নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের মানুষ আনন্দে ভাসছে। এই আনন্দে উদ্বেলিত হয়েছেন পশ্চিমবঙ্গবাসীও। পদ্মা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাঁরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষ ও সরকারকে।
আকাদেমি পুরস্কার পাওয়া লেখক অমর মিত্র তাঁর ফেসবুক ওয়ালে পদ্মা সেতুর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অধিবাসীদের। পদ্মা সেতুর জন্য বাংলাদেশের গতি বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘এবার ঢাকার মেট্রো হোক।’
অমর মিত্র লিখেছেন, ‘এত বড় নদী। নদী দেখিয়া প্রাণ উড়িয়া যায়। সেতু তার উপরে। বাংলাদেশের এপার-ওপার জুড়ে গেল। গতি বেড়ে গেল গোটা দেশের যাত্রাপথের। এবার ঢাকার মেট্রো হোক। পড়শী দেশের মানুষের শুভকামনা।’
অমর মিত্রের এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে পদ্মা সেতু ও বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন। সঞ্জীব সাহা নামে একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের মানুষের আবেগ জড়ানো সেতু। আমাদেরও শুভেচ্ছা রইল।’ কবি ও লেখক সৌমিত্র চক্রবর্তী বলেছেন, ‘সত্যিই এটা খুব ভালো কাজ হয়েছে। অভিনন্দন বাংলাদেশের মানুষদের।’ কবি শান্তনু গঙ্গারিদি মন্তব্য করেছেন, ‘সতত শুভকামনা।’
অন্যদিকে ভ্রমণ উদ্যোক্তা গৌতম চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে পদ্মা সেতুর ছবি শেয়ার করে নিজের একটি আবেগঘন স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা। পদ্মার দুই পাড়ের সংযুক্তিকরণ আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করুক। এপার বাংলা থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভকামনা রইল।’
গৌতম চক্রবর্তীর ফেসবুক পোস্টের নিচেও অনেক কবি ও লেখক এবং অ্যাকটিভিস্ট মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মানুষদের। প্রায় সবাই আশা প্রকাশ করেছেন, এই সেতু বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে জোয়ার আনবে।

পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাদেশের মানুষ আনন্দে ভাসছে। এই আনন্দে উদ্বেলিত হয়েছেন পশ্চিমবঙ্গবাসীও। পদ্মা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাঁরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশের মানুষ ও সরকারকে।
আকাদেমি পুরস্কার পাওয়া লেখক অমর মিত্র তাঁর ফেসবুক ওয়ালে পদ্মা সেতুর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অধিবাসীদের। পদ্মা সেতুর জন্য বাংলাদেশের গতি বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘এবার ঢাকার মেট্রো হোক।’
অমর মিত্র লিখেছেন, ‘এত বড় নদী। নদী দেখিয়া প্রাণ উড়িয়া যায়। সেতু তার উপরে। বাংলাদেশের এপার-ওপার জুড়ে গেল। গতি বেড়ে গেল গোটা দেশের যাত্রাপথের। এবার ঢাকার মেট্রো হোক। পড়শী দেশের মানুষের শুভকামনা।’
অমর মিত্রের এই পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে পদ্মা সেতু ও বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন। সঞ্জীব সাহা নামে একজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের মানুষের আবেগ জড়ানো সেতু। আমাদেরও শুভেচ্ছা রইল।’ কবি ও লেখক সৌমিত্র চক্রবর্তী বলেছেন, ‘সত্যিই এটা খুব ভালো কাজ হয়েছে। অভিনন্দন বাংলাদেশের মানুষদের।’ কবি শান্তনু গঙ্গারিদি মন্তব্য করেছেন, ‘সতত শুভকামনা।’
অন্যদিকে ভ্রমণ উদ্যোক্তা গৌতম চক্রবর্তী তাঁর ফেসবুক পেজে পদ্মা সেতুর ছবি শেয়ার করে নিজের একটি আবেগঘন স্মৃতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সকল বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা। পদ্মার দুই পাড়ের সংযুক্তিকরণ আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করুক। এপার বাংলা থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভকামনা রইল।’
গৌতম চক্রবর্তীর ফেসবুক পোস্টের নিচেও অনেক কবি ও লেখক এবং অ্যাকটিভিস্ট মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মানুষদের। প্রায় সবাই আশা প্রকাশ করেছেন, এই সেতু বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে জোয়ার আনবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৫ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে