নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।

ঢাকা: জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেল আর গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ৬ হাজার ৮৮ কোটি টাকার তেল ও গ্যাস আমদানি করবে সরকার। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, 'জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি, ইউনাইটেড স্টেটস-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ৩১৩ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৬৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিলারেট এনার্জি থেকে প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৫৩ মার্কিন ডলার দরে।'
পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে স্পট মার্কেট থেকে মোট ১৮টি এলএনজি কার্গোর মাধ্যমে মোট ৫ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এখন পর্যন্ত ৭টি এলএনজি কার্গোর মাধ্যমে দুই কোটি ২৬ লাখ ৮২ হাজার ৮৪১ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে। বাকি ১১টি কার্গোর মাধ্যমে আরও তিন কোটি ৫২ লাখ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের আরও জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লি., পেট্রো ছায়না ইন্টারন্যাশনাল পিটিই লি., ভিটল এশিয়া সিঙ্গাপুর পিটিই লি. এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি পিটিই লি. সিঙ্গাপুর হতে মোট ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে পরিশোধিত ডিজেল কেনা হবে ৯ লাখ ৯০ হাজার মেট্রিক টন, উড়োজাহাজের জ্বালানি জেট এ-১ কেনা হবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল কেনা হবে ২০ হাজার মেট্রিক টন, সমুদ্রগামী জাহাজের জ্বালানি মেরিন ফুয়েল কেনা হবে ৬০ হাজার মেট্রিক টন এবং অকটেন কেনা হবে ৪৫ হাজার মেট্রিক টন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৫ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে