আজকের পত্রিকা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র ও নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছি। সকল সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক শক্তিকে সংহত করতে আমার রাজপথে থাকার প্রয়োজন।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এ দিন সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শুরু হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র ও নাহিদ ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছি। সকল সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক শক্তিকে সংহত করতে আমার রাজপথে থাকার প্রয়োজন।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
এ দিন সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, তদন্ত অনুযায়ী, বরিশালের বলেশ্বর নদে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জে লাশ গুম করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
আক্তার হোসেন বলেন, ব্লুম সাকসেন ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে সিভিল ওয়ার্ক কাজের ভুয়া চুক্তিপত্র ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ঋণ আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। ঋণের টাকা উত্তোলন করে তা নগদ, পে-অর্ডার ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে
৩ ঘণ্টা আগে
আন্দোলনকারী ব্যবসায়ীদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিকে সহজ করতে সরকার এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে। জনশৃঙ্খলা ব্যাহত করে আন্দোলন চলতে থাকলে সরকার তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৩ ঘণ্টা আগে
পদোন্নতির পর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে