কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। মরদেহের টুকরো একত্র করে সংগ্রহ করে নিরাপদে রাখা হয়েছে। মরদেহ বাংলাদেশে ফেরত আনতে সময় লাগবে। অন্যদিকে বাকি ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছেন। তাঁদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ রোববার আজকের পত্রিকাকে এসব কথা জানান রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
২৮ নাবিককে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দাউদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বর্তমানে এ বিষয়টি নিয়ে কাজ করছি। দুটি এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তাঁদের ফেরত পাঠানো হবে।’
হাদিসুরের মরদেহের ব্যাপারে দাউদ আলী বলেন, ‘বাংলাদেশি জাহাজে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। সেটি ফ্রিজে রাখা হয়েছে। তবে এ বিষয়টি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।’
এ দিকে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে ২৮ নাবিক ও হাদিসুরের মরদেহের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘হাদিসুরের মরদেহের সকল অংশ একত্র করে নিরাপদে রাখা রয়েছে। একটু সময় লাগবে ইউক্রেন থেকে ফেরত আনতে। বাকি ২৮ জন রোমানিয়ায় এসেছেন।’
পাঁচ বাংলাদেশিকে ইউক্রেনে আটকে রাখার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যত দূর জানা গেছে, এসব বাংলাদেশিরা রাশিয়াতে খেলা দেখতে গিয়েছিলেন। তাঁদের ইউক্রেনের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য কোথায় যাওয়া। ইউক্রেনে অবৈধভাবে যাওয়ায় দেশটির সরকার তাদের গ্রেপ্তার করেছে। তাদের ডিটেনশন সেন্টারে রেখে দিয়েছে। আর এখনো সেখানেই তারা রয়েছেন। এতটুকুই আমাদের কাছে তথ্য রয়েছে। আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছি। বাংলাদেশিদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি।’
ইউক্রেনে থাকা বাকি বাংলাদেশিদের ব্যাপারে আবদুল মোমেন বলেন, ‘প্রথমে আমাদের কাছে তথ্য কম এসেছিল। সে অনুযায়ী অনেককে ফিরিয়ে এনেছি। ইউক্রেনের পাশের দেশগুলোর সঙ্গে আলোচনা করেছি বাংলাদেশিদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য। আশ্রয় নেওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনব।’
মোট বাংলাদেশিদের সংখ্যা জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এক হাজারের কিছু বেশি বাংলাদেশি সেখানে রয়েছেন। এর বেশির ভাগই ইউক্রেন থেকে বের হয়ে গিয়েছেন। আমাদের হিসেব মতে, ১ শ এর মত বাংলাদেশি বর্তমানে ইউক্রেনে রয়েছেন।’
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোট না দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে যুদ্ধ বন্ধ নয়, একটি দেশকে দোষারোপ করার জন্য প্রস্তাব তোলা হয়েছে। প্রস্তাবটি পড়লে দেখতে পাবেন যুদ্ধ বন্ধের জন্য আহ্বান হয়নি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তির দেশ, আমরা শান্তি চাই। কোথাও যুদ্ধ হোক, আমরা চাই না। আমরা সে জন্য যে প্রস্তাবগুলো করেছি সেটি হলো-এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে জাতিসংঘের যে সনদ রয়েছে, সেই সনদটি সবাই মেনে চলুক। সেই সনদটি মেনে অগ্রসর হওয়া উচিত।’
জাতিসংঘে বাংলাদেশের উপস্থাপনা নিয়ে আবদুল মোমেন বলেন, ‘সব সমস্যাসহ এ বিরোধও যাতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়, এটি বাংলাদেশ বলেছে। ইউক্রেনে যত দেশের নাগরিক রয়েছে, তাদের সকলের যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। আর সর্বশেষে বলেছি, জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে শান্তিপূর্ণ আলোচনা হোক।’

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। মরদেহের টুকরো একত্র করে সংগ্রহ করে নিরাপদে রাখা হয়েছে। মরদেহ বাংলাদেশে ফেরত আনতে সময় লাগবে। অন্যদিকে বাকি ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ায় নিরাপদে পৌঁছেছেন। তাঁদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ রোববার আজকের পত্রিকাকে এসব কথা জানান রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
২৮ নাবিককে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দাউদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বর্তমানে এ বিষয়টি নিয়ে কাজ করছি। দুটি এয়ারলাইনসের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তাঁদের ফেরত পাঠানো হবে।’
হাদিসুরের মরদেহের ব্যাপারে দাউদ আলী বলেন, ‘বাংলাদেশি জাহাজে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে। সেটি ফ্রিজে রাখা হয়েছে। তবে এ বিষয়টি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস দেখভাল করছে।’
এ দিকে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে ২৮ নাবিক ও হাদিসুরের মরদেহের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘হাদিসুরের মরদেহের সকল অংশ একত্র করে নিরাপদে রাখা রয়েছে। একটু সময় লাগবে ইউক্রেন থেকে ফেরত আনতে। বাকি ২৮ জন রোমানিয়ায় এসেছেন।’
পাঁচ বাংলাদেশিকে ইউক্রেনে আটকে রাখার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যত দূর জানা গেছে, এসব বাংলাদেশিরা রাশিয়াতে খেলা দেখতে গিয়েছিলেন। তাঁদের ইউক্রেনের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য কোথায় যাওয়া। ইউক্রেনে অবৈধভাবে যাওয়ায় দেশটির সরকার তাদের গ্রেপ্তার করেছে। তাদের ডিটেনশন সেন্টারে রেখে দিয়েছে। আর এখনো সেখানেই তারা রয়েছেন। এতটুকুই আমাদের কাছে তথ্য রয়েছে। আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছি। বাংলাদেশিদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি।’
ইউক্রেনে থাকা বাকি বাংলাদেশিদের ব্যাপারে আবদুল মোমেন বলেন, ‘প্রথমে আমাদের কাছে তথ্য কম এসেছিল। সে অনুযায়ী অনেককে ফিরিয়ে এনেছি। ইউক্রেনের পাশের দেশগুলোর সঙ্গে আলোচনা করেছি বাংলাদেশিদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য। আশ্রয় নেওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনব।’
মোট বাংলাদেশিদের সংখ্যা জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘এক হাজারের কিছু বেশি বাংলাদেশি সেখানে রয়েছেন। এর বেশির ভাগই ইউক্রেন থেকে বের হয়ে গিয়েছেন। আমাদের হিসেব মতে, ১ শ এর মত বাংলাদেশি বর্তমানে ইউক্রেনে রয়েছেন।’
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোট না দেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে যুদ্ধ বন্ধ নয়, একটি দেশকে দোষারোপ করার জন্য প্রস্তাব তোলা হয়েছে। প্রস্তাবটি পড়লে দেখতে পাবেন যুদ্ধ বন্ধের জন্য আহ্বান হয়নি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তির দেশ, আমরা শান্তি চাই। কোথাও যুদ্ধ হোক, আমরা চাই না। আমরা সে জন্য যে প্রস্তাবগুলো করেছি সেটি হলো-এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার জন্য বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে জাতিসংঘের যে সনদ রয়েছে, সেই সনদটি সবাই মেনে চলুক। সেই সনদটি মেনে অগ্রসর হওয়া উচিত।’
জাতিসংঘে বাংলাদেশের উপস্থাপনা নিয়ে আবদুল মোমেন বলেন, ‘সব সমস্যাসহ এ বিরোধও যাতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়, এটি বাংলাদেশ বলেছে। ইউক্রেনে যত দেশের নাগরিক রয়েছে, তাদের সকলের যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। আর সর্বশেষে বলেছি, জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে শান্তিপূর্ণ আলোচনা হোক।’

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৬ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১০ ঘণ্টা আগে