কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ইতালি দূতাবাসে ভিসা দেওয়ার গতি কম। সরকার বাংলাদেশের কর্মীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে দূতাবাসকে যথেষ্ট চাপ দিচ্ছে।
ভিসাপ্রার্থী কয়েকজন কর্মী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন।
ঢাকায় ইতালি দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দূতাবাসে ৪০ হাজার কর্মীর ভিসার আবেদন জমা আছে। এর মধ্যে ২০ হাজার ব্যক্তির নিয়োগের সঠিকতার বিষয়ে দূতাবাস নিশ্চিত হয়েছে। দূতাবাসে কর্মী কয়েকজন বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ২০ হাজার ভিসা দেওয়ার চেষ্টা করবে দূতাবাস।
উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীদের বলা হয়েছে যদি তাঁরা সভা–সমাবেশ ও ঘেরাও ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তাতে কারও কোনো লাভ হবে না।
যদি বেশি চাপ দেওয়া হয়, দূতাবাসের কর্মকর্তারা যদি ঝুঁকির মুখে আছে বলে মনে করেন, তাহলে আরও কর্মকর্তা চলে যেতে পারেন বলে সতর্ক করে উপদেষ্টা বলেন, এতে ভিসা দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আর বৈধভাবে যে কর্মসূচির অধীনে কর্মী নেওয়ার প্রক্রিয়া দেশটি শুরু হয়েছে, তা তাঁরা বাদ দিয়ে দিতে পারেন। এমন আশঙ্কার কথাও ভিসা প্রার্থী ব্যক্তিদের প্রতিনিধিদের জানানো হয়েছে।
পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই, জানিয়ে তৌহিদ হোসেন বলেন, জোর করে ভিসা আদায় করতে সরকার পারবে না। নিয়োগ নিশ্চিত হওয়ার পরও যে কাউকে সাক্ষাৎকারে ডাকা হতে পারে। এমনকি কোনো কারণে ভিসা নাও হতে পারে। কারণ ভিসা দেওয়া বা না দেওয়া তাঁদের (ইতালি সরকারের) সার্বভৌম অধিকার।

ঢাকায় ইতালি দূতাবাসে ভিসা দেওয়ার গতি কম। সরকার বাংলাদেশের কর্মীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুততর করতে দূতাবাসকে যথেষ্ট চাপ দিচ্ছে।
ভিসাপ্রার্থী কয়েকজন কর্মী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন।
ঢাকায় ইতালি দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দূতাবাসে ৪০ হাজার কর্মীর ভিসার আবেদন জমা আছে। এর মধ্যে ২০ হাজার ব্যক্তির নিয়োগের সঠিকতার বিষয়ে দূতাবাস নিশ্চিত হয়েছে। দূতাবাসে কর্মী কয়েকজন বাড়ানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই ২০ হাজার ভিসা দেওয়ার চেষ্টা করবে দূতাবাস।
উপদেষ্টা বলেন, ভিসা প্রার্থীদের বলা হয়েছে যদি তাঁরা সভা–সমাবেশ ও ঘেরাও ইত্যাদি কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তাতে কারও কোনো লাভ হবে না।
যদি বেশি চাপ দেওয়া হয়, দূতাবাসের কর্মকর্তারা যদি ঝুঁকির মুখে আছে বলে মনে করেন, তাহলে আরও কর্মকর্তা চলে যেতে পারেন বলে সতর্ক করে উপদেষ্টা বলেন, এতে ভিসা দেওয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। আর বৈধভাবে যে কর্মসূচির অধীনে কর্মী নেওয়ার প্রক্রিয়া দেশটি শুরু হয়েছে, তা তাঁরা বাদ দিয়ে দিতে পারেন। এমন আশঙ্কার কথাও ভিসা প্রার্থী ব্যক্তিদের প্রতিনিধিদের জানানো হয়েছে।
পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই, জানিয়ে তৌহিদ হোসেন বলেন, জোর করে ভিসা আদায় করতে সরকার পারবে না। নিয়োগ নিশ্চিত হওয়ার পরও যে কাউকে সাক্ষাৎকারে ডাকা হতে পারে। এমনকি কোনো কারণে ভিসা নাও হতে পারে। কারণ ভিসা দেওয়া বা না দেওয়া তাঁদের (ইতালি সরকারের) সার্বভৌম অধিকার।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
৬ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
৭ ঘণ্টা আগে