নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানে মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই কর্তৃক আয়োজিত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শফি বলেন, ‘বাজারে ডাল বিক্রি হচ্ছে না অথচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, নিজেদের খরচ বিদ্যুৎ বিলসহ সবই পরিশোধ করতে হচ্ছে।’ তাঁরা বাধ্য হয়ে দোকান বন্ধ করার হুমকি দেন। নারায়ণগঞ্জ ডাল ব্যবসায়ী সমিতির সদস্য বিকাশ চন্দ্র সাহা জানান, বাজারে ডালের দাম খুবই কম। দাম কম থাকার পরও ক্রেতারা বাজারে নেই। প্রতিবছর রোজার সময় তাঁরা ব্যস্ত সময় কাটালেও এ বছর পুরোপুরি অলস সময় কাটাচ্ছেন তাঁরা।
এ দিকে বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই ৪৬ সদস্য বিশিষ্ট এক তদারকি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমদানিকারক, পরিবেশক, পাইকারি-খুচরাসহ দেশের ৬৪ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্যদের মধ্য থেকে বাছাই করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘অন্যান্য সংস্থার মতো এই কমিটিও বাজার মনিটরিং করবে।’ এফবিসিসিআই সভাপতি, সরকার যে তেলের দাম বেঁধে দিয়েছে সে দামে যাতে বাজারে তেল বিক্রি হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশির উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ভোক্তা অধিদপ্তর ও মিডিয়া তৎপরতার কারণে পাইকারি পর্যায়ে প্রায় প্রতিটি পণ্যের মূল্য কমেছে।’
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, তাঁরা সরকার নির্ধারিত দামে প্রতি লিটার তেল ১২৭ টাকা এবং সয়াবিন তেল ১৩৩ টাকা লিটারে বিক্রি করছেন। বাজারে নিয়মিত পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশে ফল আমদানি সমিতির সভাপতি হাজী সিরাজুল ইসলাম বলেন, ‘সেটিং ভাড়া অস্বাভাবিক বেড়েছে আগে যে শিপিং ভাড়া ১ হাজার ২০০ ডলার পরিশোধ করতে হতো বর্তমানে ৪৫০০ ডলার পরিশোধ করতে হয় এ ছাড়া হিমায়িত খাদ্য আনতে আগে ৩ হাজার ডলার লাগলেও বর্তমানে ১০ থেকে ১৪ হাজার ডলার খরচ হচ্ছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, বাজারে মানভেদে খেজুর ৮০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, কিছু খেজুর আছে যেগুলো ১২০০-১৫০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।
এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এখন থেকে তাঁরা মনিটরিংয়ের দায়িত্ব নেবেন। আমি কোনো অসাধু ব্যবসায়ীদের সভাপতি নই। গুটিকয়েক ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজ মুনাফাখোর হবে তা আমি বহন করতে রাজি নই।’

রমজানে মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই কর্তৃক আয়োজিত রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহ পরিস্থিতি বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শফি বলেন, ‘বাজারে ডাল বিক্রি হচ্ছে না অথচ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, নিজেদের খরচ বিদ্যুৎ বিলসহ সবই পরিশোধ করতে হচ্ছে।’ তাঁরা বাধ্য হয়ে দোকান বন্ধ করার হুমকি দেন। নারায়ণগঞ্জ ডাল ব্যবসায়ী সমিতির সদস্য বিকাশ চন্দ্র সাহা জানান, বাজারে ডালের দাম খুবই কম। দাম কম থাকার পরও ক্রেতারা বাজারে নেই। প্রতিবছর রোজার সময় তাঁরা ব্যস্ত সময় কাটালেও এ বছর পুরোপুরি অলস সময় কাটাচ্ছেন তাঁরা।
এ দিকে বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই ৪৬ সদস্য বিশিষ্ট এক তদারকি কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমদানিকারক, পরিবেশক, পাইকারি-খুচরাসহ দেশের ৬৪ জেলার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদস্যদের মধ্য থেকে বাছাই করা হয়েছে।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘অন্যান্য সংস্থার মতো এই কমিটিও বাজার মনিটরিং করবে।’ এফবিসিসিআই সভাপতি, সরকার যে তেলের দাম বেঁধে দিয়েছে সে দামে যাতে বাজারে তেল বিক্রি হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশির উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ভোক্তা অধিদপ্তর ও মিডিয়া তৎপরতার কারণে পাইকারি পর্যায়ে প্রায় প্রতিটি পণ্যের মূল্য কমেছে।’
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, তাঁরা সরকার নির্ধারিত দামে প্রতি লিটার তেল ১২৭ টাকা এবং সয়াবিন তেল ১৩৩ টাকা লিটারে বিক্রি করছেন। বাজারে নিয়মিত পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশে ফল আমদানি সমিতির সভাপতি হাজী সিরাজুল ইসলাম বলেন, ‘সেটিং ভাড়া অস্বাভাবিক বেড়েছে আগে যে শিপিং ভাড়া ১ হাজার ২০০ ডলার পরিশোধ করতে হতো বর্তমানে ৪৫০০ ডলার পরিশোধ করতে হয় এ ছাড়া হিমায়িত খাদ্য আনতে আগে ৩ হাজার ডলার লাগলেও বর্তমানে ১০ থেকে ১৪ হাজার ডলার খরচ হচ্ছে।
সিরাজুল ইসলাম আরও বলেন, বাজারে মানভেদে খেজুর ৮০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, কিছু খেজুর আছে যেগুলো ১২০০-১৫০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।
এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে এখন থেকে তাঁরা মনিটরিংয়ের দায়িত্ব নেবেন। আমি কোনো অসাধু ব্যবসায়ীদের সভাপতি নই। গুটিকয়েক ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজ মুনাফাখোর হবে তা আমি বহন করতে রাজি নই।’

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৮ ঘণ্টা আগে