নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। কোন কোন অফিসে দুর্নীতির সুযোগ রয়েছে, ডিসিরা তা জানেন বলেও মনে করেন তিনি।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘দুদকের অন্যতম একটি কাজ হলো সচেতনতা বৃদ্ধি, যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি থেকে যেন মানুষ দুরে থাকে এটাও কিন্তু দুদকের অন্যতম কাজ। এ জন্য আমরা ডিসিদের অনুরোধ জানিয়েছি, তারা আমাদের সব সময় সাহায্য করেন, এ বিষয়ে যেন আরও সাহায্য করেন।’
দুদক চেয়ারম্যান বলেন ‘একজন জেলা প্রশাসক জানেন তার অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে। কোন অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে এটা কিন্তু জেলা প্রশাসকেরা জানেন। ওই জায়গায় তারা যেন সচেতনতা বৃদ্ধির কাজ করেন।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করা ছাড়াও গণশুনানি করা দুদকের কাজ। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হয়ে যায়। কোথাও যদি গণশুনানি করা হয় তাহলে দুর্নীতির নতুন ধরনগুলোও জানা যায়। করোনার কারণে এটি এখন সীমিত আছে। আমরা ডিসিদের বলেছি তারাও যেন গণশুনানি করেন। কোথায় নতুন রূপে দুর্নীতি হয় এবং কীভাবে তা বন্ধ করা যায় সে বিষয়ে তারা যেন সহযোগিতা করেন।
দুর্নীতির অভিযোগগুলো তদন্তের সময় কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের একটি সমস্যা হল তদন্ত বা অনুসন্ধানে একটু সময় লেগে যায়। এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমাদের তদন্তগুলো শেষ হয় আমরা সেই চেষ্টা করছি।’
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন ‘দুর্নীতি এমন একটি জিনিস, প্রমাণ পাওয়াটা খুব কঠিন। অকাট্য প্রমাণ ছাড়া তো আমরা এগোতে পারি না। কারণ প্রমাণ না হলে আদালত মামলা গ্রহণ করবে না। যিনি ঘুষ নেন ও যিনি দেন তারা কেউই তো স্বীকার করে না। আমাদের যারা অনুসন্ধান করেন তাদেরকেও জবাবদিহীতার আওতায় আনার চেষ্টা করছি।’

দুর্নীতি রোধে জনসচেতনতা সৃষ্টি করতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। কোন কোন অফিসে দুর্নীতির সুযোগ রয়েছে, ডিসিরা তা জানেন বলেও মনে করেন তিনি।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, ‘দুদকের অন্যতম একটি কাজ হলো সচেতনতা বৃদ্ধি, যাতে দুর্নীতি না হয়। দুর্নীতি থেকে যেন মানুষ দুরে থাকে এটাও কিন্তু দুদকের অন্যতম কাজ। এ জন্য আমরা ডিসিদের অনুরোধ জানিয়েছি, তারা আমাদের সব সময় সাহায্য করেন, এ বিষয়ে যেন আরও সাহায্য করেন।’
দুদক চেয়ারম্যান বলেন ‘একজন জেলা প্রশাসক জানেন তার অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে। কোন অফিসে কোথায় কোথায় দুর্নীতির সুযোগ আছে এটা কিন্তু জেলা প্রশাসকেরা জানেন। ওই জায়গায় তারা যেন সচেতনতা বৃদ্ধির কাজ করেন।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করা ছাড়াও গণশুনানি করা দুদকের কাজ। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পরিবর্তন হয়ে যায়। কোথাও যদি গণশুনানি করা হয় তাহলে দুর্নীতির নতুন ধরনগুলোও জানা যায়। করোনার কারণে এটি এখন সীমিত আছে। আমরা ডিসিদের বলেছি তারাও যেন গণশুনানি করেন। কোথায় নতুন রূপে দুর্নীতি হয় এবং কীভাবে তা বন্ধ করা যায় সে বিষয়ে তারা যেন সহযোগিতা করেন।
দুর্নীতির অভিযোগগুলো তদন্তের সময় কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের একটি সমস্যা হল তদন্ত বা অনুসন্ধানে একটু সময় লেগে যায়। এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আমাদের তদন্তগুলো শেষ হয় আমরা সেই চেষ্টা করছি।’
মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন ‘দুর্নীতি এমন একটি জিনিস, প্রমাণ পাওয়াটা খুব কঠিন। অকাট্য প্রমাণ ছাড়া তো আমরা এগোতে পারি না। কারণ প্রমাণ না হলে আদালত মামলা গ্রহণ করবে না। যিনি ঘুষ নেন ও যিনি দেন তারা কেউই তো স্বীকার করে না। আমাদের যারা অনুসন্ধান করেন তাদেরকেও জবাবদিহীতার আওতায় আনার চেষ্টা করছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
৫ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে