নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাঁর ঢাকা সফরের প্রথম দিন বিভিন্ন বৈঠকে রাজনৈতিক ও নাগরিক অধিকার, বিশেষ করে শ্রমমান ও মানবাধিকার হালচাল প্রসঙ্গে আলাপ করেছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। তাঁর সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সালমান রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহের কথা জানিয়েছে।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জারি করা ভিসা নীতিসহ ‘ভুল বোঝাবুঝির’ বিষয়গুলো এবং চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ কোনো পক্ষই তোলেনি, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন সরকারের নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি ছিল। তা সত্ত্বেও সম্পর্ক উন্নয়নে তাঁদের মনোভাবকে সরকার স্বাগত জানিয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুযায়ী শ্রম আইনের সংস্কার, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বিদ্যুতের আঞ্চলিক অবকাঠামো তৈরি, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন প্রসঙ্গেও মার্কিন প্রতিনিধি দলটির সঙ্গে কথা হয়েছে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সম্পর্ক নিবিড় করার ওপর জোর দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ডোনাল্ড লুর আলোচনায় স্থান পায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার, শ্রমমান, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ফিলিস্তিন প্রসঙ্গ।
এতে অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, বাংলাদেশ সেন্টার ফর উইমেন ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার ও জলবায়ু কর্মী সোহানুর রহমান।
পরে নূর খান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার নানা দিক আলোচনায় স্থান পেয়েছে।
কল্পনা আক্তার বলেন, শ্রম আইনসহ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে করা মামলার হালচালসহ বিভিন্ন বিষয়ে লু জানতে চেয়েছেন।
মানবাধিকার কর্মীরা বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ডোনাল্ড লুর সফরসঙ্গী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা নেট হেফট ও সারা অলড্রিচ বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মামুনের সঙ্গে ডোনাল্ড লুর আলাদা বৈঠক করার কথা রয়েছে।

নির্বাচনের পরিবেশ ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ের শেষ দিন গতকাল রোববার রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এসব ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহ
১১ ঘণ্টা আগে
আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে এবং জনসচেতনতা বাড়াতে বড় ধরনের প্রচার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি বিভাগে বড় আকারের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে