রংপুর প্রতিনিধি

রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।

রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মহানগর পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘গত দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’
সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’
পুলিশদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’
অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
১ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৮ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৯ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে