ বছরে শুধু অর্থ পাচারের কারণে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার হারিয়েছে।
ফ্রন্টলাইনে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সাক্ষাৎকারটি আজকের পত্রিকার পাঠকের জন্য বাংলায় অনুবাদ করা হলো:
ফ্রন্টলাইন: অধ্যাপক ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা শুরু করা যাক। তিনি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্প ও সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা সরকারের আমলেও বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তখন ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করেছে বলে মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে, বাংলাদেশ ও চীনের মধ্যে বর্ধমান সহযোগিতা ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: চীন সব সময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রাজনৈতিক অংশীদার ছিল, যেমনটা আপনি উল্লেখ করেছেন। এমনকি আগের সরকারের আমলেও। বস্তুত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এই সম্পর্ক কেবল বেড়েছে।
ভারতীয়দের জন্য এই সফরকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক—বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অনুরোধ করেছিল। আমি যদি প্রধান উপদেষ্টার চিন্তাভাবনা সঠিকভাবে বুঝে থাকি, তবে তাঁর প্রথম পছন্দ ছিল আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করা। দুর্ভাগ্যবশত, সেটি হয়নি।
ভারত সরকারের সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসে, তখনই বাংলাদেশ সরকার চীন সফরের তারিখ চূড়ান্ত করে। এটি অন্যভাবেও ঘটতে পারত—প্রথমে ভারত, তারপর চীন। যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন—যখন অধ্যাপক ইউনূস ক্ষমতায় এলেন, তখন দিল্লি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিল এবং তিনি সাউদার্ন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে সাড়া দিয়েছিলেন। এটি পারস্পরিক সৌজন্য ছিল।
পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যেখানে আমিও প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলাম। এরপর আপনাদের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন।
এসব অগ্রগতি বিবেচনা করে আমরা অনেকেই যৌক্তিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আশা করেছিলাম। কিন্তু এখন আমরা জানি যে, ভারত আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে না। তাই, যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দ্বিপক্ষীয় সফর ভারতের সঙ্গে হবে না, তখন সরকার চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।
চীনে অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নিয়েছেন, শীর্ষ সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য মুক্তবাজার সুবিধাসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় তিস্তা নদী এবং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের ভিসা প্রদান কঠিন করায়, বাংলাদেশ এখন কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথা বিবেচনা করছে, যাতে চীনে চিকিৎসা পর্যটন সহজ হয়।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা উল্লেখ করেছেন, বাংলাদেশে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, সম্পর্ক উন্নয়নের দায়িত্ব এখন ভারতের। ভারতের কী করা উচিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: উত্তরটি সহজ—ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে প্রথমে তার অতীত দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করতে হবে এবং স্বীকার করতে হবে, ভুল হয়েছিল কিনা।
দ্বিতীয় বিষয়টি আরও সম্মুখে। যতক্ষণ পর্যন্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সমীকরণে একটি ‘ফ্যাক্টর’ হিসেবে থাকবেন, ততক্ষণ সম্পর্ক উন্নয়ন সহজ হবে না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এক বিষয়, আর সেই ব্যক্তিকে নির্বাসনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অনুমতি দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটিকে বৈরী কাজ হিসেবেই দেখা হবে।
সুতরাং, এই দুটি প্রধান বিষয়—প্রথমত, আত্মসমালোচনা এবং দ্বিতীয়ত, পলাতক প্রধানমন্ত্রীকে সমীকরণ থেকে বাদ দেওয়া।
ফ্রন্টলাইন: ভারতের আত্মসমালোচনা প্রয়োজন—আমি আপনার এই বক্তব্যটি আরও বিশদভাবে জানতে চাই। আপনার মতে, বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে ভারত কী বুঝতে ব্যর্থ হয়েছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: যারা বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতিনির্ধারণ করতেন, তাঁরা মূলত এটিকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এমনকি যখন তাঁরা উন্নয়ন প্রকল্প ও যোগাযোগের বিষয় বিবেচনা করেছেন, তখনো সেগুলোকে নিরাপত্তার নিরিখে সাজিয়েছেন।
কোনো দেশের ভূখণ্ডই যেন আরেক দেশে বিদ্রোহ বা হামলার জন্য ব্যবহৃত না হয়—এমন একটি ‘রেড লাইন’ বা বিপদ রেখা টানার বিষয়টি বোধগম্য। কিন্তু এই নিরাপত্তা কেন্দ্রিক নীতি অনুসরণ করতে গিয়ে ভারত এমন একটি সরকারকে বৈধতা দিয়েছে, যে সরকার পরপর তিনটি প্রতারণামূলক নির্বাচন করেছে।
যখন অনেক আন্তর্জাতিক অংশীদার এ ধরনের সরকারের সঙ্গে যুক্ত হতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন ভারত নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। ফলস্বরূপ, বাংলাদেশিরা ভারতকে সাবেক প্রধানমন্ত্রীর ‘বাড়াবাড়ির’ সহযোগী হিসেবে দেখে। ভারতের ভুল ছিল কেবল আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বের ওপর বিনিয়োগ করা এবং অন্যান্য অংশীজন—নাগরিক সমাজ, বেসরকারি খাত ও বিরোধী দলকে উপেক্ষা করা। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, ভারত বাংলাদেশে তার প্রধান মধ্যস্থতাকারীকে হারিয়েছে।
আরও উদ্বেগের বিষয় হলো, গত বছরের ৫ আগস্টের বিপর্যয়। যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দিল্লি—বা ভারতের কোথাও—পালিয়ে যান। কিন্তু, তারপরও ভারতের বয়ান বদলায়নি। সাউথ ব্লক বা অন্য কোথাও ক্ষমতার কেন্দ্রে যারা আছেন, তাঁরা সম্পর্কের প্রতিফলন, পুনর্বিন্যাস ও পুনর্গঠনের পরিবর্তে এখনো সেই একই দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারতীয় মিডিয়া ভুল খবর ও আধা–সত্য প্রচার করছে। হ্যাঁ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এবং অন্যরাও আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন। তবে, এই ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে বলা পরিস্থিতির কোনো উন্নতি করেনি।
এমনকি মাত্র কয়েক সপ্তাহ আগে যখন প্রধান উপদেষ্টা উপ–আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্ব ভারতের রাজ্য) সংযুক্ত করার কথা বলেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে সামান্যতম সাড়াও পাওয়া যায়নি। এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে, ভারতীয় পক্ষ বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আর আগ্রহী নয়, যেখানে এটি একটি বৈধ প্রশাসন এবং তারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।
ফ্রন্টলাইন: আপনি যেমনটা বলছিলেন—ভারত সরকার হাসিনাকে কঠিন সময়ে সমর্থন জুগিয়েছে এবং এখনো করছে। কিন্তু এর তো একটি প্রেক্ষাপট রয়েছে, তাই না? বিএনপির শাসনামলে ভারত বাংলাদেশকে নিয়ে বেশ কিছু নিরাপত্তা উদ্বেগে ভুগেছে। আপনারা যে ‘রেড লাইন’—এর কথা বলছিলেন—একে অপরের ভূখণ্ড ব্যবহার করে হামলা না করা—তা কিন্তু কঠোরভাবে মানা হয়নি। সুতরাং, ভারত একেবারে হঠাৎ করেই শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বাংলাদেশে কি এর কোনো স্বীকৃতি আছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে—এরশাদের, খালেদা জিয়ার এবং শেখ হাসিনার সরকার। ভারতেও এসেছে। কিন্তু অন্য দেশের নাগরিক হিসেবে আমরা যেমন ভারত সরকারের ধরন কেমন হওয়া উচিত তা নিয়ে কোনো প্রভাব খাটাতে বা নির্দেশ দিতে যাই না। তেমনই, ভারতেরও শেখা উচিত বাংলাদেশের জনগণ যে সরকারকেই বেছে নিক না কেন, তাদের মেনে নেওয়া এবং তাদের সঙ্গেই কাজ করা। কোনো জনসমর্থনহীন সরকারকে কৃত্রিমভাবে সমর্থন দেওয়া বা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা উচিত নয়।
এই ধরনের পন্থা হিতে বিপরীত হতে পারে। আমাদের ইতিহাসে আগে কখনো ভারতবিরোধী মনোভাব এত তীব্র ছিল না। কেন? কারণ, মানুষ বিশ্বাস করে যে, হাসিনার শাসন টিকিয়ে রাখার পেছনে দিল্লির একটা বড় রকমের দায় আছে। এখন, সেই ধারণা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু রাজনীতিতে ধারণাই বাস্তবতা। এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি পার্লামেন্টে এক আলোচনায় স্বীকার করেছেন, তাঁরা হাসিনাবিরোধী মনোভাবের ব্যাপারে অবগত ছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেননি। যেটা চোখে পড়ার মতো, সেটা হলো, সেই উপলব্ধি থেকে কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারা।
ফ্রন্টলাইন: আপনি বারবার ‘চাপানো’ শব্দটি ব্যবহার করছেন। এর অর্থ কী? শেখ হাসিনাকে তো ভারত নির্বাচিত করেনি...
দেবপ্রিয় ভট্টাচার্য: ঠিক এখানেই সমস্যা—১৫ বছর ধরে শেখ হাসিনাকে কেউ–ই নির্বাচিত করেনি। অথচ, আমাদের বড় প্রতিবেশী এখন এমন আচরণ করছে যেন তিনি (হাসিনা) বিশ্বসেরা। ভারত তাঁকে স্বীকৃতি দিয়েছে, উদ্যাপন করেছে এবং বৈধতা দিয়েছে, এমনকি যখন অন্যান্য বৈশ্বিক শক্তি—ওইসিডি জোটভুক্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং অন্যরা—অনেক বেশি সতর্ক ছিল।
ফ্রন্টলাইন: ভারতের দুই প্রধান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ এবং তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং অধ্যাপক ইউনূস এইমাত্র বেইজিং সফর করে এসেছেন। এই বিষয়গুলো কি ইঙ্গিত দেয় না যে উভয় পক্ষেরই কিছু দায়িত্ব রয়েছে? এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কী করতে পারে?
দেবপ্রিয় ভট্টাচার্য: একটু পেছন ফিরে দেখা যাক। যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন কিনেছিল, তখনো একই ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল—এটি শেখ হাসিনার আমলেই ঘটেছিল। সবগুলো দেশের নিজস্ব নিরাপত্তা উদ্বেগ থাকা স্বাভাবিক, কিন্তু তার জন্য প্রতিবেশীদের নিরাপত্তার গতিশীলতাকে বিপন্ন করা উচিত নয়।
এখানে আসল বিষয় হলো, দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় বা আঞ্চলিক—যেকোনো সমস্যার সমাধানে আমাদের আলোচনার একটি প্ল্যাটফর্ম দরকার। এমন একটি জায়গার প্রয়োজন যেখানে উদ্বেগগুলো তুলে ধরা যায়, মতামত শোনা যায় এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে ভারত ঠিক সেই সুযোগটিই হারিয়েছে।
ভারত এর আগেও একই ধরনের ভুল করেছে। নেপালের দিকে তাকান। ভারত যখন অবরোধ আরোপ করেছিল, তখন নেপালে পুরো একটি প্রজন্মের সদিচ্ছা তারা পায়ে ঠেলেছে। একই চিত্র শ্রীলঙ্কায়ও দেখা গেছে। সুতরাং, আসুন আমরা স্বীকার করি যে—ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি প্রায়শই বিপরীত ফল দিয়েছে।
এখন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, ভারত বিশাল, অভিজ্ঞ এবং সক্ষম দেশ। দেশটিকে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নেই। তবে আমি মনে করি, শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবে আমরা কীভাবে উন্নতি করতে পারি, তা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যুগে রয়েছি, যেখানে গাজা থেকে গ্রিনল্যান্ড হয়ে গ্রিস পর্যন্ত বিশ্বব্যাপী সম্পর্কগুলো পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া কোথায় দাঁড়িয়ে?
ফ্রন্টলাইন: কিন্তু ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবসে মোদি ইউনূসকে লিখেছিলেন যে, ভারত পারস্পরিক সংবেদনশীলতা ও একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা এটাকে কীভাবে দেখছে?
দেবপ্রিয় ভট্টাচার্য: এটি সুলিখিত বিবৃতি ছিল এবং যথেষ্ট প্রশংসাও ছিল। এটি ছিল জাতীয় দিবসের বিবৃতি—এটি একটি কূটনৈতিক প্রথা। কিন্তু দিনের শেষে, আসল পরীক্ষা কর্মে, কথায় নয়। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা রয়েছে। বাণিজ্য চলছে। ভারতীয় ঠিকাদাররা বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কাজ করে যাচ্ছেন। ঋণ ছাড়ের বিষয়টি ধীর গতিতে চলছে, তবে এখনো বহাল আছে। অর্থনৈতিক সম্পৃক্ততা অব্যাহত। এরপর রয়েছে দ্বিতীয় বাস্তবতা—একটি পরাবাস্তবতা। যেখানে বাংলাদেশের জনসংখ্যার একটি অংশের মধ্যে তীব্র ভারতবিরোধী মনোভাব।
সুতরাং, বাংলাদেশে আজ বাস্তবতা ও পরাবাস্তবতা সহাবস্থান করছে। দেশ এক ধরনের ‘ক্যাটালাইটিক’ বা বিভিন্ন অনুঘটক প্রভাবিত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫–১৭ বছরে জমে থাকা সমস্ত নেতিবাচক আবেগ এবং তার আগের ঐতিহাসিক মনোভাবের ‘সাবলিমেশন’ (আগের অবস্থা থেকে মধ্যবর্তী কোনো অবস্থায় না গিয়েই সরাসরি নতুন কোনো অবস্থায় উপনীত হচ্ছে) ঘটছে।
ফ্রন্টলাইন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি পার্লামেন্টকে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২ হাজার ৪০০টি হামলার ঘটনা ঘটেছে এবং ২০২৫ সালে (এখন পর্যন্ত) ৭২টি ঘটনা ঘটেছে। আপনি কি বলবেন এই পরিসংখ্যান অতিরঞ্জিত?
দেবপ্রিয় ভট্টাচার্য: এ ধরনের ঘটনা গণনার একাধিক উপায় আছে। কেউ অস্বীকার করে না যে, সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। পুলিশবাহিনী বিপর্যস্ত ছিল। কিছু সময়ের জন্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর হাতে চলে গিয়েছিল, তবে পরিস্থিতি অস্থির ছিল।
উপরন্তু, বাংলাদেশের অনেক ধর্মীয় সংখ্যালঘু ঐতিহাসিকভাবে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সমর্থন করেছে। সুতরাং, কিছু ক্ষেত্রে, কোনো হিন্দু ব্যক্তির ওপর হামলা তাঁর ধর্মের কারণে ছিল নাকি আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক হওয়ার কারণে ছিল, তা আলাদা করা কঠিন।
তবে, আরেকটি দিক বিবেচনা করার আছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন হিন্দু ও বৌদ্ধরা—ভারতে সংখ্যাগরিষ্ঠ। একইভাবে, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা—যেমন মুসলমানরা—বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং, ভারত যখন বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে হওয়া আচরণ নিয়ে মন্তব্য করে, তখন দেশটিকে অবশ্যই স্বীকার করতে হবে যে, তার নিজের সংখ্যালঘুদের সঙ্গে কী আচরণ হচ্ছে সেটাও অন্যরা খতিয়ে দেখছে।
ফ্রন্টলাইন: বাংলাদেশের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হিসেবে আপনি কতটা নিরাপদ বোধ করেন?
দেবপ্রিয় ভট্টাচার্য: হয়তো আমি এর জন্য সেরা উদাহরণ নই। আমি দুবার ভারতে শরণার্থী হয়েছিলাম। প্রথমবার, ১৯৬০–এর দশকের দাঙ্গার পর—১৯৬৪ থেকে ১৯৬৭ পর্যন্ত এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আমার বাবা–মা কখনোই বাংলাদেশ ছেড়ে যাননি। আমি ফিরে এসেছি, আমার মাতৃভূমিতে বিনিয়োগ করেছি এবং এখানেই আমার জীবন গড়েছি। আমি আমার দেশের জন্য অবদান রাখতে গিয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদ ছেড়ে দিয়েছি।
আমার পরিবারের বাংলাদেশের রাজনৈতিক ও বিচার বিভাগীয় ইতিহাসে গভীর সম্পর্ক রয়েছে। আমার মা শেখ হাসিনার দলের একজন সংসদ সদস্য ছিলেন এবং আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিযুক্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্কগুলো আমার পেশাদারি এবং তথ্যভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে না।
ব্যক্তিগতভাবে, আমি বাংলাদেশে থাকার ঝুঁকিগুলো মেনে নিয়েছি। তবে আমি বিশ্বাস করি যে, পরিচয়ভিত্তিক রাজনীতি যেখানে একটি ভূমিকা রাখে, এমন যেকোনো দেশের যেকোনো নাগরিকের জন্যই এ ধরনের ঝুঁকি বিদ্যমান। আমি আরও বিশ্বাস করি, বাংলাদেশের সমাজের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার এবং সব সংখ্যালঘু সম্প্রদায়ের—হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রামের জাতিগত সংখ্যালঘু এবং সমতলের আদিবাসী জনগোষ্ঠীর—সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তির প্রতি এই অঙ্গীকারই জাতি গঠনের মূল ভিত্তি।
ফ্রন্টলাইন: জাতি গঠন এবং বাংলাদেশে ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল শক্তির উপস্থিতি নিয়ে আলোচনার সময় আপনি দেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে কীভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে, প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনগুলো যেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দিয়ে ‘বহুত্ববাদ’–এর কথা বলা হয়েছে? এ ছাড়া, কিছু লোক ইতিহাসের বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রথমত, সংবিধানের বিষয়ে বলি। এটি একটি কমিশন রিপোর্ট—এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটি চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অনেকগুলো উপাদানের মধ্যে একটি। এই পর্যায়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো অপরিণত কাজ হবে, কারণ এটি এখনো পর্যালোচনাধীন।
দ্বিতীয়ত, যেকোনো গণতান্ত্রিক সমাজে মানুষের ভিন্ন মত থাকে। কেউ অজ্ঞতা, আদর্শ বা রাজনৈতিক লাভের জন্য চরমপন্থী মত প্রকাশ করতে পারে। যদি আমি শুধু কিছু লোকের বাংলাদেশিদের ‘উইপোকা’ সম্বোধনের ভিত্তিতে ভারতকে বিচার করি, তবে তা ভারত সরকার এবং সমাজের প্রতি অবিচার করা হবে। একইভাবে, বাংলাদেশে কিছু লোক ইতিহাস পুনর্লিখন চায়, কিন্তু তার মানে এই নয় যে, তাদের মতামত জাতীয় নীতি নির্ধারণ করবে।
ফ্রন্টলাইন: আপনি শুরুতে যে মূল বিষয়টি উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গে এবার আসা যাক—শেখ হাসিনার দিল্লিতে অবস্থান নিয়ে। ভারত তাঁকে ফেরত পাঠাবে—বাংলাদেশ কি আদৌ এই দাবি থেকে সরে আসতে পারবে? এই দাবি কতটা জোরালো?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি মনে করি, এই দাবি যথেষ্ট জোরালো। কারণ, বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মামলার নথি তৈরি হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল ও সরকারি কৌঁসুলির কার্যালয় এ নিয়ে কাজ করছে। এমনকি, বাংলাদেশ বিষয়টি হেগের আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার কথাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিভিন্ন আইনি উপায় খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর উপস্থিতি ছাড়াই আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।
তবে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অন্য একটি প্রশ্নও রয়েছে। কাউকে মানবিক কারণে আশ্রয় দেওয়া এক কথা, আর আশ্রয়দানকারী দেশের আতিথেয়তা গ্রহণ করে সেই ব্যক্তিকে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ধরুন, দালাইলামা যদি প্রতিদিন চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বক্তৃতা দেন, তাহলে বেইজিংয়ের প্রতিক্রিয়া কেমন হবে?
ঠিক এটাই ঘটছে। আমরা বহুবার, এমনকি সরকারি চ্যানেলের মাধ্যমেও স্পষ্ট জানিয়েছি, তাঁকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত, তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এমন কোনো প্রকার ‘মেগাফোন কূটনীতি’ অর্থাৎ জনসমক্ষে বক্তব্য দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা—তাঁর উচিত নয়। যখন এমনটা ঘটে, তখন এর পরিণতির জন্য আশ্রয়দানকারী দেশও কিছু অংশে দায়ী থাকে।
ফ্রন্টলাইন: আওয়ামী লীগ প্রসঙ্গে ফিরে আসা যাক—তাদের কি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে?
দেবপ্রিয় ভট্টাচার্য: আমি যেমনটা বলেছি, সরকার স্পষ্টভাবে জানিয়েছে—দলটিকে নিষিদ্ধ করা হবে না। তবে দলটির ওপর নিষেধাজ্ঞা জারির জোরালো দাবি রয়েছে এবং প্রধান উপদেষ্টা তা স্বীকারও করেছেন। সরকারের অবস্থান হলো—যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা হবে না।
এই মুহূর্তে, একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার ওপর মনোযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের অংশগ্রহণ বা অনুপস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়। বরং, তাদের অংশগ্রহণ নিয়ে বেশি আলোচনা করাটা অপ্রয়োজনীয় হতে পারে। কারণ, তারা নিজেরাই এর জন্য প্রস্তুত নয় এবং তাদের নেতৃত্ব সম্ভবত তাদের এই প্রক্রিয়ায় অংশ নিতেও দেবে না।
নির্বাচন হবে—প্রধান উপদেষ্টা তা স্পষ্ট করে দিয়েছেন। এই বছরের শেষ নাগাদ বা বড়জোর আগামী বছরের জুনের মধ্যে তা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এবং এর পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলবে।
আসল প্রশ্ন হলো, ভারত কি সমাধানের অংশ হবে নাকি সমস্যা আরও বাড়িয়ে তুলবে? যদি ভারতের নীতি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ দ্বারা পরিচালিত হয়, তবে সত্যি বলতে, সেটি একটি বিপজ্জনক পথ।
ফ্রন্টলাইন: এটা তো বেশ হতাশাজনক চিত্র...
দেবপ্রিয় ভট্টাচার্য: একেবারেই না! আমরা এই মুহূর্তটিকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। জনজাগরণের মাধ্যমে সরকার পরিবর্তন বাংলাদেশের মানুষের জন্য একটি বড় অর্জন।
ফ্রন্টলাইন: কিন্তু যখন আপনি বলেন যে, দেশ বড় ধরনের পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপর আমরা শেখ মুজিবুর রহমানের বাড়ি পোড়ানোর মতো ঘটনা দেখি—এটি উদ্বেগজনক বার্তা দেয়।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, ওই বাড়ি পোড়ানো একেবারেই ভুল ছিল—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও জিজ্ঞাসা করতে হবে যে, কোন বিষয়গুলো মানুষকে এমন চরম পদক্ষেপ নিতে চালিত করে? এ ধরনের চরম প্রতিক্রিয়া কোনো শূন্যতা থেকে জন্ম নেয় না, এর মূলে রয়েছে গভীর ক্ষোভ। এই কাজগুলো সমর্থনযোগ্য নয়, তবে এগুলোকে বুঝতে হবে।
ফ্রন্টলাইন: এটা তো বিপজ্জনক যুক্তি—ভারতে দাঙ্গা লাগলে আমরা এমন কথা শুনি। মানুষ বলে, ‘এটা তো শুধু আবেগ।’
দেবপ্রিয় ভট্টাচার্য: প্রতিটি দেশেই এমন মুহূর্ত আসে—এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা কিছু নয়। আমি কারও দিকে আঙুল তুলতে চাই না, তবে ভারতও একই ধরনের পরিস্থিতি দেখেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু পরিণতির দিকে না তাকিয়ে কারণগুলো উপলব্ধি করে সহানুভূতি ও সতর্কতার সঙ্গে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা।
আপনার মাধ্যমে পাঠকদের কাছে এই আবেদন—রাজনৈতিক খেলোয়াড়দের সৃষ্ট এই অস্থিরতার সঙ্গে ভারত ও বাংলাদেশের সাধারণ ও শুভাকাঙ্ক্ষী মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের একটি অভিন্ন ইতিহাস, ভূগোল এবং এমনকি মনস্তত্ত্বও রয়েছে। প্রশ্ন হলো—আমরা কি সেই অভিন্ন ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার সুযোগ হারাচ্ছি?
ফ্রন্টলাইন: এই সংকটের সবচেয়ে বড় শিকার হলো দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। আগে যেখানে শিক্ষা ও সাহিত্য বিষয়ক নানা আদান-প্রদান, চিকিৎসা পর্যটন সবই চালু ছিল, এখন তা বন্ধ।
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, এগুলো দুর্ভাগ্যজনক অপ্রত্যাশিত ক্ষতি। এগুলো সংশোধন করা দরকার। ভারত তার ইতিহাস, শিক্ষা এবং কূটনৈতিক পরিশীলতা নিয়ে অতীতের বেড়াজালে আটকে থাকতে পারে না। গত ছয়–সাত মাস ধরে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হাসিনার সঙ্গে তাদের অতীত সম্পর্ক দ্বারা নিয়ন্ত্রিত।
যারা শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তৈরি করেছিলেন, তাঁরাই আজও নীতি নির্ধারণ করছেন এবং তাঁরা তাদের সেই পুরোনো ধারণা হালনাগাদ করেননি। এটা দুর্ভাগ্যজনক!
ফ্রন্টলাইন: কিন্তু বাণিজ্য তো এখনো চলছে, তাই না?
দেবপ্রিয় ভট্টাচার্য: হ্যাঁ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় বাণিজ্যই অব্যাহত। চীন আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিল্প উপকরণ এবং আমাদের পোশাক খাতের জন্য ভারতীয় আমদানির ওপর নির্ভরশীল। একই সময়ে, ভারতের উদার শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধার জন্য ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে।
সুতরাং, অর্থনৈতিক দিকটি এখনো প্রাণবন্ত। কিন্তু রাজনৈতিকভাবে, ব্যবসায়ীদের জন্য ভিসার অভাবে চলাফেরায় বিধিনিষেধ তৈরি হওয়ায় কিছু বাধা সৃষ্টি হচ্ছে। এখানেই রাজনীতি অর্থনৈতিক সম্পর্ককে ব্যাহত করছে। এখন এই বিষয়গুলো সমাধানের এবং পারস্পরিক সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার সময়।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সম্ভবত আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। আসল উদ্বেগ হলো—এই সময়ের অভিজ্ঞতা নিয়ে কী আমরা এগিয়ে যাব? আমরা কী আরও গভীর অবিশ্বাস নিয়ে বেরিয়ে আসব, নাকি এই মুহূর্তটিকে পুনর্গঠনের জন্য ব্যবহার করব?
