কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারি থেকে পুনরুদ্ধারে বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এখন সময় এসেছে উন্নয়ন অংশীদারদের আরও বেশি মানবিক হওয়ার। যাদের টিকার প্রয়োজন, বৈষম্যহীনভাবে তাঁদের তা প্রদান করার। টিকা হওয়া উচিত বৈশ্বিক সাধারণ সম্পদ।’
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত শান্তির সংস্কৃতি বিষয়ক উচ্চতর ফোরামে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে করোনা থেকে স্থিতিশীল পুনরুদ্ধারে শান্তির পরিবেশ বিনির্মাণের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে জানানো হয়, করোনা পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমসমূহ অন্তর্ভুক্তি এবং প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনের বিষয়টি আরও এগিয়ে নিতে শান্তির সংস্কৃতি যে রূপান্তরধর্মী ভূমিকা পালন করতে পারে, তা তুলে ধরা হয় উচ্চ পর্যায়ের এই ফোরামে। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে উদ্বোধনী পর্ব ছাড়াও একটি পূর্ণাঙ্গ সেশন এবং ভার্চ্যুয়াল প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামারি থেকে পুনরুদ্ধার প্রচেষ্টার একটি অপরিহার্য উপাদান হিসেবে অবশ্যই এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে যেখানে জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অর্থবহভাবে অবদান রাখতে পারি। আগের থেকেও ভালো অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে করোনা পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে শান্তির সংস্কৃতিকে ধারণ ও লালন করার কোনো বিকল্প নেই’।
এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মঙ্গলবার নেদারল্যান্ডসের গ্রোনিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সেখানকার শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের দ্রুত এবং কার্যকর প্ল্যাটফর্ম তৈরিতে জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।
নেদারল্যান্ডসে সফরকালে সেখানকার পানি নিয়ে শীর্ষ গবেষণা সংস্থা ডেলটা এরিয়া ঘুরে দেখেন এ কে আবদুল মোমেন। সেখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ্যনিমিকে নিঝোফ এবং তাঁর বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা ২১০০ এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আগামীকাল বৃহস্পতিবার হেগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সিগরিড কাগের সঙ্গে নির্ধারিত বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর।

করোনা মহামারি থেকে পুনরুদ্ধারে বৈশ্বিকভাবে টিকাদান কর্মসূচির বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এখন সময় এসেছে উন্নয়ন অংশীদারদের আরও বেশি মানবিক হওয়ার। যাদের টিকার প্রয়োজন, বৈষম্যহীনভাবে তাঁদের তা প্রদান করার। টিকা হওয়া উচিত বৈশ্বিক সাধারণ সম্পদ।’
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত শান্তির সংস্কৃতি বিষয়ক উচ্চতর ফোরামে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। সেখানে করোনা থেকে স্থিতিশীল পুনরুদ্ধারে শান্তির পরিবেশ বিনির্মাণের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে জানানো হয়, করোনা পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমসমূহ অন্তর্ভুক্তি এবং প্রতিকূলতা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জনের বিষয়টি আরও এগিয়ে নিতে শান্তির সংস্কৃতি যে রূপান্তরধর্মী ভূমিকা পালন করতে পারে, তা তুলে ধরা হয় উচ্চ পর্যায়ের এই ফোরামে। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে উদ্বোধনী পর্ব ছাড়াও একটি পূর্ণাঙ্গ সেশন এবং ভার্চ্যুয়াল প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামারি থেকে পুনরুদ্ধার প্রচেষ্টার একটি অপরিহার্য উপাদান হিসেবে অবশ্যই এমন একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে যেখানে জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অর্থবহভাবে অবদান রাখতে পারি। আগের থেকেও ভালো অবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে করোনা পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমে শান্তির সংস্কৃতিকে ধারণ ও লালন করার কোনো বিকল্প নেই’।
এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
মঙ্গলবার নেদারল্যান্ডসের গ্রোনিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সেখানকার শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের দ্রুত এবং কার্যকর প্ল্যাটফর্ম তৈরিতে জোর দেন পররাষ্ট্রমন্ত্রী।
নেদারল্যান্ডসে সফরকালে সেখানকার পানি নিয়ে শীর্ষ গবেষণা সংস্থা ডেলটা এরিয়া ঘুরে দেখেন এ কে আবদুল মোমেন। সেখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ্যনিমিকে নিঝোফ এবং তাঁর বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা ২১০০ এর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডসে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আগামীকাল বৃহস্পতিবার হেগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সিগরিড কাগের সঙ্গে নির্ধারিত বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৯ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে