নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশ থেকে পাচার হওয়ার ৭৭ দিন পর পালিয়ে ফিরে এসেছেন নৃশংস অত্যাচারের শিকার তিনজন কিশোরী। টিকটক হৃদয়ের মাধ্যমে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরা সীমান্ত দিয়ে পার করা হয় তাঁদের। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী এক তরুণী গতকাল মঙ্গলবার রাতে রাজধানী হাতিরঝিল থানায় মানবপাচার আইনে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন এবং আব্দুল কাদের।
আজ বুধবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তেজগাঁও উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। তিনি বলেন, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার তিনি হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ।
প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয় ২০১৯ সালে। টিকটক স্টার বানানোর কথা বলে হৃদয় তাঁকে প্রলুব্ধ করে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে টিকটকাররা ঘুরতে যান। পরে ২০২০ সালের আবার তাঁরা ৭০০-৮০০ জন তরুণ - তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয়। শেষ ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীদের ভারতে পাচার করে হৃদয়। তাঁকে পাচার করতে সাহায্য করেন চক্রের অন্য সদস্যরা।
ডিসি শহীদুল্লাহ বলেন, পাচারকারী চক্রের খপ্পরে পড়ার পর থেকে পালিয়ে দেশে ফেরা পর্যন্ত তার লোমহর্ষক করুন কাহিনি কল্পনাকেও হার মানায়। ভারতে পাচারের পর ভুক্তভোগীদের বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় রাখা হয় । এ সময় ভারতে অবস্থানকালে হাতিরঝিলের কয়েকজন বাংলাদেশি তরুণীকে দেখতে পান। নৃশংস অত্যাচারের এক পর্যায়ে ভুক্তভোগীসহ আরও ২ জন তরুণী পালিয়ে আসেন।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এক হাজারের বেশি নারীকে সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের কথা স্বীকার করেছেন।
সম্প্রতি কয়েকজন মিলে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর গত বৃহস্পতিবার অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের ওই যুবক ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ঢাকার মগবাজার এই এলাকায় থাকেন।
পুলিশের দাবি, এটি একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। রিফাদুল ইসলাম হৃদয় এ চক্রের অন্যতম সদস্য। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এ চক্রের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা: দেশ থেকে পাচার হওয়ার ৭৭ দিন পর পালিয়ে ফিরে এসেছেন নৃশংস অত্যাচারের শিকার তিনজন কিশোরী। টিকটক হৃদয়ের মাধ্যমে ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি সাতক্ষীরা সীমান্ত দিয়ে পার করা হয় তাঁদের। ভারত থেকে পালিয়ে আসা ভুক্তভোগী এক তরুণী গতকাল মঙ্গলবার রাতে রাজধানী হাতিরঝিল থানায় মানবপাচার আইনে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন এবং আব্দুল কাদের।
আজ বুধবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তেজগাঁও উপ পুলিশ কমিশনার মো: শহীদুল্লাহ। তিনি বলেন, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার তিনি হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন ।
প্রাথমিকভাবে জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে টিকটক হৃদয়ের পরিচয় হয় ২০১৯ সালে। টিকটক স্টার বানানোর কথা বলে হৃদয় তাঁকে প্রলুব্ধ করে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে টিকটকাররা ঘুরতে যান। পরে ২০২০ সালের আবার তাঁরা ৭০০-৮০০ জন তরুণ - তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করে হৃদয়। শেষ ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় বাউল লালন শাহ মাজারে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে ভুক্তভোগীদের ভারতে পাচার করে হৃদয়। তাঁকে পাচার করতে সাহায্য করেন চক্রের অন্য সদস্যরা।
ডিসি শহীদুল্লাহ বলেন, পাচারকারী চক্রের খপ্পরে পড়ার পর থেকে পালিয়ে দেশে ফেরা পর্যন্ত তার লোমহর্ষক করুন কাহিনি কল্পনাকেও হার মানায়। ভারতে পাচারের পর ভুক্তভোগীদের বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় রাখা হয় । এ সময় ভারতে অবস্থানকালে হাতিরঝিলের কয়েকজন বাংলাদেশি তরুণীকে দেখতে পান। নৃশংস অত্যাচারের এক পর্যায়ে ভুক্তভোগীসহ আরও ২ জন তরুণী পালিয়ে আসেন।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এক হাজারের বেশি নারীকে সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের কথা স্বীকার করেছেন।
সম্প্রতি কয়েকজন মিলে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর গত বৃহস্পতিবার অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬) নামের ওই যুবক ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার মেয়েটিও ঢাকার মগবাজার এই এলাকায় থাকেন।
পুলিশের দাবি, এটি একটি আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য। রিফাদুল ইসলাম হৃদয় এ চক্রের অন্যতম সদস্য। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এ চক্রের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
৭ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
৯ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
৯ ঘণ্টা আগে