দ্য হিন্দুর ফ্রন্টলাইন ম্যাগাজিন থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকা'র সহ–সম্পাদক আব্দুর রহমান

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে...
৩৭ মিনিট আগে
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব...
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
৩ ঘণ্টা আগে
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৪ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদ থেকে ইস্তফা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক অব্যাহতিপত্র পাঠিয়েছেন।
ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বিগত ০৮ আগষ্ট ২০২৪ ইং তারিখ থেকে অদ্যাবধি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত আছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উক্ত পদে দায়িত্ব পালনে অপারগ।
বিধায় আমাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি প্রদানে মহোদয়ের মর্জি হয়।
গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেছিলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদ থেকে ইস্তফা চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক অব্যাহতিপত্র পাঠিয়েছেন।
ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি বিগত ০৮ আগষ্ট ২০২৪ ইং তারিখ থেকে অদ্যাবধি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত আছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উক্ত পদে দায়িত্ব পালনে অপারগ।
বিধায় আমাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি প্রদানে মহোদয়ের মর্জি হয়।
গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেছিলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে
০২ এপ্রিল ২০২৫
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব...
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
৩ ঘণ্টা আগে
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৪ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার অনুমোদিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার বিএনটিটিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব জনস্বাস্থ্য রক্ষায় একটি যুগান্তকারী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত।
অনুমোদিত অধ্যাদেশে সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ, মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার পরিসর ৭৫ শতাংশে উন্নীতকরণ, নিকোটিন পাউচসহ নতুন পণ্যকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তগুলোকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে উল্লেখ করেছে বিএনটিটিপি।
তবে প্রস্তাবিত খসড়া থেকে খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধকরণ এবং তামাক বিক্রেতাদের লাইসেন্সিং বা নিবন্ধন বাধ্যতামূলক করার বিধান বাদ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা শলাকা বিক্রির কারণে শিশু-কিশোর ও স্বল্প আয়ের মানুষের কাছে তামাক সহজলভ্য হয়ে থাকছে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাধা সৃষ্টি করছে।
বিএনটিটিপির মতে, তামাক কোম্পানির কর ফাঁকি, অবৈধ বাণিজ্য এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি রোধে বিক্রেতা নিবন্ধন ও খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধকরণ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। সরকার এ বিষয়ে পরিপূরক আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে এবং স্বাস্থ্য ব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসের কারণে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে।
এ প্রেক্ষাপটে সরকার গৃহীত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ শক্তিশালী ও তামাকমুক্ত ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে এই আন্দোলনে রাজনৈতিক নেতৃত্ব, সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় বিএনটিটিপি।

বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার অনুমোদিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার বিএনটিটিপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব জনস্বাস্থ্য রক্ষায় একটি যুগান্তকারী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত।
অনুমোদিত অধ্যাদেশে সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানসহ সব ধরনের তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ, মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তার পরিসর ৭৫ শতাংশে উন্নীতকরণ, নিকোটিন পাউচসহ নতুন পণ্যকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তগুলোকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে উল্লেখ করেছে বিএনটিটিপি।
তবে প্রস্তাবিত খসড়া থেকে খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধকরণ এবং তামাক বিক্রেতাদের লাইসেন্সিং বা নিবন্ধন বাধ্যতামূলক করার বিধান বাদ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা শলাকা বিক্রির কারণে শিশু-কিশোর ও স্বল্প আয়ের মানুষের কাছে তামাক সহজলভ্য হয়ে থাকছে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে বাধা সৃষ্টি করছে।
বিএনটিটিপির মতে, তামাক কোম্পানির কর ফাঁকি, অবৈধ বাণিজ্য এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি রোধে বিক্রেতা নিবন্ধন ও খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধকরণ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। সরকার এ বিষয়ে পরিপূরক আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে এবং স্বাস্থ্য ব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসের কারণে বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে।
এ প্রেক্ষাপটে সরকার গৃহীত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ শক্তিশালী ও তামাকমুক্ত ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে এই আন্দোলনে রাজনৈতিক নেতৃত্ব, সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় বিএনটিটিপি।

ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে
০২ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে...
৩৭ মিনিট আগে
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
৩ ঘণ্টা আগে
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৪ ঘণ্টা আগেবাসস, ঢাকা

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল রোববার শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিষয়টি আজ বাসসকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ ডিসেম্বরে আইন সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন জুবায়ের রহমান চৌধুরী।
২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল রোববার শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিষয়টি আজ বাসসকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ ডিসেম্বরে আইন সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
১৯৮৫ সালে জুবায়ের রহমান চৌধুরী জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দুই বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন জুবায়ের রহমান চৌধুরী।
২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম করেন।

ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে
০২ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে...
৩৭ মিনিট আগে
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব...
৩ ঘণ্টা আগে
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
৪ ঘণ্টা আগেবাসস, ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। তাই প্রত্যেক দলের কাজ হচ্ছে, মানুষকে ভোটদানে উৎসাহিত করা।’
আজ শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যেসব নির্বাচন হয়েছে, তাতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।
তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ, যাদের বয়স ৩০ বছরের নিচে বা তার আশপাশে, যারা বিগত বছরগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যাতে মানুষ তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারে।
তৌহিদ হোসেন বলেন, ‘সরকার আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে না, যতক্ষণ আপনারা না চাইবেন। কেউ যাতে কোনোপ্রকার গণ্ডগোল করতে না পারে। আর যদিওবা করে, তা হলে তাকে কী করে দ্রুত আইনের আওতায় আনা যায়, সে ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে। নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করে দেওয়ার জন্য।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মানুষের কাছে যাবেন, বক্তব্য তুলে ধরবেন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিন।’
উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের আগস্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। যে পরিবর্তনের উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোর সমন্বয় করে আমরা একটি ছোট্ট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি, তা নয়। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার।’
তৌহিদ হোসেন বলেন, ‘এই সরকার কোনো দলের পক্ষে না। আপনারা জানেন, কে কোন দলের পক্ষে নির্বাচন করছে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।’
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান প্রমুখ।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। তাই প্রত্যেক দলের কাজ হচ্ছে, মানুষকে ভোটদানে উৎসাহিত করা।’
আজ শনিবার ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই নির্বাচন বিশেষ গুরুত্ব পায় যেসব কারণে, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে–২০০৯ সালের পরে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যেসব নির্বাচন হয়েছে, তাতে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।
তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ, যাদের বয়স ৩০ বছরের নিচে বা তার আশপাশে, যারা বিগত বছরগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যাতে মানুষ তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারে।
তৌহিদ হোসেন বলেন, ‘সরকার আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে না, যতক্ষণ আপনারা না চাইবেন। কেউ যাতে কোনোপ্রকার গণ্ডগোল করতে না পারে। আর যদিওবা করে, তা হলে তাকে কী করে দ্রুত আইনের আওতায় আনা যায়, সে ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে। নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করে দেওয়ার জন্য।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মানুষের কাছে যাবেন, বক্তব্য তুলে ধরবেন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিন।’
উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের আগস্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। যে পরিবর্তনের উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোর সমন্বয় করে আমরা একটি ছোট্ট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি, তা নয়। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার।’
তৌহিদ হোসেন বলেন, ‘এই সরকার কোনো দলের পক্ষে না। আপনারা জানেন, কে কোন দলের পক্ষে নির্বাচন করছে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।’
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান প্রমুখ।

ভারতকে আত্মসমালোচনা করতে হবে। কী ভুল হয়েছে, এটি তাদের বুঝতে হবে। ভারতীয় সরকার ক্ষমতাচ্যুত (হাসিনা) সরকারকে অস্বাভাবিক নিঃশর্ত সমর্থন দিয়েছে এবং অনেক বাংলাদেশি ভারতকেই স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দায়ী করে। ভারত যদি সম্পর্ক পুনঃস্থাপন বা ভারসাম্য বজায় রাখতে চায়, তবে
০২ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শনিবার তিনি ইস্তফা চেয়ে রাষ্ট্রপতি বরাবর এক চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে অ্যাটর্নি জেনারেল লিখেছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতির জন্য জানাচ্ছি যে...
৩৭ মিনিট আগে
এতে বলা হয়, দীর্ঘ এক যুগ পর নেওয়া এই পদক্ষেপ দেশে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার করবে এবং কিশোর-তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ নতুন প্রজন্মের তামাক ও নিকোটিন পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব...
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘কাল (রোববার) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন।’
৩ ঘণ্টা আগে