নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইনগত কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকাসক্ত নিরাময় প্রতিষ্ঠানের মান উন্নয়নের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যেটা চাই প্রতিবার যে আইনগত কোনো জটিলতা আছে কি না, আইনমন্ত্রী আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন। কোনো আইনগত জটিলতা নেই। এখন প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সবকিছুরই প্রসেস চলছে।’
তাহলে কি সাজা ছয় মাসই মওকুফ থাকছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে রকমভাবে আমরা দিয়ে আসছি আগে, সে রকমভাবেই চলবে।’
অনেক কুখ্যাত অপরাধী চিকিৎসা নিচ্ছেন বা মুক্তি পেয়ে তাঁরা উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছেন; খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে কেন নয়—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা হলো মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তাঁর নামে আরও কিছু মামলা আছে।
তিনি বলেন, ‘কোর্ট থেকে যা সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের বাইরে কোনো কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের প্রধানমন্ত্রী তাঁর ক্ষমতাবলে তাঁকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সাজাটা স্থগিত করে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তাঁরা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইনগত কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকাসক্ত নিরাময় প্রতিষ্ঠানের মান উন্নয়নের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যেটা চাই প্রতিবার যে আইনগত কোনো জটিলতা আছে কি না, আইনমন্ত্রী আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন। কোনো আইনগত জটিলতা নেই। এখন প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সবকিছুরই প্রসেস চলছে।’
তাহলে কি সাজা ছয় মাসই মওকুফ থাকছে—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে রকমভাবে আমরা দিয়ে আসছি আগে, সে রকমভাবেই চলবে।’
অনেক কুখ্যাত অপরাধী চিকিৎসা নিচ্ছেন বা মুক্তি পেয়ে তাঁরা উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছেন; খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে কেন নয়—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা হলো মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তাঁর নামে আরও কিছু মামলা আছে।
তিনি বলেন, ‘কোর্ট থেকে যা সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্তের বাইরে কোনো কিছু আমরা করিনি। কোর্টের সিদ্ধান্তের পরেই আমাদের প্রধানমন্ত্রী তাঁর ক্ষমতাবলে তাঁকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সাজাটা স্থগিত করে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তাঁরা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে