নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ৬ লাখের বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ঝুলে আছে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলনকক্ষে ‘এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
লিখিত বক্তব্যে ইসি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র নাগরিকদের অতিগুরুত্বপূর্ণ দলিল। বিভিন্ন কারণে কিছু কিছু জাতীয় পরিচয়পত্রে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সংশোধনের আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির বিধান রয়েছে।
তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনসহ বিভিন্ন কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ব্যস্ত থাকায় এনআইডি সংশোধনের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই যথাসময়ে নিষ্পন্ন করা সম্ভব হয় না। এমনকি এক যুগেরও বেশি সময় ধরে আবেদনগুলো অনিষ্পন্ন রয়েছে।
গত ৫ জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যার মধ্যে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা—‘ক’ ক্যাটাগরিতে ৪০ হাজার ৭২৮, ‘ক-১’ ক্যাটাগরিতে ৩৮৯, ‘খ’ ক্যাটাগরিতে ১ লাখ ৩ হাজার ৪১২, ‘খ-১’ ক্যাটাগরিতে ৬৩২, ‘গ’ ক্যাটাগরিতে ১ লাখ ৬৮ হাজার ২৭, ‘গ-১’ ক্যাটাগরিতে ২৮১ এবং ‘ঘ’ ক্যাটাগরিতে ৪ হাজার ৮১৮, ক্যাটাগরি পেন্ডিং রয়েছে ৪৫ হাজার ৮৭৪টিসহ মোট ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি।
প্রক্রিয়াধীন আবেদনে সেন্ট ব্যাক টু সিটিজেন আবেদনের সংখ্যা ৯৮ লাখ ৪৫৮। তদন্ত চাওয়া হয়েছে ৭৫ হাজার ৭৮১টি আবেদনের, ইন্টারভিউর জন্য ২৫ হাজার ৪৮৪টি, অন্যান্য তথ্য চাওয়া ৩৯ হাজার ১৮০টি আবেদনসহ মোট ২ লাখ লাখ ৩৮ হাজার ৯০৩টি আবেদন রয়েছে।
ইসি সচিব শফিউল আজিম জানান, এনআইডি সংশোধনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বিদ্যমান ক, খ, গ ও ঘ—এই চার ক্যাটাগরির স্থলে ক, ক-১, খ, খ-১, গ, গ-১ ও ঘ—এই সাত ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সংশোধনকারী কর্মকর্তার সংখ্যা বাড়িয়ে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে।
এ সময় ইতিমধ্যে ইসির এক মাসিক সমন্বয় সভায় এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য পাওয়া বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সচিব। এর মধ্যে অনলাইনে দাখিলকৃত আবেদন পাঁচ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি-সম্পন্ন, ক্যাটাগরি করার পর সংশ্লিষ্ট ক্যাটাগরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৩০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবেন।
কর্মশালা উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘এনআইডি ছাড়া এখন কিছুই করা যায় না। এনআইডি সেবা দিতে যেন বিলম্ব না হয়। নাগরিকেরা এই সেবা নিতে এসে যেন হয়রানি বা বিড়ম্বনার শিকার না হয়।’
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিইসি বলেন, ‘দ্বৈত নাগরিকত্বের জন্য আগে বিলম্বে নাগরিকেরা এই সেবা পেতেন। যে দেশের নাগরিকই হোক না কেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি এনআইডি পাবেন। মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন।’

সারা দেশে ৬ লাখের বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ঝুলে আছে। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সম্মেলনকক্ষে ‘এনআইডি সংশোধনের আবেদনসমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
লিখিত বক্তব্যে ইসি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র নাগরিকদের অতিগুরুত্বপূর্ণ দলিল। বিভিন্ন কারণে কিছু কিছু জাতীয় পরিচয়পত্রে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সংশোধনের আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির বিধান রয়েছে।
তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনসহ বিভিন্ন কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ব্যস্ত থাকায় এনআইডি সংশোধনের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই যথাসময়ে নিষ্পন্ন করা সম্ভব হয় না। এমনকি এক যুগেরও বেশি সময় ধরে আবেদনগুলো অনিষ্পন্ন রয়েছে।
গত ৫ জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন ও প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যার মধ্যে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা—‘ক’ ক্যাটাগরিতে ৪০ হাজার ৭২৮, ‘ক-১’ ক্যাটাগরিতে ৩৮৯, ‘খ’ ক্যাটাগরিতে ১ লাখ ৩ হাজার ৪১২, ‘খ-১’ ক্যাটাগরিতে ৬৩২, ‘গ’ ক্যাটাগরিতে ১ লাখ ৬৮ হাজার ২৭, ‘গ-১’ ক্যাটাগরিতে ২৮১ এবং ‘ঘ’ ক্যাটাগরিতে ৪ হাজার ৮১৮, ক্যাটাগরি পেন্ডিং রয়েছে ৪৫ হাজার ৮৭৪টিসহ মোট ৩ লাখ ৬৪ হাজার ১৬১টি।
প্রক্রিয়াধীন আবেদনে সেন্ট ব্যাক টু সিটিজেন আবেদনের সংখ্যা ৯৮ লাখ ৪৫৮। তদন্ত চাওয়া হয়েছে ৭৫ হাজার ৭৮১টি আবেদনের, ইন্টারভিউর জন্য ২৫ হাজার ৪৮৪টি, অন্যান্য তথ্য চাওয়া ৩৯ হাজার ১৮০টি আবেদনসহ মোট ২ লাখ লাখ ৩৮ হাজার ৯০৩টি আবেদন রয়েছে।
ইসি সচিব শফিউল আজিম জানান, এনআইডি সংশোধনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে বিদ্যমান ক, খ, গ ও ঘ—এই চার ক্যাটাগরির স্থলে ক, ক-১, খ, খ-১, গ, গ-১ ও ঘ—এই সাত ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সংশোধনকারী কর্মকর্তার সংখ্যা বাড়িয়ে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে।
এ সময় ইতিমধ্যে ইসির এক মাসিক সমন্বয় সভায় এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য পাওয়া বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সচিব। এর মধ্যে অনলাইনে দাখিলকৃত আবেদন পাঁচ কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি-সম্পন্ন, ক্যাটাগরি করার পর সংশ্লিষ্ট ক্যাটাগরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ৩০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করবেন।
কর্মশালা উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘এনআইডি ছাড়া এখন কিছুই করা যায় না। এনআইডি সেবা দিতে যেন বিলম্ব না হয়। নাগরিকেরা এই সেবা নিতে এসে যেন হয়রানি বা বিড়ম্বনার শিকার না হয়।’
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিইসি বলেন, ‘দ্বৈত নাগরিকত্বের জন্য আগে বিলম্বে নাগরিকেরা এই সেবা পেতেন। যে দেশের নাগরিকই হোক না কেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি এনআইডি পাবেন। মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ মিনিট আগে
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করবেন।
৩ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায়...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে