তাসনিম মহসিন, ঢাকা

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার অবস্থান বাংলাদেশের বিপক্ষে। এবার মস্কোর সঙ্গে দেনদরবারের একটা সুযোগ তৈরি হয়েছে ঢাকার। কারণ, জাতিসংঘের আসন্ন কয়েকটি ফোরামে ভোটাভুটিতে ঢাকার সমর্থন চেয়েছে মস্কো। ঢাকা থেকে বলা হয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষা করেই এই সিদ্ধান্ত নিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ঢাকায় রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিয়েভিচ মানতিৎস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের রুশ রাষ্ট্রদূত বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিতে পারব।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বিষয়ে বাংলাদেশ এখনই কোনো উপসংহারে আসতে চায়নি। বরং বিষয়টি রেসিপ্রোকাল বা পারস্পরিক বলে জানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রদূতকে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি বছর মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এফওসির ব্যাপারে আগ্রহী পুতিন সরকার। এ জন্য বাংলাদেশকে একটি চিঠি দেওয়ার অনুরোধ করেন রুশ রাষ্ট্রদূত। মস্কোয় যেহেতু বৈঠক অনুষ্ঠিত হবে, সেহেতু আমন্ত্রণটি সেখান থেকে পাঠাতে বলা হয় রাশিয়াকে। এ ছাড়া গম আমদানিসহ অন্যান্য বাণিজ্যিক ইস্যুতে জটিলতা কমাতে রাশিয়ার প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রাশিয়ার সমর্থন চাওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। কারণ, এ পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে একটি ভোট বাদে পুরো সময় রাশিয়া বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। ফলে জাতিসংঘে ভোটাভুটিতে তাদের বাংলাদেশের সমর্থন লাগলে, বাংলাদেশও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার সমর্থন চাইবে। আর চলতি বছর তারা দুই দেশের এফওসির বৈঠক চাইছে। ফলে সেখানে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার অবস্থান বাংলাদেশের বিপক্ষে। এবার মস্কোর সঙ্গে দেনদরবারের একটা সুযোগ তৈরি হয়েছে ঢাকার। কারণ, জাতিসংঘের আসন্ন কয়েকটি ফোরামে ভোটাভুটিতে ঢাকার সমর্থন চেয়েছে মস্কো। ঢাকা থেকে বলা হয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষা করেই এই সিদ্ধান্ত নিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন ঢাকায় রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকসান্দর ভিকেন্তিয়েভিচ মানতিৎস্কি। বৈঠক শেষে সাংবাদিকদের রুশ রাষ্ট্রদূত বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ইস্যুতে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, আমরা সম্পর্ককে এগিয়ে নিতে পারব।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বিষয়ে বাংলাদেশ এখনই কোনো উপসংহারে আসতে চায়নি। বরং বিষয়টি রেসিপ্রোকাল বা পারস্পরিক বলে জানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রদূতকে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি বছর মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এফওসির ব্যাপারে আগ্রহী পুতিন সরকার। এ জন্য বাংলাদেশকে একটি চিঠি দেওয়ার অনুরোধ করেন রুশ রাষ্ট্রদূত। মস্কোয় যেহেতু বৈঠক অনুষ্ঠিত হবে, সেহেতু আমন্ত্রণটি সেখান থেকে পাঠাতে বলা হয় রাশিয়াকে। এ ছাড়া গম আমদানিসহ অন্যান্য বাণিজ্যিক ইস্যুতে জটিলতা কমাতে রাশিয়ার প্রতি অনুরোধ জানায় বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, রাশিয়ার সমর্থন চাওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। কারণ, এ পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে একটি ভোট বাদে পুরো সময় রাশিয়া বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে। ফলে জাতিসংঘে ভোটাভুটিতে তাদের বাংলাদেশের সমর্থন লাগলে, বাংলাদেশও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে রাশিয়ার সমর্থন চাইবে। আর চলতি বছর তারা দুই দেশের এফওসির বৈঠক চাইছে। ফলে সেখানে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে